জন্মদিন বিড়ম্বনা!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৩ জানুয়ারি, ২০১৪, ০৭:৩৪:২০ সন্ধ্যা
আজ আমার মেয়ের জন্মদিন। গতকাল ওর মা ফোনে বিষয়টি আমাকে স্মরণ করে দিচ্ছিল। একপর্যায়ে আমার ছোট ছেলে তানভীর ওর মা’র নিকট থেকে মোবাইল নিয়ে অন্যরুমে গিয়ে আমাকে বল্লো, আব্বু আপনাকে একটা কথা বলি? বলো, আমি বললাম। আপনি আপুকে হ্যাপি বর্থডে বলিয়েন না, কেন জানেন? কেন(?), আমি জিজ্ঞেস করলাম। সে বল্ল, ও জন্মদিন পালন পছন্দ করেনা তো, তাই রাগ করতে পারে।
সকালে মেয়ের সাথে ফোনে কথাগুলো শেয়ার করে বেশ হাসাহাসি করলাম। ও বল্ল, কম্বল ছাড়তে চাইলেও কম্বল ওকে ছাড়ছে না। সকালে উইনিতে গিয়ে ওর টেবিলের উপর বেশ কয়েকটি ফুলের আঁটি দেখতে পেয়েছে। স্টুডেন্টরাই রেখে গেছে হয়তো।
একসময় ছিল যখন আত্মীয় বন্ধুরা ওকে বার্থডে উইশ না করলে সে খুবই মাইন্ড করতো। আর এখন হয়েছে উল্টো। বন্ধ করতে চাইলেও পারছে না।
মেয়ের প্রতি আমার পরামর্শ হলো; কেক কাটা, যত বছর বয়স ততটি মোম বাতি জ্বালানো এবং জন্ম দিনে আনন্দ ফুর্তির নামে তামাশা না করলেই হয়। হ্যাপি বার্থডে এবং দোয়া করে কেউ উইস করলে তাতে বেশী কিছু যায় আসেনা।
বিষয়: বিবিধ
১৯৪৪ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার আপুর মেয়ের জন্য আমার পক্ষ থেকে----------
আমার লোকমান ভাইয়ার জন্য..
বলতে পারি না লজ্জায়
যদি দেন কান মলা
বুঝবেন তখন ঠ্যালা
আমরা আছি শত শালা
পরের লাইনটা কি হবে আর লিখতে পারছি না..বাকপ্রবাস ভাই একটু যদি সাহায্য করতেন।
(লোকমান ভাইয়ের শালা আমার প্রিয় বন্ধু+আত্বীয়। সেই কথাটি মনে লোকমান ভাই ভুলে গেলেন)
সুতরাং দুলাভাই পরিচয়ে আমার আর কোন আপত্তি রইলো না।
দোয়ার জন্য অনেক ধন্যবাদ।
মুহতারাম লোকমান ভাইকে ধন্যবাদ।
আমি মোহাম্মদ লোকমান। ভালবাসি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে। কেউ বন্ধুত্ব করতে চাইলে স্বাগতম।
মোহাম্মদ লোমান › বিস্তারিত পোস্টঃ
আমার ব্লগীয় বর্ষপূর্তি : ধন্যবাদ সামু, ধন্যবাদ বন্ধুগণ
১৮ ই মে, ২০১০ সকাল ৭:০২
নিজের জন্মদিন নিয়ে মাতামাতিতে আমার খুব একটা আগ্রহ না থাকলেও বিষয়টি একেবারে ইগনোর করার সূযোগ নেই। কোন না কোন ভাবে ‘হ্যাপি বার্থডে’ এবং ‘থ্যাঙ্কস্ অ্যা লট’ ইত্যাদি শব্দ সমূহের আদান প্রদান এবং ঘরে আমার পছন্দের খাবার- কোরমা, পোলাও, খাশী-মুরগীর রোস্ট, জর্দা ইত্যাদি রান্না হবেই।
সামুতে ‘ব্লগীয় জন্মদিন’ আমি খুব গুরুত্বের সাথে দেখি। সামুকে ঘিরে সংশ্লিষ্ট ব্লগারের নানা অভিজ্ঞতা, সামুতে রেজিস্ট্রেশনের কাহিনী এবং ক্রমান্বয়ে নিজের অজান্তেই একেক জন লেখক, সমালোচক, গল্পকার, ছড়াকার ও গালীবাজ :P হয়ে ওঠার কাহিনী শুনতে বেশ ভালই লাগে। তাই এতদসংক্রান্ত পোস্ট সাধারণতঃ মিস্ করি না।
