ব্লগ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি-

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ০৪ আগস্ট, ২০১৪, ০২:১৫:০১ দুপুর

[url href="http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9239/Kmanik/50617" target="_blank"কেমানিক নামের এই অমুসলিম ব্লগারটি তার গুরুজী নামের কোথাকার কোন ভন্ডের বরাত দিয়ে [/url] ইসলামের মৌলিক ইবাদাত যেমন নামাজ, রোজা, হজ্জ ইত্যাদির উপর সুকৌশলে আক্রমন এবং বিষোদগার করে চলেছেন।

তিনি এবং তার কথিত গুরুজী কোন ধর্ম মানুক বা না মানুক তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু তারা কোন অবস্থাতেই মুসলমানদের বিশ্বাসের উপর আঘাত করতে পারেন না।

সম্মানীত ব্লগারগণ ইতোমধ্যেই একে বয়কট করেছেন, কতৃপক্ষের নিকট অনুরোধ- আপনারা বিবেচনা করে দেখুন এই্ পরিচ্ছন্ন ব্লগটিতে এমন নেক্কারজনক কর্মকান্ড চলতে দেয়া যায় কি না। ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১৭৪৫৩০ বার পঠিত, ৭৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250721
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:২০
কেমানিক লিখেছেন : এই ব্লগে মোট কতজন সদস্য অছে, আর কত জন বয়কট করেছে, তা ন্তিু বলেন নি। তবে সবাই বয়কট করেছে বিষয়টি একেবারেই মিথ্যা। আর আপনাদের জন্য তো মিথ্যা বলা যায়েজ আছে। তাতে ব্লগের কোনই পরিবেশ নষ্ট হবে না।

সৎ সাহস থাকলে গুরুজী কি-কি ভুল বা মিথ্যা বলেছেন, তাহা প্রমাণের চেষ্টা করুন। অভিযোগ করেই সেটা সত্য দাবি করে রায় চাওয়াটা এক প্রকারের সন্ত্রাস। তাই অভিযোগ করেন, সেই সাথে প্রমাণ করেন, তার পরে পক্ষে রায় চাওয়ার চেষ্টা করুন।
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩০
194937
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বি সচেতন ব্লগার বন্ধুগণ আপনাদেরকে অনেক অগে থেকেই বয়কট করে চলেছেন। আপনার অন্য নিক সবসময় এবং কিছু বন্ধু বুঝতে না পেরে আপনাদের সাথে থাকতে পারেন সাময়িক।
ইসলামের কোন বিষয়ে আপনার কথিত গুরুজী বা আপনার নিকট থেকে নসিহত গ্রহণের কুরুচী আমার মোটেই নেই।
আপনার প্রতি অনুরোধ- দয়া করে ইসলামের মৌলিক বিষয়াবলীর উপর সবক দেয়ার চেষ্টা করবেন না। আপনারা আপনাদের দ্বীন নিয়ে থাকুন।
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৮
194944
কেমানিক লিখেছেন : ইসলাম ধর্মটা কি আপনার পৈতৃক সম্পত্তি? জন্ম সূত্রে ও এবাদৎ পালনের ক্ষেত্রে আমিও কিন্তু মুসলিম। তবে আপনাদের মত গোঁড়া নই।
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৬
194947
মোহাম্মদ লোকমান লিখেছেন : মুসলিম নামের খোঁড়া নাস্তিকেরাই ইসলামের জন্য সমস্যা। ধর্ম মানতে হলে অবশ্য গোঁড়া বা মুল থেকে মানতে হবে। ধন্যবাদ।
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫১
194950
কেমানিক লিখেছেন : গোড়া ও গোঁড়া এর পার্থক্য বুঝে লিখেছেন তো? আশা করি আপনার ঐ জ্ঞান ইসলামের জন্য যথেষ্ট নয়। আগে দুটি শব্দের অর্থ বুঝুন, পরে মন্তব্য করুন।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
195069
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনি নিজেকে খুব জ্ঞানী মনে করেন, না?
আমি ‘গোঁড়া’শব্দের অর্থ বুঝার মতো জ্ঞান রাখি। এর অর্থ হচ্ছে আমি ইসলাম সম্পর্কে যা সঠিক জেনেছি তার বাহিরে কোন ভন্ডের প্ররোচনায় হেলে পড়ি না। যা আপনাদের ভাষায় ‘কট্টর পন্থি’।
সখ্ কত? নাস্তিক আইছে ইসলাম শিখাইতে....
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
195074
কেমানিক লিখেছেন : প্রশ্নটা ছিল গোঁড়া ও গোড়া নিয়ে। আপনি পূর্বে দুটিকেই এক বলে চালিয়েছিলেন। আপনি সেখানে থেকে কথা বলুন। অন্য প্রসঙ্গ না তুললেও চলবে। আর ইসলাম বলতে আপনার পৈতৃক সম্পত্তি নয়। এটার আমিও সমান অংশীদার। আপনি আপনার ইসলাম পালন ও প্রচার করুন, আমি আমারটা পালন ও প্রচার করি। এ নিয়ে বিতর্ক করতে চাই না।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
195094
মোহাম্মদ লোকমান লিখেছেন : খাইসে আজকাল নাস্তিক আর হিন্দু গরুজীও ইসলাম পালনক করে!!!!!!!!!!!!!!!!!!
ধান্ধাবাজি ছেড়ে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করাতে তেমন টাকা খরছ হয় না। ওহ্ আপনিতো আবার টাকার জন্যই কোন এক ভন্ড গরুজীকে বাপ বানাইছেন। লজ্জা থাকলে অবশ্য এ কর্মটি করতেন না।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
195105
কেমানিক লিখেছেন : আমি কি করেছি না করেছি, তার জন্য আমাকেই স্রষ্টার কাছে জবাবদি করতে হবে। আপনাকে নয়। আর আপনার ব্যপারেও আপনাকেই জবাবদিহি করতে হবে আমাকে নয়। তবে আপনার দৃষ্টিতে আমি অমুসলিম আর আমার দৃষ্টিতে আপনি অমুসলিম। এটা স্ব-স্ব দৃষ্টি ভঙ্গির ব্যপার। তবে যদি আপনি মনে করেন যে-আপনারটাই সঠিক ও আমারটা বেঠিক ও আপনি আমাকে আপনারটা মানতে বাধ্য করেন, তাহলে অবস্থা সংঘাতের দিকে এগোবে। ইসলামের কেহই সংঘাত চাই না। সংঘাত চাই ইসলামের শত্রুরা। আর ইসলাম পন্থিরা শুধুমাত্র তাদের উপরে আসা আঘাৎ গুলি প্রতিহত করার চেষ্টা করে, আগ বাড়িয়ে সংঘাতে জড়াতে চাই না। আর আমি একজন মুসলিম হিসাবে সংঘাত কামনা করি না।
তবে যদি মনে করেন আপনার পালন কৃত ইসলামই সঠিক, সে ক্ষেত্রে আপনাকেই তা প্রমাণ করতে হবে। আমাকে নয়। আশা করি বুঝাতে পেরেছি?
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:০৯
195162
মোহাম্মদ লোকমান লিখেছেন : পিছলামি শুরু করলেন। বুঝলাম আপনার দৌঁড়।
আমি অবশ্যই আপনার ভন্ড দ্বীন অস্বীকার কারী। নিজেকে মুসলিম দাবী করেন আর ইসলামের মৌলিক ইবাদাতের বিষয়ে জনগণকে ধোকা দিয়ে আপনার গুজিবাবার সমর্থক বানাতে চান?
আপনার যদি আল্লাহর নিকট জবাব দিহির ভায় থাকতো তাহলে মুসলমানদেরকে হজ্জ থেকে বিরত থাকার নসিহত করতেন না।
নিজেকে তো খুব পন্ডিত মনে করে বসে আছেন। সৌদি বাদশার কোন ভুলের কারণে মুসলমানগণ হজ্জ থেকে বিরত থাকবে- এটা কোথায় পেলেন? আপনার হিসাবে যথেষ্ট ভুল ছিল। আপনি ধরে নিয়েছিলেন ফিলিস্তিনের প্রতি দরদ দেখিয়ে জনগণকে বোকা বানিয়ে বাজিমাত করতে পারবেন। সেজন্য প্রথম কমেন্টেই চ্যালেঞ্জ দিয়েছিলেন আমার পক্ষে কয়জন থাকে আর আপনার পক্ষে কয় জন। মুসলমানেরা ভুলে সাময়িক ভাবে ভন্ডদের কবলে পড়তে পারে, সব সময়ের জন্য নয়। সুতরাং চ্যালেঞ্জের অবস্থা দেখলেন তো?
আপনি ভন্ড-নাস্তিক শুধু ননম আপনাদের গুরু অরপিও আমার নিকট সালেন্ডার করতে বাধ্য হয়েছিলেন।
যাকগে, আপনার শেষের মন্তব্য পড়ে বুঝতে পারলাম আপনি না বুঝে আগুনে ঝাপ দিয়েছেন। দোয়া করি আল্লাপ আপনাকে উদ্ধার করুন। ধন্যবাদ।
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:৪২
195184
কেমানিক লিখেছেন : আমি তো পরিস্কার বলেই দিয়েছি যে- আপনি যেমন আমাকে ইসলাম বিরোধী ও ভণ্ড ভাবছেন, বা বলছেন। আমিও কিন্তু আপনাকে সে রকমই ইসলাম বিরোধী ও ভন্ডই মনে করছি, ও তাই বলছি। তবে আমি প্রমাণ করে দিতে সক্ষম যে- ইসলাম ধর্মের ব্যপারে আপনারা ভণ্ড ও আমরা সঠিক। কিন্তু আপনি কোন অবস্থাতেই বুঝাতে সক্ষম হবেন না যে, আমাদের ইসলামী বুঝ সঠিক নয়। কারণ আপনারা ইসলাম সম্বন্ধে একেবারেই অজ্ঞ, অন্ধ ও গোঁড়া।
আর শুধু বাদশাহের ইস্রায়েল সমর্থকের জন্য নয়, স্বয়ং গ্রাণ্ড মুফতিও ইস্রায়েলের সমর্থক। তার মানে একজনের কর্তৃত্বে ও একজনরে ইমামতি ও খুৎবা পাঠ ক্ষমতার অধিকারীর দ্বারা পালিত হজ্জ কোন মতেই যায়েজ হতে পারে না।
০৫ আগস্ট ২০১৪ রাত ১২:১৬
195232
মোহাম্মদ লোকমান লিখেছেন : নামাজ-রোযা-হজ্জ-জাকাত বাদ দিয়ে ওরে পাক্কা মুমিন(!)
এত মানুষের নিকট থেকে লাঞ্চনার ধিক্কার খেয়েও হুস হচ্ছে না? বে-শরম কারে কয়।
আপনার চৌদ্দগুষ্ঠি চিতা থেকে উঠে এসেও মুসলমানদেরকে হ্জ্জ থেকে বিরত রাখতে পারবে না। ইসলামমে কোন গুজি নাই-বেশরম হিন্দু কোথাকার, নিজ ধর্মের প্রতি নজর দিয়ে আমাদেরকে আমাদের দ্বীন নিয়ে থাকতে দিন।
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:৪০
195317
কেমানিক লিখেছেন : আমি মুসলিম, তবে আপনাদের মত কুসংস্কারাচ্ছন্ন নই। আমি উপাসনা করি, কিন্তু আপনাদের মত গোঁড়ামী করি না। আমি কোরাণ কি বলেছে সে মত চলি, অজ্ঞ ও অন্ধ বিশ্বসীদের মত চলি না।
মূলতঃ প্রচলিত কোরাণের দৃষ্টিতে নামাজ ও রোজা ফরজ নয়।।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৯
195341
মোহাম্মদ লোকমান লিখেছেন : কেমানিক লিখেছেন :
মূলতঃ প্রচলিত কোরাণের দৃষ্টিতে নামাজ ও রোজা ফরজ নয়।।

দুঃখীত, আপনার সাথে আর ভালো ব্যবহার করতে পারলাম না। তাই বলতে হচ্ছে- দূর হয়ে যান শয়তান। আপনার উপর আল্লাহর লানত বর্ষিত হোক।
250723
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:২১
আফরা লিখেছেন : বিষয়টি ব্লগ কতৃপক্ষের দৃষ্টিতে আনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ও আপনার সাথে একমত পোষন করছি ও আশা করছি ব্লগ কতৃপক্ষ বিবেচনা করবেন ।
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৭
194935
কেমানিক লিখেছেন : দেখা যাক মোট কত পারসেন্ট আপনাদের পক্ষে থাকে।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
195070
মোহাম্মদ লোকমান লিখেছেন : সত্যের পক্ষে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
250727
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৩
বেআক্কেল লিখেছেন : হেতেরে আমি বয়কট করিনাই, উত্তর মাইরা আইছি, হেতে গুরুজীর কিছু কতা লুকাইয়া রাখিছিল আমি সেই কতা প্রকাশ করিয়াছি।

বেআক্কেল লিখেছেন: গুরুজী তো সকল কাহিনী লিখিতে বলিয়াছে, যেই হেতু লিখেন নাই আমি লিখিতেছি, গুরুজী আরো বলিয়াছেন,

হলদে পায়খানাকে গোটা বানাইয়া উত্তম রূপে শুকাইয়া, হলুদ-মরিচের গুরা ছিটাইয়া কেচোর তেলে ভেজে খেলে বহুমুত্র রোগ সারাইয়া যাইবে।

কি কারণে বহুমূত্র রোগ সারিবে, সে বিষয়েও গুরুজী বমি উদ্রেককারী তথ্য দিয়েছেন।

ফ্রেশ গোবরকে ভাল করিয়া মন্তন করিয়া, কাঁচা হলুদের রস সমেত মুখে মাখিলে, মুখের ব্রন, মেছতা চলিয়া যাইবে। মাথায় মাখিলে মেহেদির অভাব দূর হইবে।

কি কারণে মুখের মেছতা যাবে, মেহেদী বর্ণ রং ধারন করিবে, সে বিষয়েও গুরুজী আবোর তাবোল তথ্য দিয়েছেন।

পঁচা কেচো ও তেলাপোকা পাটায় পিষিয়া, বহুদিনের পুরানা বাসি পিত্ত মাখিয়া মাথায় লাগাইলে টাক মাথায় বাল গজাইবে।

কি কারণে টাকা মাথায় বাল গজাইবে, সে বিষয়েও গুরুজী নিজের মাথায় টাক গজানোর কাহিনী জানাইয়া তথ্য দিয়েছেন।
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৬
194934
কেমানিক লিখেছেন : তার মানে এটাও মিথ্যা তথ্য। এটাও আপনাদের জন্য যায়েজ।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
195079
মোহাম্মদ লোকমান লিখেছেন : হায়রে আপনি এত কিছু তথ্য জানেন?
250742
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম লোকমান ভাইয়া। আপনার মহৎ উদ্যোগকে জানাই। আপনার সাথে সহমত পোষণ করে কেমানিক, বেআক্কেল সহ অন্যান্য কুরুচিসম্পন্ন ব্লগারদের বিষয়টির আশু হস্তক্ষেপ আশা করছি।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
195081
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
‘বেআক্বেল’ মনে হয় এই পর্যায়ের নয়।
250767
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৯
হতভাগা লিখেছেন : এরা মডুদের পিয়ারের খেলোয়ার । এরা জুনিগার মত ফাউল করলেও মডুরা টিনের চশমা পড়ে থাকে ।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
195083
মোহাম্মদ লোকমান লিখেছেন : হ্যাঁ, তাইতো দেখছি।
250774
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৮
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ লোকমান ভাই,দুই নাস্তিক কে আমি আগেই ব্লক করেছি ১ কেমানিক, ২ গ্রামের পথে পথে।
আপনার মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানাই।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
195085
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
195097
হতভাগা লিখেছেন : পরকালে জান্নাতও তাদের জন্য ব্লকড হয়ে যাবে - ইনশা আল্লাহ ।
250776
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫০
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : হইসে, আর কান্দাইস না, বেচারা বাথ্রুম খুজতাসে, যা গুজীর কোলে একটু ঘুমাইয়া আয়
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
195092
মোহাম্মদ লোকমান লিখেছেন : মানুষ টাকার জন্য কত নিচে নামতে পারে এই কেমানিক তার বড় উদাহরণ।
250785
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৮
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমি কেমানিক ও গ্রামের পথে পথে কে ব্লক করিনি। তবে কেমানিকের একটা লেখায় কড়া প্রতিবাদ করেছি। তিনি যতই মুসলমান হিসেবে নিজেকে দাবী করুন না কেন আসলে তিনি একটা ভন্ড।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
195093
মোহাম্মদ লোকমান লিখেছেন : তারা যে ভন্ড এতে কোন সন্ধেহ নেই।
250800
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৯
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : ব্লক কইরা কি হবে, নতুন আইডি খুলতে কতক্কন?

বে,আক্কেল ভাইয়ের মতন মেডিসিন দেওয়া লাগবে
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
195098
মোহাম্মদ লোকমান লিখেছেন : ঠিক বলেছেন, বে-আক্কেল প্রদত্ত মেডিসিনে হয়ত একটু কাজ করবে।
১০
250806
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৫
চিরবিদ্রোহী লিখেছেন : একটা আইডি ব্লক মারলে আবার নতুন একটা খুলবে। কয়টা আর ব্লক করা যাবে!! আর এভাবে ব্লক করাটাও একটা ব্লগসাইটের জন্য মঙ্গলজনক নয়। এরচেয়ে বরং ও প্রতিটা পোস্টে মন্তব্য আর যুক্তির অস্ত্র প্রয়োগ করাটাই হয়তো মোক্ষম হবে।
এটা নিতান্তই আমার মতামত, আর ভূলও হতে পারে। অবশ্য আমার একটা প্রশ্নের সে এখনো উত্তর দেয় নাই।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
195091
আওণ রাহ'বার লিখেছেন : বোকার স্বর্গে বাস করছেন।
এক কথায় ব্লক আর কোন সমাধান নাই।
এরা যুক্তির একফোটাও ধার ধারেনা।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
195096
চিরবিদ্রোহী লিখেছেন : :Thinking :Thinking :Thinking
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
195103
মোহাম্মদ লোকমান লিখেছেন : হ্জ্জ ইসলামের অন্যতম রুকন। তা করতে হবে কাবা ঘরেই। সৌদি বাদশাহ বা মন্ত্রীকে বয়কট করতে গিয়ে কোন মুসলিম হজ্জ ত্যাগ করার চিন্তা করতে পারে না। - এখানে এ বিষয়ে ঐ নাস্তিকের সাথে যুক্তিতে যাওয়ার প্রশ্নই উঠে না। এসব নাস্তিককে বয়কট করা উচিৎ। ধন্যবাদ।
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:১৫
195166
চিরবিদ্রোহী লিখেছেন : @ আওন ভাই
লিঙ্ক তো কাজ করে না।
১১
250836
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৯
একপশলা বৃষ্টি লিখেছেন : কেমানিক আসলেই নাস্তিক। তার লেখাগুলোতে ইসলামি কালচার নিয়ে ঠাট্টা বিদ্রুপে ভরপুর -যা সবার জন্যই অস্বস্থিকর। এদের ব্যাপারে ব্যবস্থা নেয়া জরুরি।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
195104
মোহাম্মদ লোকমান লিখেছেন : সহমত প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১২
250848
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৪
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সে কেমানিক নয়, তার অসল পরিচয় চুপানিক(মালাউন)
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
195106
মোহাম্মদ লোকমান লিখেছেন : আসলেই মালাউন।
১৩
250896
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
আওণ রাহ'বার লিখেছেন : এরা নাস্তিক নয় ভাইয়া।
এরা হলো ইসলাম বিদ্বেষী।
নাস্তিক যুক্তি বোঝে হেদায়েত প্রাপ্ত হয় আর এই বেয়াদব শয়তান গুলো আল্লাহর রহম থেকে সবসময় বঞ্চিত হয়।
সোজা কথায় ওদেরকে ব্লক ওদের কোন পোষ্ট কমেন্ট বা ভিজিট নয়।
এরা নিকৃষ্ট জানোয়ার থেকেও অধম আর এরা হলো একবিংশ শতাব্দির ডিজিটাল মুনাফিক।
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:১২
195164
মোহাম্মদ লোকমান লিখেছেন : সত্যি এর নিকৃষ্ট জানোয়ার থেকেও অধম। আল্লাহ মুসলিমদেরকে তাদের কবল থেকে রক্ষা করুন।
১৪
250904
০৪ আগস্ট ২০১৪ রাত ০৮:০৫
নীল জোছনা লিখেছেন : জামায়াতীদের কাজই হলো কোনোকিছুকে মোকাবিলা না করে কাপুরুষের মত তা নয়ে মাতামাতি করা।
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:২৪
195174
মোহাম্মদ লোকমান লিখেছেন : ‘জামায়াতী’ শুদ্ধ করে লিখার জন্য অনেক ধন্যবাদ। না ভাই, মোকাবিলা করে নাক ফাটিয়ে কাম নেই। তার বদলে আমার মুসলিম বন্ধুদেরকে এসব নাপাক চিজ থেকে সাবধান করাই উত্তম মনে করছি। ভালো থাকুন এবং জামায়াত-শিবিরের বন্ধনা না গেয়ে কিছু লেখা লেখি করে যোগ্যতা বাড়ানেোর চেষ্টা করুন।
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:১০
195201
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : @নীল জোছনাTalk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand
কেউ যদি অযথা কাউকে গালি দেয় তখন সুস্থ ভাবে মোকাবেলা করার কোন উপায় থাকে না্। হয় তাকে এভয়েড করতে হবে নয়ত গনধোলাই দিতে হবে। "কেমানিক" একজন কট্টর হিন্দু হয়ে নাস্তিক সেজে অযথাই ইসলাম নিয়ে বাজে কথা বলতেছে।
কিন্তু হিন্দুরা যে লিংঙ্গ চুষা পূজার মত অনেক পুজা করে সেটা সব মানুষ জানার পরও কয়জন হিন্দু ধর্মের মান নিয়ে প্রশ্ন তুলে??
আমি যদি লিংঙ্গ পূজার ছবি সহ প্রমান দিয় তখন হয়ত আপনি বলবে আমি মৌলবাদী। অন্যের বিশ্বাস কে সয্য করতে পারি না। কিন্তু যখন এক কট্টর হিন্দু মৌলবাদীর বিরোদ্ধে প্রতিবাদ করতে গেলাম আপনি বলতেছেন আমি "জামাতি"
হাউ ফানিStraight Face Straight Face Straight Face Straight Face Straight Face
১৫
250905
০৪ আগস্ট ২০১৪ রাত ০৮:০৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নাস্তিকদের কে বয়কট শুধু ব্লগার কেন ব্লগ কতৃপক্ষ ও করতে হবে। কারণ আমরা সবাই ধর্মে বিশ্বাসী।
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:২৫
195176
মোহাম্মদ লোকমান লিখেছেন : কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পর্যন্ত আমার দৌঁড়। তাই করলাম বাকীটা দেখা যাক। আপনাকে অনেক ধন্যবাদ শাহীন ভাই।
১৬
250924
০৪ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৮
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ধন্যবাদ লোকমান ভাই । আমিও আপনার সাথে সহমত প্রকাশ করে,ব্লগ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ব্যপার গুলো সিরিয়াসলি দেখেন ।
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:২৬
195177
মোহাম্মদ লোকমান লিখেছেন : সহমত প্রকাশের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৭
250938
০৪ আগস্ট ২০১৪ রাত ০৯:০৪
বুড়া মিয়া লিখেছেন : এ-তো ভন্ড এবং ও নিজেই গরুজী; ওকে ওর আসল নিকে (গরুজী বা সেরু পাগলা) সবাই চিনে ফেলবে, এসব নিকে ও অনেক জায়গায় আগেই ভন্ড প্রমাণ হয়েছে, তাই ও এখানে এই নিকে নিজেকে অন্যভাবে প্রকাশ করতে চায়। ও আমার সাথে ভন্ডামী করে ধরা খেয়ে ওর ওয়েবে আমাকে ব্যান মেরেছিল, পরে এখানে এসে ধরার পর – ভন্ডামীর কোন জবাব না দিতে পেরে গালাগালি করে শেষ-মেশ পালিয়েছে!

ওদের বীর্য্য-পূর্ণ মাথা থেকে ওসব ছাড়া আর কিছুই বের হয় না!

মডুরা আই.পি-সহ ব্যান করলেও প্রক্সি দিয়ে ঢুকবে, তাই এ্যাটলিষ্ট ওর এই নিক-টা ব্যান করে মডুদের দেখানো উচিৎ যে, অধিকাংশ নিয়মিত ব্লগারের মতামতকে তারা সম্মান করে!

আমিও লোকমান ভাইয়ের সাথে এই ভন্ড কেমানিক ওরফে সেরু পাগলা ওরফে গরুজীর সত্বর ব্যানের দাবীতে একাত্নতা প্রকাশ করছি।
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:২৭
195179
মোহাম্মদ লোকমান লিখেছেন : সহমত প্রকাশের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
১৮
250949
০৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৪০
আহমদ মুসা লিখেছেন : এসব লাজ লজ্জাহীন ভার্চুয়াল বেইশ্যাদের ব্যাপারে আমিও বেশ কয়েকটা ব্লগ পোস্ট করেছিলাম, কিন্তু কর্তৃপক্ষ এদের ব্যাপারে নির্বিকার।
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:২৯
195180
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমরা অবশ্যই মুসলিম বন্ধুদেরকে এদের কবলে যেন না পড়ে সেজন্য সতর্ক করবো।
ব্লগ কতৃপক্ষ কি ভাবেন কি জানি?
১৯
250956
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:০৫
ইমরান ভাই লিখেছেন : লোকমান ভাই আপনান সাথে সহমত।

এই কেমানিক = কানা মানিক নামের গো চানা (গবর) টারে হাতের কাছে পাইলে .....
বাম হাত দিয়া বাম গালের বাম কানের নিচে একটা কইশা থাপ্রাইতাম।
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:৫৮
195224
মোহাম্মদ লোকমান লিখেছেন : সহমত প্রকা্শের জন্য অনেক ধন্যবাদ ইমরান ভাই।
এদের প্রতি ঘৃনা পোষণ করা ঈমানী দায়িত্ব।
০৫ আগস্ট ২০১৪ সকাল ০৮:২৫
195270
ইমরান ভাই লিখেছেন : ভাই , আর একটা আছে ফখরু পাগলা এরেও ব্যান করা উচিত।
২০
250963
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:২৫
০৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:২২
195342
মোহাম্মদ লোকমান লিখেছেন : হাতুড়ির ইমো খুঁজে পাচ্ছি না যে?!
২১
250975
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:৪৪
কাজি সাকিব লিখেছেন : সম্পুর্ণ একমত আওণ রাহবার ভাইয়ের সাথে!

এদেরকে আসলে যুক্তি দেয়ার কিছু নেই কারণ এরা নিজেরাও জানে ওদের ঐসকল কথা অনর্থক,শুধুমাত্র সমাজে বিশৃংখলা সৃষ্টিই ওদের উদ্দেশ্য!

আর মুর্খদের সাথে তর্ক করার কোন প্রয়োজনও নেই!
০৫ আগস্ট ২০১৪ রাত ১২:০২
195227
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমি ও একমত। অনেক ধন্যবাদ কাজি সাকিব ভাই।
২২
251027
০৫ আগস্ট ২০১৪ রাত ১২:৫৬
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আমি এক মত । চরম বিভ্রান্তিকর লেখা লিখেন তারা । তারা ইসলামের প্রাথমিক বিধানগুলোকে কুরআনের আয়াত ব্যবহার করে মানুষকে দুরে থাকার আহবান জানায় । বিষয়টি বিভ্রান্তিকর । এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে ।

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1864/fakhrul/50358
আমার এই বরকতময় লেখাটা পড়ার জন্য সবাইকে অনরোদ করছি । এই লেখা পড়রে দোজাহানের অশেষ নেকি হাসিল হবে ।


সম্মানিত ভাই ও দোস্ত !
সম্মানিত বোন ও খালাম্মা !
আমার হৃদয়ে অন্তস্হল হতে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন ।
আমার লেখা যদি ভাল লাগে আমার জন্য আপনারা দুয়া করবেন । প্রচন্ড পড়াশোনা করে আমি লেখালেখি করে থাকি । শুধুমাত্র আপনাদের কাছে ইসলামের সত্যিকার মর্মবানীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য ।
কিন্তু ইদানিং বিপথগামী মুসলিম আমাকে ক্রমাগত হুমকি প্রদান করে যাচ্ছেন যাতে আমি কোনক্রমেই নেট ব্যবহার না করি এবং মসজিদে যাতায়াত না করি ।
তাদের অনেকে আমাকে প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়েছেন এবং আমার বিয়ে পর্যন্ত ভেঙ্গে দেওয়ার জন্য তারা হেন কাজ নেই করছেন না । । আমি অত্যন্ত ধৈর্যশীল হওয়ায় আমি তাদের সাথে বিনয়ী আচরণ করে যাচ্ছি এবং আমি তাদের সত্যিকারভাবে ইসলামের আদর্শকে ধারণ করার আহবান জানাচ্ছি ।
আর কিছু লোক এই ব্লগে আর ফেসবুকে আমার সম্পর্কে আজে বাজে কথা বলে যাচ্ছে । আর কুচ্ছিত ভাষায় মন্তব্য লিখে যাচ্ছেন । অথচ তারা এক সময় প্রচন্ড ভদ্র ও অমায়িকভাবেই এই ব্লগ সাইটে মন্তব্য লিখতেন । এই ব্যাপারে সবাইকে বিনয়ী ও নম্র হওয়ার আহবান জানাচ্ছি । অন্যথায় আল্লাহ আমাদের সবাইকে হাসরের মাঠে মুসলিম ভ্রাতৃত্ব বিনষ্ট করার জন্য পাকড়াও করবেন ।
সবাইকে আমার জন্য এবং আমার বিরোধী মুসলিম ভাই-বোনদের জন্য দুয়া করার জন্য অনুরোদ করছি ।
আমি চাই আপনাদের প্রেম,ভালবাসা,প্রীতি,শ্রদ্ধাঞ্জলি ও স্নেহ ।
আল্লাহই সব । বাকি সব মিথ্যা ।
ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫৩
195356
মোহাম্মদ লোকমান লিখেছেন : প্রিয় মোহাম্মদ ফখরুল ইসলাম ভাই,
শুরুতেই ভন্ড গুরু সম্পর্কে আমার সাথে কিঞ্চিত একমত পোষণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনি একজন ভালো পাঠক এবং লেখকও বটে, তা আপনার লেখা পড়ে বুঝতে পারি।

আমি আপনার লেখা পড়ি কিন্তু কোন মন্তব্য করি না ঝগড়া এড়িয়ে চলার নিয়্যতে।

আপনার বেশীরভাগ লেখা জুড়ে ওয়াহাবী,জামায়াতী,সালাফী এবং আরো আপনার অপছন্দের দুল ও গ্রুপের প্রতি থাকে বিষোদগার। (মুলত এরাই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভূক্ত)

বাকী থাকে শিয়া এবং মাজার ব্যবসায়ী, আপনার লেখায় যাদের কোন সমালোচনা আমার চোখে পড়েনি।

আমি নিজেই একসময় মাজার ব্যবসায়ীদের সান্নিধ্যে থেকে বুঝার বাকী নেই যে, তারা ইসলামকে চরম বিকৃত করে
্উপস্থাপন করে যাচ্ছেন। প্রবাশে শিয়াদেরকে খুব নিকট থেকে দেখার কারণে তাদের অবস্থাও পরিস্কার। তবে আমি শিয়াদের মধ্যে আয়াতুল্লাহ এবং যারা কিঞ্চিত ধর্ম পালন করে তাদেরকে ভালো পাই এবং ছাত্রজীবনে আয়াতুল্লাহ খোমেনী এবং ইরানী বিপ্লবের সমর্থনে জনমত গঠনের কাজ করেছি।
আপনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা পোষণকারীদের শুধু সমালোচনাই করে যাচ্ছেন কিন্তু আপনার অবস্থান পরিস্কার করেন নি। আশা করি আপনার সঠিক পরিচয় পেয়ে আমরা ধন্য হবো এবং আগামীতে আপনাকে আপনার স্থানে থেকে নির্বিবাদে আপনার মিশন চালিয়ে যাওয়ার সহযোগীতা করা হবে। আপনি হয় মাজার পন্থী অথবা শিয়া। আশা করি একটু পরিস্কার করবেন। ধন্যবাদ।
০৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
195466
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আমি আমার অনেক লেখায় আমার দৃষ্টিভঙ্গি ও জীবন দর্শন কি তা আমি তুলে ধরেছি । আপনি আমার প্রথম দিকের লেখাগুলো দয়া করে একটু পড়ুন ।
২৩
251042
০৫ আগস্ট ২০১৪ রাত ০১:৪৯
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : নালিশ করে লাভ নাই! আমি অনেক পোষ্ট দিয়েছি এসব শয়তান গুলারে নিয়ে। ব্লগ কতৃপক্ষ এদের পোষে ব্লগকে জমানোর জন্য। তবে এদের পোষ্টে কমেন্ট না করে এড়িয়ে গেলেই ভাল।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:১০
195361
মোহাম্মদ লোকমান লিখেছেন : হ্যঁ,আপনি ঠিক বলেছেন ওদেরকে বয়কট করা উচিৎ। আমি যদিও বন্ধুদেরকে সতর্ক করার জন্য এ পোস্ট দিয়েছি, ওর ব্লগে কোন কমেন্ট করিনি।
২৪
251083
০৫ আগস্ট ২০১৪ সকাল ০৫:৫৩
শেখের পোলা লিখেছেন : আসুন আমরা এদের বয়কট করি৷ এদের লেখায় কেউ কোন মন্তব্য করবেন না,ভিজিটও করবেন না৷
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৩
195363
মোহাম্মদ লোকমান লিখেছেন : ইনশা আল্লাহ্! তাই করবো। আপনাকে অনেক ধন্যবাদ।
২৫
251149
০৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এদেরকে বয়কট করা দরকার। ব্লগ কর্তৃপক্ষ কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননা সেটাও চিন্তার বিষয়।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫১
195378
মোহাম্মদ লোকমান লিখেছেন : এদেরকে বয়কটই করতে হবে। ধন্যবাদ সবুজ ভাই।
২৬
253738
১২ আগস্ট ২০১৪ রাত ১০:২৬
সায়িদ মাহমুদ লিখেছেন : ভিন্নমত থাকুক যুক্তি ও শালীন ভাষায়, কিন্তু ভিন্নমতের নামে বিভ্রান্তকারীদের পশ্রয়কোন ভাবেই কাম্য নয়, এই ব্যাপারে বিজ্ঞ মডারেটদের সু দৃষ্টি কামনা করছি।
১৩ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৬
197756
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার সাথে একমত। অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File