কেমন আছেন?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৭ এপ্রিল, ২০১৫, ০২:১৮:৫৫ দুপুর
সাধারণত পরিচিতজনকেই ‘কেমন আছেন’ প্রশ্নটি করা হয়। তাছাড়া ভার্চুয়াল জগত তথা ব্লগ, মেইল ও ফেসবুকের ইনবক্সে ‘কেমন আছেন’ প্রশ্নটি তখনই যুক্তি যুক্ত হয়, যদি ইতোপূর্বে পোস্ট অথবা স্ট্যাটাসে পারস্পরিক কমেন্টস আদান প্রদানের মাধ্যমে সামান্যতম পরিচয়ও ঘটে।
বলা নাই কওয়া নাই হঠাৎ আমি যদি কোন অপরিচিত ভদ্র মহিলার ইনবক্সে গিয়ে ‘কেমন আছেন’ প্রশ্নটি রেখে জবাবের অপেক্ষায় থাকি তাহলে বুঝতে হবে ‘দিলম্যা কুচ কালা হ্যয়’। মানে এখান থেকেই আলাপ-রসালাপ দির্ঘায়িত করার নিয়্যাত! তাছাড়া আর কি হতে পারে?
সম্প্রতি আমার পরিচিত এক ভদ্র মহিলার ইনবক্সে এমনই আচরণ করলেন লম্বা দাড়ি যুক্ত হুযুরের নিকধারী এক ভদ্রলোক।
মনে পড়ে গেল সরকার কতৃক বন্ধ কের দেয়া এসবি ব্লগের কথা। এসবিতে তখন ইন বক্স সুবিধা ছিল। এক বন্ধুর মাধ্যমে জানতে পেরেছিলাম, সুন্দর নিকের কিছু বয়স্ক ভদ্র মহিলাকেও অবিবাহিত ভেবে অনেক ব্লগার ইনবক্সে নানা কিছু লিখতো। অথচ ওসব ব্লগারের বাহ্যিক কমেন্ট, লেখা ইত্যাদি দেখে বিশ্বাসই করা যেতো না যে, তিনি/তারা এমনটি করতে পারেন। ‘মুখে শেখ ফরিদ বগলে ইট’ এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সুতরাং আমার ব্যক্তিত্ব রক্ষার দায়িত্ব আমারই। উল্টাপাল্টা কর্ম করে ব্যক্তিত্ব খর্ব করা বুদ্ধিমানের কর্ম নয়।
বিষয়: বিবিধ
১০৩৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রথম এবং সময়ের গুরুত্বপূর্ণ কমেন্টের জন্য ধন্যবাদ।
কোন লোকের মধ্যে স্ব-বিরোধী আচরণ দেখলে সাধারণত এমনটি বলতে শুনেছি, তাই লিখলাম।
মন্তব্য করতে লগইন করুন