মৃত্যু থেকে শিক্ষা-
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ১১ মে, ২০১৬, ০৪:২৭:২০ বিকাল
কয়েক ঘন্টার ব্যাবধানে আল্লাহ তাঁর দু’জন প্রিয় বান্দাহকে তুলে নিলেন দুনিয়ার বুক থেকে। একজন মাওলানা মতিউর রহমান নিজামী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যিনি উচ্চস্বরে আল্লাহু আকবার তাকবীর ধ্বনী এবং কলেমা পাঠ করতে করতে ইসলামের দুষমন কতৃক শহীদ হলেন। আরেকজন বাংলাদেশের হক্বপন্থী শীর্ষস্থানীয় আলেমে দ্বীন প্রফেসর ড. আবদুল্লাহ জাহাঙ্গীর, যার আলোচনা থেকে অসংখ্য মানুষ গোমরাহী থেকে ফিরে এসেছেন, তিনি নিহত হলেন সড়ক দুঘটনায়। আল্লাহ তাঁকেও শহীদি মযাদা দান করুন। সমাজকল্যাণ মন্ত্রী প্রমোদ মানকিনও নাকি ইন্ডিয়ায় মারা গেছেন।
মৃত্যু ভয়ে যেসব আলেমেদ্বীন সত্য বলার সাহস হারিয়ে ফেলেছেন, অন্যায় এবং জুলুমের প্রতিবাদ করা থেকে দূরে রয়েছেন, ক্রমান্বয়ে সংখ্যলঘু হিন্দু কতৃক বৃহৎ মুসলিম জনগোষ্ঠিকে কাবু এবং দেশকে ভারতের গোলামে পরিনত করার দিকে ধাবিত করতে দেখেও চুপ রয়েছেন। জেনে রাখুন, মৃত্যু শুধু স্বৈরাচারের বুলেট আর ফাঁসীতে নয়, এমনিতেও হতে পারে।
১৯৪৭ এর পূর্বে ২০০ বছর ইংরেজ আর হিন্দু জমিদারদের গোলামীর জিঞ্জিরে আপনাদের পূর্বপুরুষেরা যেভাবে পিষ্ট হয়েছিলেন (আল্লাহ না করুন) আপনারাও সে দুর্ভাগ্য বরণ করতে চলেছেন। ওদের টার্গেট জামায়াতে ইসলামী নয়, ইসলাম এবং মুসলিম। সুতরাং সময় থাকতে যাবতীয় লোভ এবং অপকৌশলের ফাঁদ থেকে বের হয়ে এসে ঈমান, মুসলিম এবং দেশ বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়ুন। আপনাদেরকে সামনে পেলে সর্বস্তরের মুসলিমরা এগিয়ে আসবেন- ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১৬৫৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন