আল্লাহকে ‘সৃষ্টিকর্তা’ বললে দোষ কোথায়!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ১২ মে, ২০১৫, ০৬:৪৪:৫৫ সন্ধ্যা

‘সৃষ্টিকর্তা’র আরবী হচ্ছে ‘খালেক’"خالك" এটি আল্লাহর অন্যতম গুণবাচক নাম। সুতরাং আল্লাহকে সৃষ্টিকর্তা বলাতে কোন দোষ থাকার কথা নয়।

যদি প্রশ্ন করা হয় আমাদের খালেক বা স্রষ্টা বা সৃষ্টিকর্তা কে? উত্তর হবে আল্লাহ। অর্থাৎ আল্লাহর এই গুনবাচক নামটি মুসলমানেরা যিকর এবং সংশ্লিষ্ট প্রয়োজনে উচ্চারণ করেন।

মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বীরাও স্বীকার করেন, তাদেরও স্রষ্টা রয়েছেন। তাদের সৃষ্টিকর্তা বা স্রষ্টা যে একমাত্র আল্লাহ তা তারা স্বীকার করেন না।

এখন কথা হলো; আমরা আল্লাহর মূল নাম বাদ দিয়ে সর্বাবস্থায় সৃষ্টিকর্তা কেন বলবো? কাউকে খুশী করার জন্য? নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ প্রমাণ করার জন্য?

আল্লাহর বিপরীতে অন্য যে কাউকে খুশী করার জন্য যা কিছু করা হয় তাতে আল্লাহ কোন অবস্থাতেই খুশী হতে পারেন না।

আমাদের পিতা-মাতাকে জন্মদাতা বা জন্মদাত্রী বললে তাদের অসংখ্য বৈশিষ্ট্যের মধ্য থেকে একটি বলা হলো যে, তাঁরা আমাদেরকে জন্ম দান করেছেন। তদস্থলে মাতা-পিতা বলা হলে জন্মদান সহ আমাদের প্রতি তাঁদের যাবতীয় ভালবাসা, লালন-পালন, দায়-দায়িত্ব-অধিকার ইত্যাদি একসাথে চলে আসে। বিশেষ অর্থে, অর্থাৎ শুধুমাত্র জন্ম দিয়ে কোথাও ফেলে রেখে চলে গেলে তখনই কেবল জন্মদাতা-জন্মদাত্রি শব্দটি সর্বাবস্তায় বলা যুক্তি সঙ্গত।

ঠিক তেমনিভাবে আল্লাহ যদি আমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করেই ছেড়ে দিতেন, আর কোন দায়-দায়িত্ব না নিতেন, তখনই সর্বাবস্থায় সৃষ্টিকর্তা বলা যু্ক্তি সঙ্গত হতো। আল্লাহকে সর্বাবস্থায় আল্লাহ বলে ডাকলেই পরিপূর্ণ হক আদায় হয়।

অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করে আসছি, আমাদের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের লোকজন এবং তাদের ইঙ্গিতে আমাদের দেশের সমস্ত মিডিয়া এবং সরকারী খরছে রচিত পাঠ্য পুস্তক থেকে আল্লাহ শব্দটি ‍তুলে দিয়ে তদস্থলে সৃষ্টিকর্তা বসানোর চরম প্রতিযোগীতা শুরু হয়েছে। টিভির খবর এবং সরকার সমর্থক লোকজন যেন ‘আল্লাহ’ উচ্চারণ করতে লজ্জা বোধ করেন।

মুসলমানের দেশ থেকে মুসলমানী শব্দসমূহ তুলে দেয়ার এমন জঘন্য চক্রান্ত রুখে দাঁড়ানো প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব বলে আমি মনে করি।

বিষয়: বিবিধ

১০৮৭ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319612
১২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহতায়লাকে ৯৯ টি সিফাত বা গুনাবলিতে সম্বধোন করা যায়। কিন্তু তার যাত বা সত্বার একটি শুধু সম্বোধন সেটা আল্লাহ। যারা আল্লাহ উচ্চারন করতে লজ্জা বোধ করেন প্রকৃতপক্ষে আল্লাহতে বিশ্বাসই করতে লজ্জা বোধ করেন।
১৩ মে ২০১৫ দুপুর ০১:০২
260839
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বি সবুজ ভাই, এখন যেন আল্লাহ নামটি মানুষের মুখ থেকে তুলে দেওয়ার চেষ্টা চলছে।
319623
১২ মে ২০১৫ রাত ০৮:০৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাইয়া, মাঝে মাঝে ভাবতেও খারাপ লাগে যে আমরা ৯০% মুসলিমের দেশে বাস করি। আল্লাহ যদি কখনো হাছিনাকে হেদায়েত দান করেন, তাহলে হয়তো কিছু হতে পারে। ধন্যবাদ আপনাকে
১৩ মে ২০১৫ দুপুর ০১:০৩
260840
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বি ভাই, হেদায়েতের দোয়া ছাড়া আর কিছুইতো আমাদের করার নাই।
319628
১২ মে ২০১৫ রাত ০৮:৩৯
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ইদানিং দেখা যাচ্ছে কেউ "আল্লহ" বললে মিড়িয়াতে তা "সৃষ্টকর্তা" হয়ে যায়। যদি কেউ বলে "আল্লাহর কাছে হাজার হাজার শুকুরিয়া"। এটা যদি মিড়িয়া যায় তবে "কৃতজ্ঞতা প্রকাশ" হয়ে যাবে।
১৩ মে ২০১৫ দুপুর ০১:০৩
260841
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বি, তাই লক্ষ্য করছি।
319629
১২ মে ২০১৫ রাত ০৮:৪০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লোকমান ভাই, টিভির উপস্থাপকদের অনেকে এখন আল্লাহ হাফেজ বলতে চান না, বলেনঃ ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমার অনেক কষ্ট লাগে, মুসলিম হয়েও তারা আল্লাহ হাফেজ বলতে কি লজ্জাবোধ করে? হিদায়াতের মালিক আল্লাহ।
আমরা নিজেদের স্যাকুলার প্রমাণের জন্য যেন আল্লাহকে ভূলে না যাই।
১৩ মে ২০১৫ দুপুর ০১:০৫
260842
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওয়া আলা্ইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ!
চক্রান্ত শুধু মুসলমান আর ইসলাম নিয়ে নয়, ইসলামী শব্দসমূহও তুলে দিতে উঠেপড়ে লেগেছে তারা।
319663
১২ মে ২০১৫ রাত ১১:৩৮
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো
১৩ মে ২০১৫ দুপুর ০১:০৬
260843
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদ হাবিবুল্লাহ ভাই।
319686
১৩ মে ২০১৫ রাত ০১:৩১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

ধর্ম নিরপেক্ষতার ফলাফল এইসব! শেয়ার করার জন্য শুকরিয়া!
১৩ মে ২০১৫ দুপুর ০১:০৭
260844
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকতুহু।
জ্বি, ধর্ম নিরপেক্ষ প্রমাণের জন্যই এসব করা হচ্ছে।
319711
১৩ মে ২০১৫ সকাল ০৭:৫৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : সৃষ্টিকর্তা বললে কোন অসুবিধা আছে বলে মনে করি না, কিন্তু আল্লাহ্‌ শব্দটি উচ্চারণ করলে মুসলমানি গন্ধ গায়ে লেগে যাবে, সবার সাথে চলতে অসুবিধা হবে এমন ভাবনা থেকে যদি আল্লাহ্‌ শব্দ উচ্চারণ না, তাহলে নিঃসন্দেহে তা গর্হিত কাজ!
১৩ মে ২০১৫ দুপুর ০১:০৯
260845
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমার কথা এটিই। ধন্যবাদ আপনাকে।
319739
১৩ মে ২০১৫ দুপুর ১২:০৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগলো ,ধন্যবাদ আপনাকে
১৩ মে ২০১৫ দুপুর ০১:০৯
260846
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ, তাহের ভাই।
319758
১৩ মে ২০১৫ দুপুর ০১:২১
ইবনে আহমাদ লিখেছেন : যাদের কথা লিখছেন - তারা এর আগে তাদের নিজের নাম ও পরিবর্তন করেছে বিনা আকিকায়। তারা কিছু নগদ চায়।
চমতকার করে লিখেছেন। ধন্যবাদ।
১৮ মে ২০১৫ দুপুর ০২:৪৯
261906
মোহাম্মদ লোকমান লিখেছেন : ঠিক বলেছেন ইবনে আহমাদ ভাই। আপনাকেও অনেক ধন্যবাদ।
১০
319780
১৩ মে ২০১৫ দুপুর ০২:৪৮
আফরা লিখেছেন : যুক্তির মাধ্যমে সুন্দর আলোচনা করেছেন । জাজাকাল্লাহ খাইরান ।
১৮ মে ২০১৫ দুপুর ০২:৫১
261907
মোহাম্মদ লোকমান লিখেছেন : জাযাকিল্লাহ্!
১১
319888
১৩ মে ২০১৫ রাত ০৯:৩৪
বড়মামা লিখেছেন : ভালো লাগল আপনাকে অনেক ধন্যবাদ।
১৮ মে ২০১৫ দুপুর ০২:৫১
261908
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবদা, বড়মামা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File