ব্লগ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি-
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ০৪ আগস্ট, ২০১৪, ০২:১৫:০১ দুপুর
[url href="http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9239/Kmanik/50617" target="_blank"কেমানিক নামের এই অমুসলিম ব্লগারটি তার গুরুজী নামের কোথাকার কোন ভন্ডের বরাত দিয়ে [/url] ইসলামের মৌলিক ইবাদাত যেমন নামাজ, রোজা, হজ্জ ইত্যাদির উপর সুকৌশলে আক্রমন এবং বিষোদগার করে চলেছেন।
তিনি এবং তার কথিত গুরুজী কোন ধর্ম মানুক বা না মানুক তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু তারা কোন অবস্থাতেই মুসলমানদের বিশ্বাসের উপর আঘাত করতে পারেন না।
সম্মানীত ব্লগারগণ ইতোমধ্যেই একে বয়কট করেছেন, কতৃপক্ষের নিকট অনুরোধ- আপনারা বিবেচনা করে দেখুন এই্ পরিচ্ছন্ন ব্লগটিতে এমন নেক্কারজনক কর্মকান্ড চলতে দেয়া যায় কি না। ধন্যবাদ।
বিষয়: বিবিধ
১৭৪৫৩০ বার পঠিত, ৭৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সৎ সাহস থাকলে গুরুজী কি-কি ভুল বা মিথ্যা বলেছেন, তাহা প্রমাণের চেষ্টা করুন। অভিযোগ করেই সেটা সত্য দাবি করে রায় চাওয়াটা এক প্রকারের সন্ত্রাস। তাই অভিযোগ করেন, সেই সাথে প্রমাণ করেন, তার পরে পক্ষে রায় চাওয়ার চেষ্টা করুন।
ইসলামের কোন বিষয়ে আপনার কথিত গুরুজী বা আপনার নিকট থেকে নসিহত গ্রহণের কুরুচী আমার মোটেই নেই।
আপনার প্রতি অনুরোধ- দয়া করে ইসলামের মৌলিক বিষয়াবলীর উপর সবক দেয়ার চেষ্টা করবেন না। আপনারা আপনাদের দ্বীন নিয়ে থাকুন।
আমি ‘গোঁড়া’শব্দের অর্থ বুঝার মতো জ্ঞান রাখি। এর অর্থ হচ্ছে আমি ইসলাম সম্পর্কে যা সঠিক জেনেছি তার বাহিরে কোন ভন্ডের প্ররোচনায় হেলে পড়ি না। যা আপনাদের ভাষায় ‘কট্টর পন্থি’।
সখ্ কত? নাস্তিক আইছে ইসলাম শিখাইতে....
ধান্ধাবাজি ছেড়ে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করাতে তেমন টাকা খরছ হয় না। ওহ্ আপনিতো আবার টাকার জন্যই কোন এক ভন্ড গরুজীকে বাপ বানাইছেন। লজ্জা থাকলে অবশ্য এ কর্মটি করতেন না।
তবে যদি মনে করেন আপনার পালন কৃত ইসলামই সঠিক, সে ক্ষেত্রে আপনাকেই তা প্রমাণ করতে হবে। আমাকে নয়। আশা করি বুঝাতে পেরেছি?
আমি অবশ্যই আপনার ভন্ড দ্বীন অস্বীকার কারী। নিজেকে মুসলিম দাবী করেন আর ইসলামের মৌলিক ইবাদাতের বিষয়ে জনগণকে ধোকা দিয়ে আপনার গুজিবাবার সমর্থক বানাতে চান?
আপনার যদি আল্লাহর নিকট জবাব দিহির ভায় থাকতো তাহলে মুসলমানদেরকে হজ্জ থেকে বিরত থাকার নসিহত করতেন না।
নিজেকে তো খুব পন্ডিত মনে করে বসে আছেন। সৌদি বাদশার কোন ভুলের কারণে মুসলমানগণ হজ্জ থেকে বিরত থাকবে- এটা কোথায় পেলেন? আপনার হিসাবে যথেষ্ট ভুল ছিল। আপনি ধরে নিয়েছিলেন ফিলিস্তিনের প্রতি দরদ দেখিয়ে জনগণকে বোকা বানিয়ে বাজিমাত করতে পারবেন। সেজন্য প্রথম কমেন্টেই চ্যালেঞ্জ দিয়েছিলেন আমার পক্ষে কয়জন থাকে আর আপনার পক্ষে কয় জন। মুসলমানেরা ভুলে সাময়িক ভাবে ভন্ডদের কবলে পড়তে পারে, সব সময়ের জন্য নয়। সুতরাং চ্যালেঞ্জের অবস্থা দেখলেন তো?
