হে প্রিয় সাঈদী
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ১৫ মে, ২০১৭, ০২:০৮:৪৫ দুপুর
হে প্রিয় মুজাহিদ, প্রিয় বিপ্লবি বীর,
বাতিলের কাছে তব হয়নি নতশির।
লক্ষ প্রাণে জ্বালিয়েছো তুমি মহান দ্বীনের আলো,
কি করে তোমায় জেলে রেখে শান্তি পাই বলো?
দেহে থাকিতে রক্ত বিন্দু, ঈমান দীপ্ত প্রাণ,
করতে থাকব রবের তরে তব মুক্তির আহ্বান।
তুমিই ছিলে একা সাঈদী বাংলার জমিনে,
লক্ষ লক্ষ সাঈদী এখন শেষ হবে না গুণে।
তোমার প্রেরণায় উজ্জীবিত সব দ্বীনের মুজাহিদ,
জাগ্রত তারা, দ্বীন পাহারায় আঁখিতে নেই নিদ।
বিষয়: বিবিধ
১১০১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাতিলের কাছে তব হয়নি নত শির।
নতশিরে ফাঁক থাকা দরকার।
মন্তব্য করতে লগইন করুন