মানুষ সৃষ্টির সেরা জীব!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৮ মে, ২০১৬, ১০:৫৬:২২ সকাল
আমরা অহরহ এ কথাটি শুনে আসছি যে, আল্লাহ মানুষকে ‘আশরাফুল মাকলুকাত’ তথা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমি পবিত্র কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করে এ কথাটি কোথাও পাইনি।
মনে করেছিলাম প্রথমবার অধ্যয়ন করতে গিয়ে হয়ত কোথাও ভুলে ফেলে এসেছি। এখন খুব সতর্কতার সাথে দ্বিতীয়বার অধ্যয়ন করছি
আজ পেয়ে গেলাম ৯৮ নং সূরা, আল বাইয়্যিনাহ’র ৭ নং আয়াতে। তবে মানুষ মাত্রেই সৃষ্টির সেরা জীব নয়, মানুষের মধ্যে যারা সৎকর্ম করে তারাই কেবল সৃষ্টির সেরা।
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ)
(যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তারা নিশ্চিত ভাবে সৃষ্টির সেরা)
সম্মানীত মুফাস্সির আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, “অর্থাৎ তারা আল্লাহর সৃষ্টির মধ্যে সবার এমনকি ফেরেশতাদেরও সেরা । কারণ ফেরেশতারা আল্লাহর নাফরমানি করার স্বাধীন ক্ষমতা রাখে না। আর মানুষ এই নাফরমানি করার স্বাধীন ক্ষমতা রাখা সত্ত্বেও আনুগত্যের পথ অবলম্বন করে ।”
আল্লাহ আমাদেরকে ঈমানদার এবং সৎকর্মশীল হওয়ার তাওফিক দান করুন।
বিষয়: বিবিধ
১৬৪৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সূরা ইসরার ৭০ নং আয়াতেও এ কথা বলা আছে। অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি।
لقد خلقنا الانسان في احسن تقويم
সূরা ত্বীনের ৫ নং আয়াতেও এ কথা বর্ণিত আছে। অবশ্যই মানুষকে উত্তম গঠনে সৃষ্টি করা হয়েছে।
এ আয়াতদ্বয় দ্বারা বুঝা যায় মানুষ সৃষ্টির সেরা। কিন্তু শ্রেষ্ঠত্ব বজায় রাখার কারন হিসেবে বলা হয়েছে : নিশ্চয়ই যারা ঈমান এসেছে ও নেক আমল করেছে, তারাই উত্তম মানুষ।
ধন্যবাদ
রমজান উপলক্ষ্যে ব্লগীয় আয়োজনের প্রস্তুতি চলছে। আপনিও পারেন অংশ নিতে। বিস্তারিত জানতে-
চিন্তার খোরাক পেলাম-জাযাকাল্লাহ!
মন্তব্য করতে লগইন করুন