ছাত্রজীবনের টুকিটাকি- ৩
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২০ মে, ২০১৫, ০৭:৪৭:৩০ সন্ধ্যা
ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে অটো প্রমোশন পেলাম ঠিকই, কিন্তু বাবার আর্থিক সমস্যার কারণে রি-এডমিশন এবং টিউশন ফিঃ জমা দিতে পারলাম না যথা সময়ে। পরের তারিখে দেবো, পরের মাসে দেবো ইত্যাদি করতে করতে বেশ কয়েক মাস কেটে গেলো। বার বার তাগাদা আসার কারণে নিজেরও বেশ লজ্জা হচ্ছিলো। অবশেষে অর্ধবার্ষীক পরীক্ষায় অংশগ্রহণে অযোগ্য ঘোষিত হলাম।
ধারণা করলাম, আর হয়ত স্কুলে আসা হবে না আমার। ভারাক্রান্ত হৃদয়ে ফিরে আসার পূর্বে প্রিয় বিদ্যালয়টি ভালো করে দেখে নিলাম কয়েকবার। খেলার মাঠ, অডিটরিয়াম, লাইব্রেরী আর শ্রেণীকক্ষে আমার পদাচারণা বন্ধ হয়ে যাবে; স্কুল আর বি এড্ কলেজের মাঝখানে বাঁশ বাগানের ছায়ায় বন্ধুদের সাথে আড্ডায় আমি থাকবো না- ভাবতেই হৃদয় ছিঁড়ে যেন খান খান হয়ে যাচ্ছিল।
আমার লেখা পড়া বন্ধ হয়ে যাওয়া বাবার মোটেই কাম্য ছিল না। কিন্তু তাঁর অপারগতা আর সীমাবদ্ধতার বলী হতে চললো আমার আগামী দিনে উচ্চ শিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন-সাধ। মা ছিলেন না, থাকলে তিনিও হয়ত কিছু করতে পারতেন না। মায়ের স্থলাভিষিক্ত যে মা, তিনিতো স্বজ্ঞানে আমার দায়িত্ব নিয়েছিালন। আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেলো অথচ তাঁর কোন প্রতিক্রিয়া নেই। তাঁর এ নির্লিপ্ততা আমাকে সাংঘাতিকভাবে আহত করেছিল এবং মনে হচ্ছিল- মা থাকলে নিশ্চয়ই কিছু একটা করতেন অথবা চেষ্টা করতেন অথবা নিদেন পক্ষে মণ খারাপ করতেন। তারপরও আমার জন্য শান্তনা ছিল যে, তিনি পুরাদমে আমাকে অবহেলা করেননি, খাওয়া বন্ধ করেননি, বাবার সাথে আমার দূরত্ব তৈরীর চেষ্টা করেননি। বাবাও কিন্তু এ দিকটায় খুবই সতর্ক ছিলেন।
চলবে......
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ সাথে থেকে উৎসাহিত করার জন্য।
নিশ্চয় অনেক কষ্ট করে বড় হয়েছেন । আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে সফলতা দান করুন ।
সংগ্রাম করেই এতটুকু এসেছি। জীবনের অপর নাম সংগ্রাম।
আরো বেশি করে লিখুন... এতো ছোট পোস্ট পড়তে ভালো লাগে না... :(
আপনার জন্যও দোয়া এবং শুভ কামনা।
উচ্চশিক্ষার জন্য স্বপ্ন দেখি আমি।
শুকরিয়া খুব স্মৃতির ভেলায় আমাদের যায়গা দেয়ার জন্য।
ভাল থাকুন দোয়া করি ।
্আপনার দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার কঠিন সংগ্রামী ছাত্রজীবনের কথন জানলাম। সবচাইতে খারাপ লাগলো আপনার মাতৃবিয়োগের ঘটনা জেনে!
আল্লাহ আপনার মাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন! পরের পর্বে বিস্তারিত জানার অপেক্ষায় ........
তিনটি পর্বই একসাথে পড়লাম। ছোটবেলার স্মৃতিকথা পড়তে আসলেই ভালো লাগে। কখনও সুখের আবার কখনও কষ্টের।
মন্তব্য করতে লগইন করুন