ব্লগিং এর পঞ্চম বর্ষ এবং ফেলে আসা দিনগুলি - ১
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২০ মার্চ, ২০১৪, ০১:১৫:৪১ দুপুর
নেটে কাজ করতে গিয়ে ‘সামহোয়্যার ইন ব্লগ’এর সন্ধান পেয়েছিলাম আজ থেকে ঠিক পাঁচ বছর আগে, অর্থাৎ ২০০৯ সালের মার্চ মাসে। প্রথম দর্শনেই অভিভূত! এই মাত্র একটি লেখা প্রকাশ হলো, আর সাথে সাথে ভালো লাগা-মন্দ লাগা জানিয়ে কমেন্ট, অসংখ্য পাঠক! বিষয়টি আমার নিকট মহাশ্চার্য্যই ঠেকেছিল। বৈজ্ঞানিক আর্কিমিডিসের মতো ‘ইউরেকা ইউরেকা’ না আওড়ালেও নিজেকে লেখক হওয়ার দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের অনেকটা কাছাকাছি দেখতে পেলাম।
বুঝতে শিখার পর থেকেই আমার মনের মধ্যে বিভিন্ন বিষয়ে উকিঝুকি দিত, মনে হতো আমি যেন কিছু লিখতে পারবো। প্রয়োজনীয় সুযোগ সুবিধা আর পরিচর্যার অভাবে তা অধরাই থেকে গিয়েছিল। তাই বিষয়টি অবসর জীবনের জন্য রেখে দিয়েছিলাম। মহান আল্লাহ যদি স্বাভাবিক জীবন দান করে থাকেন তাহলে অবসর শুরু হবে আরো অন্তত বিশ বছর(ধারণা মাত্র) পর। অবসর জীবনের অলস সময়গুলোতে লেখালেখি করার পরিকল্পনার স্থলে ব্লগের বদৌলতে কর্মময় জীবনের পাশাপাশি লেখালেখির সুযোগ! এতো সোনায় সোহাগা। প্রযুক্তির ভেলায় চড়ে কমপক্ষে বিশটি বছর এগিয়ে যাওয়া কি চাট্টিখানি কথা?
সামহোয়্যার ইন ব্লগ,এসবি ম্যাগাজিন, এসবি ব্লগ আর আমার বর্ণমালার সিঁড়ি বেয়ে আজ বিডিটুডের ব্লগার। আমার বিডিটুডের ১বছর ২মাস ১৬ দিনের ব্লগ পরিসংখ্যান দেখে বন্ধুরা আমাকে ব্লগার হিসেবে স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করবেন হয়ত। তবে আমার ব্লগ জীবনের প্রাথম তিনটি বছরের ইতিহাস ছিল খুবই উজ্জল। তখনকার এক মাসের পরিসংখ্যানও এর উপরে ছিল। বিগত প্রায় দুই বছর যাবৎ ব্লগ বিশ্ববিদ্যালয়ের পিছনের বেঞ্চের ছাত্র হয়ে আছি। যদিও আমি নিজেই ব্লগকে লেখক তৈরীর বিশ্ববিদ্যালয় বলে থাকি। পিছিয়ে পড়ার পর থেকে আবারও নিয়মিত হওয়ার বার বার চেষ্টা করেও সফল হইনি।
এবার দৃঢ় সংকল্প গৃহীত হলো, নিয়মিত লিখবো ইনশা-আল্লাহ্। ব্লগের ফেলে আসা দিনগুলির টুকটাক অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে নতুন যাত্রার ফলক উম্মোচন করতে যাচ্ছি। আশা করছি বন্ধুদের সহযোগীতা পাবো আবারও। সকলের প্রতি আন্তরিক দোয়া এবং শুভকমানা রইলো।
বিষয়: বিবিধ
১৪৮৫ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাস্তবতা হলো, নবীনদের মধ্য থেকেও যথেষ্ট শেখার আছে। ক্ষেত্র বিশেষে প্রবীনদের চেয়েও বেশী।
সোনার বাংলাদেশ ম্যাগাজিনে আপনার প্রবন্ধের সংখ্যা ৭০ পেরিয়েছিল! এটা কোন সামান্য ব্যাপার নয়। ব্লগে সংক্ষিপ্ত পরিসরে কিছু লেখা আর একটি বিষয়কে বাছাই করে প্রবন্ধ লিখার মাঝে অনেক তফাৎ।
পেশাদারী লেখক কিংবা খ্যাতিমান হতে চাইলে এত দিনে আপনার বেশ কয়েকটি হয়ত বই বের হত। সফল ব্যবসায়িক হিসেবে অর্থনৈতিক কষ্টে নাই বলে হয়ত সেদিকে যান নাই। তার পরও আপনার সম্বৃদ্ধি ও সাফল্য কামনা করি। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
আমিও চাই লেখা লেখির ধারাবাহিকতা চালু রাখতে। দোয়া করবেন, সবুজ ভাই।
ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।
আমার ব্লগীং এর বয়স ৪ বছর, ৮ মাস, ২৫ দিন, ১১ ঘন্টা, ৩৩ মিনিট । প্রথম আলো ব্লগ থেকে আমার শুরু । এখন আর যাই না ।
ব্লগে সক্রিয় থাকা অবস্থায় লেখায় যথেষ্ট স্বাচ্ছন্দ বোধ করতাম। কোন একটা বিষয় সমানে আসলে অনায়াসে লিখতে পারতাম। এখন বেশ কষ্ট হয়। আবারো সেই হারানো দিনে ফিরে যাবার নিয়্যত করেছি। দোয়া করবেন।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন