উদ্ধারিতে পারি যেন মোদের স্বাধীনতার অধিকার

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৬ মার্চ, ২০১৬, ১১:৩৯:৫১ সকাল

স্বাধীনতা তুমি আসনি ভেসে গঙ্গা নদীর জলে,

পেয়েছি তোমায় শত দুঃখী মায়ের অশ্রু জলে।

পেয়েছিলাম যেদিন তোমায় বিজয়ের ডিসেম্বরে,

ভোগ করেছি সেদিনই শুধু স্বাশ নিয়ে বুক ভরে।

বরণ করেছি তোমায় আমাদের ধর্মীয় রীতি মেনে,

বেতারে সেদিন দোয়া-দরুদ চলেছিল ক্ষণে ক্ষণে।

তারপর থেকে আশাহত হয়েছি বারে বার,

তোমর বক্ষ ঝাঁঝরা করেছে নখর হায়েনার।

তোমার স্বাদ হরণ করেছে দুষ্টু শাসকের দল,

করেছে তারা শাসনের নামে নানান দুষ্টু ছল।

এখনো রেখেছে স্বাশ রোধ করে চেপে ধরে তব ঠুঁটি,

নাস্তিক-মুরতাদ ও রুশ-ভারতের পোষ্যরা সব জুটি।

সংখ্যাগুরু মুসলমানের অর্জিত প্রিয় বাংলাদেশে

মুসলমানদের রাখতে চায় তারা শরনার্থী বেশে।

দাওগো শাক্তি-সাহস হে আল্লাহ্! পরোয়ার দেগার

উদ্ধারিতে পারি যেন মোদের স্বাধীনতার অধিকার।

মোহাম্মদ লোকমান

২৬.০৩.১৬

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363662
২৬ মার্চ ২০১৬ দুপুর ১২:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : খুব সুন্দর কবিতা। মুগ্ধ করার মত। আপনার লেখাটা আমাদের আজকের বিশেষ আয়োজনে অন্তর্ভুক্ত হয়েছে।
২৯ মার্চ ২০১৬ রাত ০৮:২৮
301952
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদ, ভাই।
363680
২৬ মার্চ ২০১৬ দুপুর ০২:০৮
আবু জান্নাত লিখেছেন : নামে স্বাধীন হলেও এখনো প্রকৃত হায়েনাদের হাত থেকে দেশ স্বাধীন হয়নি। ধন্যবাদ
২৯ মার্চ ২০১৬ রাত ০৮:২৮
301953
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বি, ঠিক বলেছেন।
363683
২৬ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩৮
কুয়েত থেকে লিখেছেন : দারুন হয়েছে কবিতাটি বরণ করেছি তোমায় আমাদের ধর্মীয় রীতি মেনে,বেতারে সেদিন দোয়া-দরুদ চলেছিল ক্ষণে ক্ষণে। তারপর থেকে আশাহত হয়েছি বারে বার,এখন আমরা কপ্পরে পড়েছি নাস্তিক মুরতাদদের কবলে। ধন্যবাদ আপনাকে
২৯ মার্চ ২০১৬ রাত ০৮:২৯
301954
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ, ভাই।
364473
০২ এপ্রিল ২০১৬ রাত ০৯:০৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অসাধারণ! মন ছুঁয়ে গেল।ধন্যবাদ
২০ এপ্রিল ২০১৬ রাত ০৮:১৫
304042
মোহাম্মদ লোকমান লিখেছেন : অনেক ধন্যবাদ, মাসুম ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File