ছাত্রজীবনের টুকিটাকি- ৪
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৩ মে, ২০১৫, ০১:৫৬:১৬ দুপুর
আমার স্কুলে যাওয়া সত্যিই বন্ধ হয়ে গেল। বাবা ঠিকাদারী করতেন। দেশের অবস্থার কারণে ‘কাজ পেয়েছেন তো বিল পাচ্ছেন না, বিল পেলেন তো কাজ পাচ্ছেন না’ অবস্থার কারণেই আর্থিক অনটন। তৎকালীন মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর সুপারিশে দলীয় কোটায় অতিরিক্ত রেশন কার্ড, বাংলাদেশ টোবাকো কোম্পানী এবং টিসিবি’র ক্ষুদ্র ডিলারশীপ না পেলে অবস্থা আরো নাজুক হতো।
এখন আমার কাজ হলো- বাজারে যাওয়া, এটা সেটা করা, বিরাট লাইন ধরে সপ্তাহে দু’বার দুটি রেশন সপ থেকে রেশন উঠানো, টাবাকো কোম্পানী থেকে বিভন্ন ব্র্রান্ডের সিগারেট উত্তোলন, টিসিবি থেকে টিনজাত দুধ এবং আরো কি কি যেন উত্তোলন করা এবং প্রয়োজনীয় জিনিস রেখে বাকিগুলো বিক্রয় করে দিয়ে উদ্বৃত্ত অর্থ বাবাকে যোগান দেয়া।
রেশন, টবাকো কোম্পানী, টিসিবি ইত্যাদির হাকীকত বুঝা একটু কঠিন হবে বর্তামান যুগে, তাই সংক্ষিপ্ত ব্যাখ্যা দিচ্ছি : -
রেশন সপ : পাকিস্তান আমল থেকে শহরের মিউনিসিপ্যাল হোল্ডিং ধারীদের জন্য সপ্তাহে একবার বাজার মূল্য থেকে বেশ কম মূলে চাল-ডাল-গম-তেল-চিনি ইত্যাদি সরবরাহ করা হতো, যা বর্তমানে বিলুপ্ত। এখান থেকে দ্রব্যাদি তুলে নিজেদের জন্য কিছু রেখে বাকীটা বাহিরে বিক্রয় করে দেয়া যেতো বেশী মূল্যে।
টবাকো কোম্পানী এবং টিসিবি থেকেও কার্ডধারীরা মাল তুলে বেশী দামে বাহিরে বিক্রয় করার ব্যবস্থা ছিল।
এসব করা শেষ হলে বাবা ঘরে নাথাকলে লাটিম, মার্বেল, ডাংগুলি ইত্যাদি খেলায় ব্যস্ত হতাম আর বাবা ঘরে থাকলে সোজা ঘরে বসে থাকতো হতো। তখন বাবা ছিলেন একটু কড়া মেজাজের। ডাক দিয়ে সাথে সাথে না পেলে খুব রাগ করতেন এবং বকা আর পিটুনী দুটোই কপালে জুটতো।
এভাবে কেটে গেল প্রায় একটি বছর। আমার বন্ধুরা ক্লাস এইটে, আর মাত্র ৫/৬ মাস পর তারা ক্লাস নাইনে উঠবে। আমি থেমে আছি। নেভী-ব্লু পেন্টের সাথে সাদা সার্ট ইন করা বন্ধুদের স্কুলে যেতে আসতে দেখলে আমার অন্তরাত্মা কেঁদে উঠতো। ভাবলেশহীনভাবে চেয়ে থাকতাম তাদের দিকে।
এরই মধ্যে আমার উপর দিয়ে বয়ে গেল এক টর্নেডোসম বিপদ। কে জানতো এই বিপদের মধ্যেই লুকিয়ে ছিল আমার আগামী দিনের উজ্জল ভবিষ্যত!
চলবে.....
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রেশন সপ আমি দেখেছি ছোট বেলায়। সম্ভবত ১৯৯০-৯১ সাল পর্যন্ত সীমিত পরিসরে সরকারি চাকুরিজিবি এবং বয়স্ক দের জন্য চাল,চিনি,তেল,আটা,ঘি রেশন সপ থেকে দেওয়া হত।
মন্তব্য করতে লগইন করুন