সময় থাকতে মনা হুশিয়ার...

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৪ জুন, ২০১৫, ০৪:০৪:২২ বিকাল

আমরা (মুসলমানেরা) অনেক ইবাদাত বৃদ্ধ বয়সের জন্য শিকেয় তুলে রাখি। যেমন; হজ্জ, দাড়ি রাখা, তাহাজ্জুদ গুজার, ইতেকাফ ইত্যাদি। অথচ আমাদের বিন্দু মাত্র ধারণা নেই যে, কখন ওপাড়ের ডাক পড়বে এবং সব আমল বন্ধ হয়ে যাবে।

আল্লাহ বলেছেন, তিনি শিরক ছাড়া সব গোনাহ মাফ করে দেবেন (আন নেসা- ৪৮)। এজন্য তো অবশ্যই আল্লাহর নিকট অতীতের গোনাহের জন্য মাফ চেয়ে নিতে হবে।

চলুন না বন্ধুগণ! যাদের সুযোগ আছে, পবিত্র রমজানের শেষের দশটি দিন-রাত দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত থেকে একমাত্র আল্লাহর সান্নিধ্যে কাটিয়ে দেয়ার নিয়্যাত করি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ্!

বিষয়: বিবিধ

১১৩৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327334
২৪ জুন ২০১৫ বিকাল ০৪:৩৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
327335
২৪ জুন ২০১৫ বিকাল ০৪:৪০
আবু জারীর লিখেছেন : আল্লাহ্‌ আমাদের শিরক বিদায়াত মুক্ত আমল করার তাওফিক দিন।
ধন্যবাদ।
327348
২৪ জুন ২০১৫ রাত ০৮:১৮
হতভাগা লিখেছেন : এসবের মধ্যে যেটা ফরয সেটা তরুন/যুবক বয়সেই করে ফেলা উচিত সামর্থ্য হবার সাথে সাথেই ।

বয়স বাড়ার সাথে সাথে অনেক দায়িত্ব এসে পড়ে এবং সাথে আলসেমীও । ফলে হজে যাবার মত আর্থিক সামর্থ্য থাকলেও শারিরীক সামর্থ্য চলে যায় ।
327355
২৪ জুন ২০১৫ রাত ০৯:২৬
আফরা লিখেছেন : উত্তম আহবান ! জাজাকাল্লাহ খাইর !
327359
২৪ জুন ২০১৫ রাত ১০:২৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এর মানে হচ্ছে লোকমান ভাই সবাইকে রমজানের শেষ দশকে এতেকাফের জন্য দাওয়াত দিচ্ছেন বা তাগাদা দিচ্ছেন। খুবই উত্তম দাওয়াত। ধন্যবাদ..
327372
২৪ জুন ২০১৫ রাত ১১:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধুমাত্র দাড়ি রাখায় আমাকে যে পরিমান প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে!!!
এই হচ্ছে আমাদের দেশের তথাকথিত মুরুব্বি যাদের সময় নাকি ইসলাম অনেক বেশি ছিল তাদের মানসিকতা!!
327437
২৫ জুন ২০১৫ দুপুর ১২:১৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : আল্লাহ আমাদের কবুল করুন। আমীন।
327455
২৫ জুন ২০১৫ দুপুর ০২:০৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File