প্রবাস থেকে স্বদেশে-
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ০১ জুলাই, ২০১৫, ০৪:১০:০২ বিকাল
আলহামদু লিল্লাহ! গতকাল সকাল ৮:০০টায় দেশের মাটিতে পা রাখলাম। ভেবেছিলাম বরাবরের মতো আবুধাবি এয়ারপোর্টের লাউঞ্জে বসে বন্ধুদের নিকট দোয়া চেয়ে যাত্রা শুরু করব। ঘন্টা দুয়েক অতিরিক্ত সময় হাতে রেখে এয়ারপোর্টে পৌঁছেছিলামও। আমাদের বাঙ্গালী ভাইদের বদ খাসলতের শিকার হয়ে অতিরিক্ত দু’ঘন্টাও মাটি হলো। ফলে চেকইন আর ইমিগ্রেশন শেষে সোজা বিমানে, একটুও বসার ফুরসত মেলেনি।
বদ খাসলতটা কি? আমার লাইনে প্রায় প্রতিটি প্যসেঞ্জার অতিরিক্ত ওজনের লাগেজ নিয়ে এসেছেন কিন্তু এর জন্য অতিরিক্ত ভাড়া দিতে অনিচ্ছুক। ফলে একেক জনের সাথে এ নিয়ে দর কষাকষি এবং বাড়াবাড়ি করতে গিয়েই সময় শেষ।
ভ্রমনটা অবশ্য ভালই হয়েছে। নতুন মডেলের 'আকাশ প্রদীপ' নামক বিমানটি ছিল আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। কেবিনক্রুরাও ছিলেন যথেষ্ট আন্তরিক।
সেহেরিতে বিমানের ঐতিহ্যবাহী চিনিগুড়া চালের পোলাও'র সাথে চিকেন ভূনা এবং আনুষাঙ্গিক মিষ্টান্ন, চা-কফি তো ছিলই।
ক্বারী আব্দুল বাসেতের হৃদয়গ্রাহী তেলাওয়াতে কালামুল্লাহ্ শ্রবন, কিছুটা ঘুম এবং ভোরের আলো প্রস্ফুটিত হলে নীলাকাশের সৌন্দর্য্য আর মেঘমালার খেলা দেখতে দেখতে মেঘের ভেলায় চড়ে কখন যে চট্টগ্রাম এসে গেলাম, টের পেয়েছি লাউড স্পিকারে পাইলটের ঘোষণায়।
দেশে আজ দ্বিতীয় দিন। মরুর কাঠফাটা শুষ্কতায় যার অভাব অনুভব করেছি দীর্ঘ তিনটি মাস, সে তার পূর্ণ সৌন্দর্য্য নিয়ে দেখা দিয়ে গেলো একটু আগে। দূর থেকে আবারো উঁকি-ঝুকি দিয়ে জানান দিচ্ছে আবারও সে আসবে, আমি তার অপেক্ষার প্রহর গুনছি। সে আসলে আপনাদেরকে জানিয়ে দিতে কোন কার্পণ্য হবে না, কথা দিলাম। ওর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই? সে আমার প্রিয় বৃষ্টি। মেঘলা আকাশ আর মুষলধারে বৃষ্টির আমি চির প্রেমিক।
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক সপ্তাহ আগে আসলে কিন্তু বিরক্ত হয়ে যেতেন!!!
কতদিনের ট্রিপ?
ঢাকায় আসা হবে কিনা?
আল্লাহর নিকট জালেম থেকে পানাহ চাই।
মন্তব্য করতে লগইন করুন