ব্লগিং এর পঞ্চম বর্ষ এবং ফেলে আসা দিনগুলি - ৩
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৩ মার্চ, ২০১৪, ০৮:৫৩:২৬ রাত
টুকটাক লেখালেখি, কমেন্ট এবং এর জবাব দিতে দিতে লেখায় বেশ স্বাচ্ছন্দ বোধ করতে লাগলাম। ব্লগে সময় দেয়ার জন্য দৈনন্দিন জীবনের অনেক কিছুই কাটছাঁট করে নিয়েছিলাম। অল্প দিনের মধ্যেই আমার বেশ ক’জন ভক্ত যেমন পেলাম ঠিক তেমনি আমিও কয়েকজন ভালো ব্লগারের ভক্ত হয়ে যাই। ভক্ত অনুরক্ত আর শ্রদ্ধাভাজনদের উৎসাহ, পরামর্শ আর অনুপ্রেরণার ফলে একজন উল্লেখযোগ্য ব্লগার হতে খুব বেশী সময় লাগেনি।
ব্লগিং করতে গিয়ে আমি কয়েকটি বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করে আসছি শুরু থেকেই। যেমন : ক) কারো পোস্টে গিয়ে লেখাটি ভালো করে পড়েই মন্তব্য করা। আন্দাজে মন্তব্যে করতে গিয়ে অনেক সময় হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা তৈরী হয়। আর রেডিমেড মন্তব্য করলে লেখালেখির মান বৃদ্ধি করা যায় না। খ) আমার পোস্টে যারা মন্তব্য করতেন তাদের লেখায়ও মন্তব্য করাকে বাধ্যতামূলক সৌজন্যতা মনে করতাম, এখনো করি। অনেক ব্লগার আরেকজনের ব্লগে গিয়ে তার নিজের লেখার একটি লিঙ্ক দিয়ে আসেন। এটি যে কত বিরক্তিকর বিষয় তা একটুও ভেবে দেখেন না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলে লিঙ্ক দিতে দোষ নেই, তবে প্রথমে সংশ্লিষ্ট লেখাটিতে মন্তব্য করেই। গ) অন্যের মতামতকে শ্রদ্ধা করেই নিজের ভিন্ন মতকে যুক্তি সহকারে তুলে ধরার চেষ্টা করতাম। ঘ) যথা সম্ভব বন্ধু বাড়ানোর চেষ্টা করতাম এবং এখনো করি ঙ) গালাগালী এবং অশ্লীলতা পরিহার। এবং চ) ব্লগ ও লেখালেখি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনে সিনিয়রদের নিকট থেকে পরামর্শ গ্রহণ এবং জুনিয়রদেরকে পরামর্শ এবং লেখার ব্যপারে উৎসাহ প্রদান অব্যহত রাখতাম। ব্লগে অবশ্য আমার একটি বদগুনও ছিল এবং (এখনো আছে হয়ত) তা হলো- কোন বন্ধুর ব্লগে উপর্যুপরি মন্তব্য করার পর তিনি যদি আমার ব্লগ একবারও ভিজিট না করেন তাহলে তার ব্লগে যাওয়া বন্ধ করে দিতাম। ফলো হতো কি! তার ব্লগের রোজকার মেহমানের অনুপস্থিতির হেতু বুঝতে পেরে তিনিও লাইনে এসে যেতেন। এসব নিয়ম অনুসরণ করার ফলে সমমান ব্লগারদের পাশাপাশি অনেক বিরোধী মনোভাবাপন্ন ব্লাগারের সাথেও আমার বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়।
বরাবরের মতো তখনো সামহোয়্যার ইন ব্লগ ছিল গালিবাজ আর নাস্তিক-আওয়ামদের অভয়াশ্রম। কারো লেখায়, মন্তব্যে বা আচরণে বিন্দুমাত্র ইসলামী ভাবধারা পরিলক্ষিত হলেই তাকে ছাগু, রাজাকার এবং আরো নানা পদের গালিগালাজ করে নিজেদেরকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি প্রমাণের চেষ্টা করে ওরা। শুধু তা-ই নয়, নানা রকম ট্রেপে ফেলে সামু থেকে ব্যান করানোর চেষ্টায়ও ত্রুটি করে না ইসলাম পন্থীদেরকে।
বিষয়: বিবিধ
১৪৬৮ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগে থেকে আবারো লেখালেখি শিখার চেষ্টা করছি। দোয়া করবেন।
আপনার জন্যও আল্লাহর দরবারে জাজায়ে খাইর কামনা করছি।
লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ব্লগে এসে অনেক কিছু শিখেছি। ব্লগ একটি অন্য জগত। এই জগতে না আসলে অনেক কিছুই অজানা থেকে যেত। আর আপনাদের মত কিছু ভালো এবং উদার মনের মানুষের কারনে ব্লগে থাকা আমার জন্য অনেক টা নেশার মত হয়ে গিয়েছিল।
আপনার সাথে আমার পরিচয় সোনার বাংলা ম্যাগাজিন থেকে। যতদুর মনে পড়ে ঐ ম্যাগাজিনে আপনার প্রথম লেখাটিতেই আমি মন্তব্য করেছিলাম। এক পর্যায়ে আপনার লেখার চরম ভক্ত হয়ে যাই এবং প্রতি শনিবার আপনার নতুন লেখা খুজতে থাকি।
হঠাৎ একদিন আমার একটি লেখায় আপনার মন্তব্য দেখে খুশিতে মনটা ভরে উঠে। মনে মনে গর্ববোধ করতে থাকি এই ভেবে যে আমার একজন প্রিয় লেখক আজ আমার লেখা পড়ে মন্তব্য করেছে। আপনার সেই মন্তব্যটি আমাকে লেখালেখির প্রতি অনেক উৎসাহ যুগিয়েছে। ব্লগেও আপনার সুন্দর সুন্দর মন্তব্য পেয়েছি যা আমাকে লেখালেখির জগতে অনেক দূর এগিয়ে দিয়েছে। তাছাড়া ব্লগে বার্তায় আপনার থেকে অনেক পরামর্শ নিতাম লেখালেখি বিষয়ে। এখনো আপনাকে আমি একজন উস্তাদ হিসেবে মানি, মানবো আজিবন এবং অনেক বেশি ভালোবাসী।
শুধু মোহাম্মাদ লোকমান ভাই নয় এমন আরো কিছু ব্লগার আছেন যারা অত্যন্ত ভালো মনের মানুষ আসলে তারা আছেন বলেই ব্লগগুলো এত ভালো চলে এবং জমে উঠে।
ব্লগ জগতে এসে এমন কিছু ভালো বন্ধু পেয়েছি যাদের ভুলে যাওয়া আমার পক্ষে কখনো সম্ভব নয়।
মোহাম্মদ লোকমান ভাই সহ আমার প্রিয় ব্লগারদের শুধু একটি কথাই বলবো আসলেই আপনার খুব ভালো মনের মানুষ আপনার সংস্পর্শে এসে আমি নিজেকে ধন্য করেছি ।
’ইবনে আহমাদ’ নিক এসবিতে ছিলো, সামুতেও কি এই নিক ছিল আপনার?
রেডিমেড মন্তব্য পেলেও ব্লগাররা উৎসাহী হন।
যারা নতুন ব্লগিং করছেন তাদের উচিৎ একটু সময় নিয় কমেন্ট করা। লেখার মান বৃদ্ধির জন্য এটি খুবই উপকারী।
আপ্নার সিরিজ পড়া শুরুকরেদিয়েছি আঙ্কেল আচ্ছা আমিযে আপনাকে আঙ্কেল বল্লাম, আপনি কি মাইন্ড করেছেন? মাইন্ড করলে বলবেন, আর ডাকবো না কেমন?
আঙ্কেল! আমার ছবি দেখে তো বুঝতেই পারছেন আমি সত্যিই আঙ্কেলের বয়েসী। সামনে দাদা/নানাও হবো, ইনশা আল্লাহ্। সুতরাং মাইন্ড করার প্রশ্নই আসেনা। বরং খুব খুশী হয়েছি। অনেক ধন্যবাদ মন খুলে কথা বলার জন্য।
কখনও রিয়েল লাইফে দেখাহলে আমি আপ্নাকে আঙ্কেল ডাকবো, আপনি বলবেন, এটা কোন পাগল আবার! তখন আমি বলবো, আমি "হ্যারি"
মন্তব্য করতে লগইন করুন