প্রবাস থেকে স্বদেশে-

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ০১ জুলাই, ২০১৫, ০৪:১০:০২ বিকাল

আলহামদু লিল্লাহ! গতকাল সকাল ৮:০০টায় দেশের মাটিতে পা রাখলাম। ভেবেছিলাম বরাবরের মতো আবুধাবি এয়ারপোর্টের লাউঞ্জে বসে বন্ধুদের নিকট দোয়া চেয়ে যাত্রা শুরু করব। ঘন্টা দুয়েক অতিরিক্ত সময় হাতে রেখে এয়ারপোর্টে পৌঁছেছিলামও। আমাদের বাঙ্গালী ভাইদের বদ খাসলতের শিকার হয়ে অতিরিক্ত দু’ঘন্টাও মাটি হলো। ফলে চেকইন আর ইমিগ্রেশন শেষে সোজা বিমানে, একটুও বসার ফুরসত মেলেনি।

বদ খাসলতটা কি? আমার লাইনে প্রায় প্রতিটি প্যসেঞ্জার অতিরিক্ত ওজনের লাগেজ নিয়ে এসেছেন কিন্তু এর জন্য অতিরিক্ত ভাড়া দিতে অনিচ্ছুক। ফলে একেক জনের সাথে এ নিয়ে দর কষাকষি এবং বাড়াবাড়ি করতে গিয়েই সময় শেষ।

ভ্রমনটা অবশ্য ভালই হয়েছে। নতুন মডেলের 'আকাশ প্রদীপ' নামক বিমানটি ছিল আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। কেবিনক্রুরাও ছিলেন যথেষ্ট আন্তরিক।

সেহেরিতে বিমানের ঐতিহ্যবাহী চিনিগুড়া চালের পোলাও'র সাথে চিকেন ভূনা এবং আনুষাঙ্গিক মিষ্টান্ন, চা-কফি তো ছিলই।

ক্বারী আব্দুল বাসেতের হৃদয়গ্রাহী তেলাওয়াতে কালামুল্লাহ্ শ্রবন, কিছুটা ঘুম এবং ভোরের আলো প্রস্ফুটিত হলে নীলাকাশের সৌন্দর্য্য আর মেঘমালার খেলা দেখতে দেখতে মেঘের ভেলায় চড়ে কখন যে চট্টগ্রাম এসে গেলাম, টের পেয়েছি লাউড স্পিকারে পাইলটের ঘোষণায়।

দেশে আজ দ্বিতীয় দিন। মরুর কাঠফাটা শুষ্কতায় যার অভাব অনুভব করেছি দীর্ঘ তিনটি মাস, সে তার পূর্ণ সৌন্দর্য্য নিয়ে দেখা দিয়ে গেলো একটু আগে। দূর থেকে আবারো উঁকি-ঝুকি দিয়ে জানান দিচ্ছে আবারও সে আসবে, আমি তার অপেক্ষার প্রহর গুনছি। সে আসলে আপনাদেরকে জানিয়ে দিতে কোন কার্পণ্য হবে না, কথা দিলাম। ওর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই? সে আমার প্রিয় বৃষ্টি। মেঘলা আকাশ আর মুষলধারে বৃষ্টির আমি চির প্রেমিক।

বিষয়: বিবিধ

৯৮৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328171
০১ জুলাই ২০১৫ বিকাল ০৪:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মরু থেকে বৃষ্টির দেশে।
এক সপ্তাহ আগে আসলে কিন্তু বিরক্ত হয়ে যেতেন!!!
০২ জুলাই ২০১৫ বিকাল ০৫:১২
270624
মোহাম্মদ লোকমান লিখেছেন : আসলে হেডিংটাই হওয়া উচিৎ ছিল “মরু থেকে বৃষ্টির দেশে”! না ভাই, ‍বৃষ্টি আমাকে সহযে বিরক্ত করে না।
328192
০১ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩২
কুয়েত থেকে লিখেছেন : ভাই দেশে কতদিন থাকবেন? ভাল ভাবে দেশে আনন্দ করুন।ধন্যবাদ
০২ জুলাই ২০১৫ বিকাল ০৫:১৪
270625
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওখানে খুব প্রয়োজন না পড়লে ঈদুল আযহা পর্যন্ত আছি, ইনশাআল্লাহ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
328193
০১ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হুম দেখলাম বিমান থেকে পটুক উটাইছেন। Big Grin Big Grin
০২ জুলাই ২০১৫ বিকাল ০৫:১৫
270626
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বি ভাই, এখানে দিতে চেয়েছিলাম ‍কিন্তু নেট স্লো হওয়ার কারণে সম্ভব হলো না।
328199
০১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
মু নূরনবী লিখেছেন : শুকরিয়া...সুস্থভাবে এসে পৌঁছলেন।

কতদিনের ট্রিপ?

ঢাকায় আসা হবে কিনা?
০২ জুলাই ২০১৫ বিকাল ০৫:১৭
270627
মোহাম্মদ লোকমান লিখেছেন : ঈদুল আযহা পর্যন্ত থাকতে পারি, ইনশাআল্লাহ। ঢাকা খুব প্রয়োজন ছাড়া আসা হয়না। ধন্যবাদ আপনাকে।
328209
০১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
শেখের পোলা লিখেছেন : নাস্তিক আর আওয়ামী অভয়ারণ্যে চোখ কান সজাগ রেখে চলার অনুরোধ রইল৷
০২ জুলাই ২০১৫ বিকাল ০৫:১৯
270628
মোহাম্মদ লোকমান লিখেছেন : সুন্দর পরামর্শের জন্য অনেক ধন্যবাদ, শেখের পোলা ভাই।
আল্লাহর নিকট জালেম থেকে পানাহ চাই।
328227
০১ জুলাই ২০১৫ রাত ১০:৫৩
দ্য স্লেভ লিখেছেন : বাহ সত্যিই দারুন। বড্ড সংক্ষেপে লিখলেন। দেশে ফেরার আনন্দ অতুলনীয়।
০২ জুলাই ২০১৫ বিকাল ০৫:২১
270629
মোহাম্মদ লোকমান লিখেছেন : সত্যিই দেশে ফেরার আনন্দ অসীম। পুঁজি যা আছে তাই! Happy
328321
০২ জুলাই ২০১৫ বিকাল ০৫:৫১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দেশে ফেরার জন্য কী যে আকুতি, পরিবারের সাথে সাক্ষাতের কী যে অনুভুতি প্রবাসীরাই বলতে পারবেন। নিজ অভিজ্ঞতার সুন্দর বর্ণনা দারুণ হয়েছে। আপনার মোবাইল নংটি ইনবক্স করুন..
০৩ জুলাই ২০১৫ বিকাল ০৫:৫৭
270715
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদ, মাছুম ভাই। ০১৮১৬৩০৭০৭১

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File