অন্যায় যে করে, অন্যায় যে সহে উভয়ই সমান অপরাধী
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৯ এপ্রিল, ২০১৫, ০৭:২১:৫৬ সন্ধ্যা
গণতন্ত্র বিরোধী তথা খেলাফত পন্থী তথা মওজুদা হুকুমতের প্রতি অনুগত পন্থী তথা এসবের ছদ্মাবরণে আওয়ামী পন্থী(গুটি কয়েক জাঁদরেল শেয়ানা)রা মুসলিম আম জনতাকে ধোকা দিয়ে বোকা বানানো তথা রাষ্ট্র যন্ত্রের দিকে চোখ না পাকানোর ফতোয়া তথা ওদিকে নজর দিলে জাহান্নামের অনলে জ্বলার ভয় দেখানোর মতো আরো একটি মোক্ষম হাতির অর্জন করেছেন গতকালের তিন সিটি কর্পোরেশনের প্রশাসন-ম্যানেজ্ড নির্বাচনের ফলে।
এতদিন তাঁরা আলজেরিয়ার আল নাহদা ও মিশরের মুরশীর নিকট থেকে ক্ষমতা কেড়ে নেয়া এবং তুরস্কের এরোদগান কিছুটা ইসলামের পক্ষের হয়েও তুরস্ককে শতভাগ খোলাফায়ে রাশেদার মতো করতে না পারার বিষয়টিকে গণতন্ত্রের কুফল হিসেবে চিহ্নিত করে মুসলিম আম জনতাকে খবরদারী করতেন। তাঁদেরকে এখন আর সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে মিশর, আলজেরিয়া আর তুরস্কে যাওয়ার প্রয়োজন হবে না, উদাহরণ একেবারে হাতের মুঠোয়!
গণতন্ত্র চর্চার কারণে আপনারা যারা ‘জাত গেল জাত গেল’ বলে জিকির তুলেন, সেই আপনারা কি জানেন না, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে উভয়ই সমান অপরাধী? অন্যায়ের প্রতিবাদ করা ’ঈমানের অংশ’ এটাও কি আপনাদের অজানা?
মুসলিম সংখ্যাগরিষ্ট এই দেশে আপনারা নিজেরা অ-বৈধ সরকারের অন্যায়-জুলুমের কোন প্রতিবাদতো করেনই না, অধকন্তু ফতোয়ার মাধ্যমে সাধারণ মানুষকেও প্রতিবাদী হওয়া থেকে বিরত রাখার অপচেষ্টা করছেন।
জুলুম অন্যায়ের প্রতিবাদ করে যাঁরা জান-মাল-ইজ্জত হারাচ্ছেন আর যারা জুলুমবাজদেরকে সু-কৌশলে সমর্থন দিয়ে যাচ্ছেন আল্লাহর দারবারে কার কি অবস্থান হবে একটু ভেবে দেখেছেন কি?
গত ২০০৭ সাল থেকে জুলুমবাজ সরকারগুলোর দুধ-কলা খেয়ে সু-কৌশলে প্রতিষ্ঠিত এবং পরিক্ষিত ইসলামী শক্তির বিরুদ্ধে লেগে রয়েছেন। সাধারণ মানুষের পক্ষে বুঝতে একটু সময় লাগলেও যাদের চোখ-কান খোলা তারা সহযেই চিনছেন আপনাদেরকে।
আসুন, আপনারা যদি সত্যিই ইসলামকে ভালোবাসেন তাহলে ‘গণতন্ত্র’ নামক বর্তমান যুগের নিরব হাতিয়ারকে যারা গলা টিপে ধরে আছেন তাদেরকে প্রতিহত করে সুষ্ঠু মতামত প্রয়োগের মাধ্যমে ক্রমশ ইসলাম তথা সত্য ও ন্যায়পরায়নাতার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি।
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সহমত পোষণ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
তারা হচ্ছে ইবলিশ এর প্রতক্ষ প্রতিনিধি।
"মত্ত করিয়া রাখ ইহাদের উপাসনা আর জপের মাঝে
খানকাহ মেজাজ! দৃঢ়তর কর, উদাসিন রাখ সকল কাজে"
ইবলিশ কি মজলিশ ই শুরা-ইকবাল
ুমুসলমানদের অকার্যকর করার একটা ঈহুদী টালবাহানা হল গণতন্ত্রকে ইসলামের সাথে তুলনা করা। দুইটা ভিন্ন জিনিষ।
িইসলাম যদি হয় চিকিৎসা বিদ্যা, সেখানে গণতন্ত্র হল ছুরির মত।
আর ফতোয়ার ভাষায় যারা কথা বলেন তারা তা করবেই। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন