উদ্ধারিতে পারি যেন মোদের স্বাধীনতার অধিকার
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৬ মার্চ, ২০১৬, ১১:৩৯:৫১ সকাল
স্বাধীনতা তুমি আসনি ভেসে গঙ্গা নদীর জলে,
পেয়েছি তোমায় শত দুঃখী মায়ের অশ্রু জলে।
পেয়েছিলাম যেদিন তোমায় বিজয়ের ডিসেম্বরে,
ভোগ করেছি সেদিনই শুধু স্বাশ নিয়ে বুক ভরে।
বরণ করেছি তোমায় আমাদের ধর্মীয় রীতি মেনে,
বেতারে সেদিন দোয়া-দরুদ চলেছিল ক্ষণে ক্ষণে।
তারপর থেকে আশাহত হয়েছি বারে বার,
তোমর বক্ষ ঝাঁঝরা করেছে নখর হায়েনার।
তোমার স্বাদ হরণ করেছে দুষ্টু শাসকের দল,
করেছে তারা শাসনের নামে নানান দুষ্টু ছল।
এখনো রেখেছে স্বাশ রোধ করে চেপে ধরে তব ঠুঁটি,
নাস্তিক-মুরতাদ ও রুশ-ভারতের পোষ্যরা সব জুটি।
সংখ্যাগুরু মুসলমানের অর্জিত প্রিয় বাংলাদেশে
মুসলমানদের রাখতে চায় তারা শরনার্থী বেশে।
দাওগো শাক্তি-সাহস হে আল্লাহ্! পরোয়ার দেগার
উদ্ধারিতে পারি যেন মোদের স্বাধীনতার অধিকার।
মোহাম্মদ লোকমান
২৬.০৩.১৬
বিষয়: বিবিধ
১১৮০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন