পরিচ্ছন্ন টিভি চ্যানেল চাই
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ১৭ জুন, ২০১৫, ০৬:২৫:২১ সন্ধ্যা
আমাদের টিভি চ্যানেলগুলো নির্লজ্জতা, বেহায়াপনা এবং অ-নৈতিকতার স্রোতে ভাসমান। আমি হলফ করে বলতে পারি, কোন নৈতিকতা সম্পন্ন মানুষের পক্ষেই ছেলে-মেয়ে-পরিবার পরিজন নিয়ে টিভিতে সংবাদ দেখা অথবা নির্মল আনন্দ উপভোগ করা সম্ভব নয়। অনেক বছর আগে ভারতীয় সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের একটি সাক্ষাতকার দেখেছিলাম। তিনি নৈতিকতার প্রতি ঈঙ্গিত করে বলেছিলেন, তারা ভাইবোন তথা পরিবারের সদস্যরা একত্রে বসে টিভি দেখেন না। বিজ্ঞাপন, নাটক-নাটিকা এবং সিনেমায় এমন সব দৃশ্য প্রদর্শন করা হয়, যা বাস্তব স্বামী-স্ত্রীর একান্ত রোমান্টিকতাকেও হার মানায়। আর এসব দৃশ্য টিভিতে এসে যায় চোখের পলকেই।
ইচ্ছায় হোক আর অনিচ্ছায়, সাধারণ মানুষ থেকে শুরু করে আলেম-মৌলভীর পরিবারকেও ওসবের ওপর চোখ রাখতে হচ্ছে। আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতানৈক্য থাকলেও প্রত্যেকেই চায় তাদের সন্তানেরা অনৈতিকতার পরশ থেকে দূরে থাকুক।
এমতাবস্থায় আমরা সকল নৈতিক গুন সম্পন্ন মানুষেরা কি এক বা একাধিক পরিচ্ছন্ন টিভি চ্যানেলের দাবী তুলতে পারি না? আসুন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমরা এ দাবিটি নিয়ে সোচ্ছার হই এবং জনমত গঠনের চেষ্টা করি।
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুতরাং সবাইকে কুৎসিত হতে হবে।
আমরা সকল নৈতিক গুন সম্পন্ন মানুষেরা কি এক বা একাধিক পরিচ্ছন্ন টিভি চ্যানেলের দাবী তুলতে পারি না? আসুন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমরা এ দাবিটি নিয়ে সোচ্ছার হই এবং জনমত গঠনের চেষ্টা করি।
সহমত।
দর্শকেরা ইসলামী অনুষ্ঠান ও আলাপ আলোচনার চেয়ে গান বাজনা সিনেমা নাটক দেখতেই পছন্দ করে বেশী ।
আসছে ঈদে বিভিন্ন চ্যানেলে শুরু হবে নাটক , ম্যাগাজিন অনুষ্ঠান দেখানোর প্রতিযোগিতা । দর্শকেরা সেগুলোকেই টার্গেট করবে।
কোন ইসলামী অনুষ্ঠানে দর্শকেরা বসবে না ।
যে দেশে আযান বন্ধ করিয়ে গান বাজনা চালু রাখা হয় , যে দেশে মানুষ মাসজিদে ২ টাকা দান করার চেয়ে কনসার্ট দেখার জন্য হাজার টাকার টিকিট কাটতে কার্পন্য করে না সে দেশে
পরিচ্ছন্ন চ্যানেল আসবে না বা আসতে দেওয়া হবে না বা আসলেও কাহিনী করে বন্ধ করে দেওয়া হবে ।
মন্তব্য করতে লগইন করুন