ছাত্রজীবনের টুকিটাকি- ১

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ১৮ মে, ২০১৫, ০২:৪৬:১৮ দুপুর

কী-সব কারণে দ্বিতীয় শ্রেণী পড়া হয়নি আমার। প্রথম শ্রেণী থেকে সরাসরি তৃতীয় শ্রেণীতে ভর্তি করে দিয়েছিলেন বাবা। ফল যা হবার তা’ই হলো- স্কুলের পড়া কভার করতে না পারার কারণে প্রতিদিন স্যারের বেত্রাঘাত এবং বছর শেষে অকৃতকার্য্য। সুতরাং তৃতীয় শ্রেণীতে দুই বছর থাকার ফলে পরের বছর দ্বিতীয় স্থান নিয়ে ৪র্থ শ্রেণীতে উঠেছিলাম।

ক্লাস ফোরে সমাজ পাঠ যে স্যার পড়াতেন তিনি প্রতি সপ্তাহেই পরীক্ষা নিতেন। খারাপ করলে টেবিলের নিচে মাথা ঢুকিয়ে কষে কষে বেত্রাঘাত। নজরুল নামের এক সহপাঠী ছিল একটু অঘা টাইপের। একদিন সমাজ পরীক্ষার আগে সে আমাকে আচাড়- আইসক্রীম ইত্যাদি খাইয়ে তাকে পরীক্ষায় দেখানোর জন্য রাজী করে। সে যথারীতি পিছনে বসে আমাকে নকল করে যাচ্ছে। আমার মাথায় একটু দুষ্টু বুদ্ধি আসলো। আমি করলাম কি, লেখার মাঝখানে আমার নামটা লিখে স্যারকে খাতা জমা দেয়ার আগে তা কেটে দিলাম।

নজরুলের খাতায় চোখ বুলানোর পর স্যার ওকে ডেকে সোজা টেবিলের নিচে মাথা ঢুকিয়ে সপাসং বেত্রাঘাত করতে লাগলেন। আর বকতে লাগলেন, ‘লক্ষিছাড়া- পড়া শিখে আসে না, নকল করে......’। আমি উঁকি দিয়ে দেখলাম, তার লেখার মাঝখানে আমার নাম শোভা পাচ্ছে। সে এতটা অঘা হবে ভাবিনি, আমি ধরে নিয়েছিলাম সে আমার নাম লিখবেনা বা লিখলেও আমার মতো কেটে দেবে এবং পরে এটা নিয়ে আমাদের মধ্যে হাসাহাসি হবে।

এখন স্মরণ হলে নজরুলের বোকামির জন্য হাসি পেলেও নিজের অপকর্মটির জন্য অনুশোচনা হয়।

চলবে.....

বিষয়: বিবিধ

৯৯৮ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320785
১৮ মে ২০১৫ দুপুর ০২:৪৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Big Grin Big Grin Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor যা লিখলেন। বোকা কি গাছে ধরে? আজ বুঝলাম ধরে
১৯ মে ২০১৫ দুপুর ০৩:১৭
262131
মোহাম্মদ লোকমান লিখেছেন : হ্যাঁ ভাই, বোকা গাছেও ধরে- প্রমাণীত! Happy
320789
১৮ মে ২০১৫ দুপুর ০২:৫৮
আফরা লিখেছেন : ছোট বেলায় দুষ্টামী তাহলে আপনারাও করতেন ভাইয়া।আমি তো মনে করেছি আপনারা ছোট বেলায় ও অনেক ভালছিলেন ভাইয়া।

অনেক ভাল আর মজা পেয়েছি ,ধন্যবাদ ভাইয়া শেয়ারের জন্য ।
১৯ মে ২০১৫ দুপুর ০৩:২০
262133
মোহাম্মদ লোকমান লিখেছেন : দুষ্টুমিতো ছোটদেরই মানায়, যদিও আজকাল বড়দের মহা গর্হিত কাজকেও দুষ্টুমি বলে চালিয়ে দেয়ার চেষ্টা হয়...।
আপনাকে অনেক ধন্যবাদ।
320793
১৮ মে ২০১৫ দুপুর ০৩:৩৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ মে ২০১৫ দুপুর ০৩:২০
262135
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ, ‘দুষ্টু পোলা’ভাই।
320799
১৮ মে ২০১৫ বিকাল ০৪:০৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সে-ই যে আমার নানা রঙের শৈশবের দিনগুলি, মনে পড়ে গেল লোকমান ভাই। লিখতে থাকুন,
কলম যেন বন্ধ না হয়..ধন্যবাদ।
১৯ মে ২০১৫ দুপুর ০৩:২১
262136
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদ মাছুম ভাই।
320805
১৮ মে ২০১৫ বিকাল ০৪:২৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লাগল আপনার শৈশবের স্মৃতি জেনে ।
১৯ মে ২০১৫ দুপুর ০৩:২১
262137
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার ভালো লাগলো জেনে নিজেরও খুব আনন্দ হচ্ছে, বাহার ভাই।
320815
১৮ মে ২০১৫ বিকাল ০৫:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নাম দিয়ে গ্যাঞ্জাম!
১৯ মে ২০১৫ দুপুর ০৩:২২
262138
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বি, সবুজ ভাই।
320818
১৮ মে ২০১৫ বিকাল ০৫:৩৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আমার ছোট বেলার শুধু দুষ্টামী গুলো নিয়ে একটা কলাম লিখবো ভাবতেছি, আসা করি আমর দুষ্টামী সবাইকে ছাড়িয়ে যাবে.......ভাল লাগলো,
১৯ মে ২০১৫ দুপুর ০৩:২৩
262140
মোহাম্মদ লোকমান লিখেছেন : লিখে ফেলুন এবং লিঙ্ক দিতে ভুলবেন না যেন।
320854
১৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
শেখের পোলা লিখেছেন : চলতে থাকুক, জানতে ইচ্ছা করে৷
১৯ মে ২০১৫ দুপুর ০৩:২৪
262141
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ ‘শেখের পোলা’ ভাই।
320925
১৯ মে ২০১৫ রাত ০১:৪৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমার দুষ্টামি একদম পছন্দ নয়! দুষ্টদের দেখলে কালি হাতুড়ি পেঠাতে ইচ্ছে হয়। Time Out Time Out
১৯ মে ২০১৫ দুপুর ০৩:২৫
262143
মোহাম্মদ লোকমান লিখেছেন : ভাই, হাতুড়ি দিয়ে পেটালে যে ‍দুষ্টুমি আরো শক্ত এবং পোক্ত হয়? Happy
১৯ মে ২০১৫ বিকাল ০৪:৪৩
262163
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Crying Crying Crying
১০
321000
১৯ মে ২০১৫ দুপুর ০২:৩২
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।
ভাল লাগল আপনার শৈশবের স্মৃতি জেনে ।
১৯ মে ২০১৫ দুপুর ০৩:২৬
262144
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

কবি ভাইয়ের ভালো লাগলো জেনে খুশী হলাম। Happy
১১
321031
১৯ মে ২০১৫ বিকাল ০৪:২৪
আহসান সাদী লিখেছেন : ভালো...
১৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
262176
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদ, আহসান সাদী ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File