আপনি ভন্ড-নাস্তিক শুধু ননম আপনাদের গুরু অরপিও আমার নিকট সালেন্ডার করতে বাধ্য হয়েছিলেন।
যাকগে, আপনার শেষের মন্তব্য পড়ে বুঝতে পারলাম আপনি না বুঝে আগুনে ঝাপ দিয়েছেন। দোয়া করি আল্লাপ আপনাকে উদ্ধার করুন। ধন্যবাদ।
আর শুধু বাদশাহের ইস্রায়েল সমর্থকের জন্য নয়, স্বয়ং গ্রাণ্ড মুফতিও ইস্রায়েলের সমর্থক। তার মানে একজনের কর্তৃত্বে ও একজনরে ইমামতি ও খুৎবা পাঠ ক্ষমতার অধিকারীর দ্বারা পালিত হজ্জ কোন মতেই যায়েজ হতে পারে না।
এত মানুষের নিকট থেকে লাঞ্চনার ধিক্কার খেয়েও হুস হচ্ছে না? বে-শরম কারে কয়।
আপনার চৌদ্দগুষ্ঠি চিতা থেকে উঠে এসেও মুসলমানদেরকে হ্জ্জ থেকে বিরত রাখতে পারবে না। ইসলামমে কোন গুজি নাই-বেশরম হিন্দু কোথাকার, নিজ ধর্মের প্রতি নজর দিয়ে আমাদেরকে আমাদের দ্বীন নিয়ে থাকতে দিন।
মূলতঃ প্রচলিত কোরাণের দৃষ্টিতে নামাজ ও রোজা ফরজ নয়।।
মূলতঃ প্রচলিত কোরাণের দৃষ্টিতে নামাজ ও রোজা ফরজ নয়।।
দুঃখীত, আপনার সাথে আর ভালো ব্যবহার করতে পারলাম না। তাই বলতে হচ্ছে- দূর হয়ে যান শয়তান। আপনার উপর আল্লাহর লানত বর্ষিত হোক।
বেআক্কেল লিখেছেন: গুরুজী তো সকল কাহিনী লিখিতে বলিয়াছে, যেই হেতু লিখেন নাই আমি লিখিতেছি, গুরুজী আরো বলিয়াছেন,
হলদে পায়খানাকে গোটা বানাইয়া উত্তম রূপে শুকাইয়া, হলুদ-মরিচের গুরা ছিটাইয়া কেচোর তেলে ভেজে খেলে বহুমুত্র রোগ সারাইয়া যাইবে।
কি কারণে বহুমূত্র রোগ সারিবে, সে বিষয়েও গুরুজী বমি উদ্রেককারী তথ্য দিয়েছেন।
ফ্রেশ গোবরকে ভাল করিয়া মন্তন করিয়া, কাঁচা হলুদের রস সমেত মুখে মাখিলে, মুখের ব্রন, মেছতা চলিয়া যাইবে। মাথায় মাখিলে মেহেদির অভাব দূর হইবে।
কি কারণে মুখের মেছতা যাবে, মেহেদী বর্ণ রং ধারন করিবে, সে বিষয়েও গুরুজী আবোর তাবোল তথ্য দিয়েছেন।
পঁচা কেচো ও তেলাপোকা পাটায় পিষিয়া, বহুদিনের পুরানা বাসি পিত্ত মাখিয়া মাথায় লাগাইলে টাক মাথায় বাল গজাইবে।
কি কারণে টাকা মাথায় বাল গজাইবে, সে বিষয়েও গুরুজী নিজের মাথায় টাক গজানোর কাহিনী জানাইয়া তথ্য দিয়েছেন।
‘বেআক্বেল’ মনে হয় এই পর্যায়ের নয়।
আপনার মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানাই।
বে,আক্কেল ভাইয়ের মতন মেডিসিন দেওয়া লাগবে
এটা নিতান্তই আমার মতামত, আর ভূলও হতে পারে। অবশ্য আমার একটা প্রশ্নের সে এখনো উত্তর দেয় নাই।
এক কথায় ব্লক আর কোন সমাধান নাই।
এরা যুক্তির একফোটাও ধার ধারেনা।
লিঙ্ক তো কাজ করে না।
এরা হলো ইসলাম বিদ্বেষী।
নাস্তিক যুক্তি বোঝে হেদায়েত প্রাপ্ত হয় আর এই বেয়াদব শয়তান গুলো আল্লাহর রহম থেকে সবসময় বঞ্চিত হয়।
সোজা কথায় ওদেরকে ব্লক ওদের কোন পোষ্ট কমেন্ট বা ভিজিট নয়।
এরা নিকৃষ্ট জানোয়ার থেকেও অধম আর এরা হলো একবিংশ শতাব্দির ডিজিটাল মুনাফিক।
কেউ যদি অযথা কাউকে গালি দেয় তখন সুস্থ ভাবে মোকাবেলা করার কোন উপায় থাকে না্। হয় তাকে এভয়েড করতে হবে নয়ত গনধোলাই দিতে হবে। "কেমানিক" একজন কট্টর হিন্দু হয়ে নাস্তিক সেজে অযথাই ইসলাম নিয়ে বাজে কথা বলতেছে।
কিন্তু হিন্দুরা যে লিংঙ্গ চুষা পূজার মত অনেক পুজা করে সেটা সব মানুষ জানার পরও কয়জন হিন্দু ধর্মের মান নিয়ে প্রশ্ন তুলে??
আমি যদি লিংঙ্গ পূজার ছবি সহ প্রমান দিয় তখন হয়ত আপনি বলবে আমি মৌলবাদী। অন্যের বিশ্বাস কে সয্য করতে পারি না। কিন্তু যখন এক কট্টর হিন্দু মৌলবাদীর বিরোদ্ধে প্রতিবাদ করতে গেলাম আপনি বলতেছেন আমি "জামাতি"
হাউ ফানি
ওদের বীর্য্য-পূর্ণ মাথা থেকে ওসব ছাড়া আর কিছুই বের হয় না!
মডুরা আই.পি-সহ ব্যান করলেও প্রক্সি দিয়ে ঢুকবে, তাই এ্যাটলিষ্ট ওর এই নিক-টা ব্যান করে মডুদের দেখানো উচিৎ যে, অধিকাংশ নিয়মিত ব্লগারের মতামতকে তারা সম্মান করে!
আমিও লোকমান ভাইয়ের সাথে এই ভন্ড কেমানিক ওরফে সেরু পাগলা ওরফে গরুজীর সত্বর ব্যানের দাবীতে একাত্নতা প্রকাশ করছি।
ব্লগ কতৃপক্ষ কি ভাবেন কি জানি?
এই কেমানিক = কানা মানিক নামের গো চানা (গবর) টারে হাতের কাছে পাইলে .....
বাম হাত দিয়া বাম গালের বাম কানের নিচে একটা কইশা থাপ্রাইতাম।
এদের প্রতি ঘৃনা পোষণ করা ঈমানী দায়িত্ব।
এদেরকে আসলে যুক্তি দেয়ার কিছু নেই কারণ এরা নিজেরাও জানে ওদের ঐসকল কথা অনর্থক,শুধুমাত্র সমাজে বিশৃংখলা সৃষ্টিই ওদের উদ্দেশ্য!
আর মুর্খদের সাথে তর্ক করার কোন প্রয়োজনও নেই!
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1864/fakhrul/50358
আমার এই বরকতময় লেখাটা পড়ার জন্য সবাইকে অনরোদ করছি । এই লেখা পড়রে দোজাহানের অশেষ নেকি হাসিল হবে ।
সম্মানিত ভাই ও দোস্ত !
সম্মানিত বোন ও খালাম্মা !
আমার হৃদয়ে অন্তস্হল হতে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন ।
আমার লেখা যদি ভাল লাগে আমার জন্য আপনারা দুয়া করবেন । প্রচন্ড পড়াশোনা করে আমি লেখালেখি করে থাকি । শুধুমাত্র আপনাদের কাছে ইসলামের সত্যিকার মর্মবানীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য ।
কিন্তু ইদানিং বিপথগামী মুসলিম আমাকে ক্রমাগত হুমকি প্রদান করে যাচ্ছেন যাতে আমি কোনক্রমেই নেট ব্যবহার না করি এবং মসজিদে যাতায়াত না করি ।
তাদের অনেকে আমাকে প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়েছেন এবং আমার বিয়ে পর্যন্ত ভেঙ্গে দেওয়ার জন্য তারা হেন কাজ নেই করছেন না । । আমি অত্যন্ত ধৈর্যশীল হওয়ায় আমি তাদের সাথে বিনয়ী আচরণ করে যাচ্ছি এবং আমি তাদের সত্যিকারভাবে ইসলামের আদর্শকে ধারণ করার আহবান জানাচ্ছি ।
আর কিছু লোক এই ব্লগে আর ফেসবুকে আমার সম্পর্কে আজে বাজে কথা বলে যাচ্ছে । আর কুচ্ছিত ভাষায় মন্তব্য লিখে যাচ্ছেন । অথচ তারা এক সময় প্রচন্ড ভদ্র ও অমায়িকভাবেই এই ব্লগ সাইটে মন্তব্য লিখতেন । এই ব্যাপারে সবাইকে বিনয়ী ও নম্র হওয়ার আহবান জানাচ্ছি । অন্যথায় আল্লাহ আমাদের সবাইকে হাসরের মাঠে মুসলিম ভ্রাতৃত্ব বিনষ্ট করার জন্য পাকড়াও করবেন ।
সবাইকে আমার জন্য এবং আমার বিরোধী মুসলিম ভাই-বোনদের জন্য দুয়া করার জন্য অনুরোদ করছি ।
আমি চাই আপনাদের প্রেম,ভালবাসা,প্রীতি,শ্রদ্ধাঞ্জলি ও স্নেহ ।
আল্লাহই সব । বাকি সব মিথ্যা ।
ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ।
শুরুতেই ভন্ড গুরু সম্পর্কে আমার সাথে কিঞ্চিত একমত পোষণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি একজন ভালো পাঠক এবং লেখকও বটে, তা আপনার লেখা পড়ে বুঝতে পারি।
আমি আপনার লেখা পড়ি কিন্তু কোন মন্তব্য করি না ঝগড়া এড়িয়ে চলার নিয়্যতে।
আপনার বেশীরভাগ লেখা জুড়ে ওয়াহাবী,জামায়াতী,সালাফী এবং আরো আপনার অপছন্দের দুল ও গ্রুপের প্রতি থাকে বিষোদগার। (মুলত এরাই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভূক্ত)
বাকী থাকে শিয়া এবং মাজার ব্যবসায়ী, আপনার লেখায় যাদের কোন সমালোচনা আমার চোখে পড়েনি।
আমি নিজেই একসময় মাজার ব্যবসায়ীদের সান্নিধ্যে থেকে বুঝার বাকী নেই যে, তারা ইসলামকে চরম বিকৃত করে
্উপস্থাপন করে যাচ্ছেন। প্রবাশে শিয়াদেরকে খুব নিকট থেকে দেখার কারণে তাদের অবস্থাও পরিস্কার। তবে আমি শিয়াদের মধ্যে আয়াতুল্লাহ এবং যারা কিঞ্চিত ধর্ম পালন করে তাদেরকে ভালো পাই এবং ছাত্রজীবনে আয়াতুল্লাহ খোমেনী এবং ইরানী বিপ্লবের সমর্থনে জনমত গঠনের কাজ করেছি।
আপনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা পোষণকারীদের শুধু সমালোচনাই করে যাচ্ছেন কিন্তু আপনার অবস্থান পরিস্কার করেন নি। আশা করি আপনার সঠিক পরিচয় পেয়ে আমরা ধন্য হবো এবং আগামীতে আপনাকে আপনার স্থানে থেকে নির্বিবাদে আপনার মিশন চালিয়ে যাওয়ার সহযোগীতা করা হবে। আপনি হয় মাজার পন্থী অথবা শিয়া। আশা করি একটু পরিস্কার করবেন। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন