রাষ্ট্রধর্ম : বাংলাদেশ প্রেক্ষাপট
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৩ মার্চ, ২০১৬, ১০:৪৯:১৬ সকাল
আস্সালামু আলাইকুম!
সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনারা লক্ষ্য করে থাকবেন আমার ফেইসবুক প্রোফাইল পিক “সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল চাই” ব্যানারে আবৃত্ত করেছি। খেলাধূলা এবং অন্য যে কোন ইস্যুতে এধরণের আবেগময় কাজ আমি সাধারণত করি না।
তাহলে প্রশ্ন আসবে এটা কি আমার আবেগের বহিঃপ্রকাশ? না বন্ধুগণ, এটি আমার আবেগ নয়, ঈমানের ক্ষুদ্রতম বহিঃপ্রকাশ- আমি মনে করি।
আপনারা যাঁরা ইসলাম নিয়ে গবেষণা করেন, পন্ডিত হয়েছেন, আপনাদের মতো আমিও বিশ্বাস করি- ইসলাম রাষ্ট্রের অধীনে নয়, রাষ্ট্রই ইসলামের অধীন থাকার কথা এবং এটিই যথাযত। কিন্তু বাংলাশের বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকার ফলে এদেশের সংখ্যাগুরু অথচ নির্যাতিত মুসলমানেরা তাদের অধিকার আদায়ে কিছুটা হলেও সুবিধা আদায়ে সক্ষম হবে।
মূল কথা হচ্ছে- সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের মামলাটি নাস্তিক এবং কিছু দুষ্টু হিন্দুর চক্রান্ত। এটি তাদের একটি টেস্ট কেইস। এখানে জয়ী হলে তারা ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে আরো নূতন নূতন চক্রান্তে মেতে উঠবে।
অতএব আসুন, দল মত নির্বিশেষে নিজেদের মুসলমানিত্ব টিকিয়ে রাখার স্বার্থে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের চক্রান্তের বিরোদ্ধে রুখে দাঁড়াই। মনে রাখবেন, এটি কোন রাজনৈতিক ইস্যু নয়, ন্যুনতম মুসলমানিত্ব টিকিয়ে রাখার পক্ষে ক্ষুদ্রতম প্রচেষ্টা মাত্র।
বিষয়: বিবিধ
১১৭৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাষ্ট্রধর্ম ইসলাম না থাকলে বাংলাদেশে আরো ভয়াবহ অবস্থা হতে পারে। তুরস্ক করেছিল ধর্মনিরপেক্ষতার নামে। আর বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার নামে হলেও মূলত পৌত্তলিকতার সমৃদ্ধি ঘটানো হবে।
মন্তব্য করতে লগইন করুন