অতি সংক্ষেপে আমার সামু বৃত্তান্ত হলো- নেট ঘাঁটতে ঘাঁটতে হঠাত সামুর দেখা, ভাল লাগা, রেজিস্ট্রেশন করে ফেলে রাখা, সামু্ থেকে লিখার তাগাদা। সংকলিত পাতা, নিরাপদ এসব খুব বুঝতাম না। আমার প্রথম লিখাটি ছিল একটি কবিতা যা ১৯৮৯ সালে আমার চৌদ্দ মাস বয়েসি চোট্ট মেয়েকে উদ্দেশ্য করে লিখা। ডায়রীর পাতা থেকে তা তুলে দিয়েছিলাম সামুতে। মনে হয় শুধু ভিজিটররাই পড়েছিলেন মোটামোটি পাঠক পেলেও কোন মন্তব্য পাইনি, তাতে কী হয়েছে? আমার কবিতাটি একটি ইন্টার নেট পেইজে ওপেন হয়েছে, এটিই ছিল বড় আনন্দ। পরে কবিতাটি রি-পোস্ট করে কযেকটি কমেন্ট পেয়েছি আমি ব্লগীং শুরু করি ১৮ই মে ০৯, সেফ হয়েছি ১৮ই জুন ০৯। সেফ না হয়েও যাদের মূল্যবান কমেন্ট পেয়েছিলাম তারা হলেন যথাক্রমে ১. আহছান উল্লাহ ২. বড় বিলাই এবং ৩. রাজ মো. আশরাফুল হক যে কারণে উক্ত তিন ব্লগারকে সব সময় স্পেশালি স্মরণ করি।
ঠিক একমাস পর ১৮ই জুন ০৯, আমার লিখা সংকলিত পাতায় প্রকাশিত হয় এবং আমি নাকি নিরাপদ হয়ে যাই। আমার সে দিনের লিখা- নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচ যাওয়ার কয়েকটি ঘটনা’য় ৪’শ এর উপর পঠিত, রিপ্লাই সহ ২৪টি কমেন্ট ও ১০ জনের ভাল লাগায় আমাকে যথেষ্ট অণুপ্রানিত করেছে। আমার উক্ত পোস্টে যারা কমেন্ট করেছেন তারা হলেন- অ্যামাটর , আহছান উল্লাহ ,রনি রাজশাহী , লেজি বয় , ফিরোজ - ২ , কৌশিক , অমাবশ্যার চাঁদ , আশরাফ উদ্দিন , লাল সালু , পুরাতন , নীল দর্পন এবং চন্দন
সামুতে ব্লগীং করার পূর্বে লেখা লেখিতে উল্লেখযোগ্য কোন ভূমিকা ছিল না। তবে স্কুল জীবনে বাংলায় মোটা মোটি ভালই ছিলাম। হাইস্কুলের বাংলার শিক্ষক শ্রদ্বেয় আব্দুল ওয়াহাব নাসিরাবাদী স্যার আমাকে পন্ডিত বলে ডাকতেন। স্কুল জীবনে লিখিত রচনা প্রতিযোগীতায় সবসময় একটা স্থান থাকত। পরে ইন্টারে বানিজ্য বিভাগ এবং অনার্সে একাউন্টিং পড়তে গিয়ে বাংলা চর্চা প্রায় ছেড়েই দিয়েছিলাম। নাসিরাবাদী স্যারের সেই পন্ডিত বাংলা বানানেও অহরহ ভুল করতে লাগল। পরবর্তিতে স্কুলের অভিভাবক এবং ইসি মেম্বার হিসাবে আবুধাবীস্থ শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামীয়া স্কুলের সোভেনিয়ারে “শিক্ষা জাতির মেরুদন্ড এবং শিক্ষার মেরুদন্ড শিক্ষক” শিরোনামে একটি প্রবন্ধ লিখেছিলাম, ওতে বেশ কয়েকটি শব্দের বানানের জন্য আমার স্ত্রী ও মেয়ের নিকট ধর্না দিতে হয়েছিল। আমার মনের মধ্যে বিভিন্ন বিষয়ে উকিঝুকি দিত, মনে হতো আমি যেন কিছু লিখতে পারব। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম অবসর জীবনে কিছু লিখব। মহান আল্লাহ যদি স্বাভাবিক জীবন দান করে থাকেন তাহলে অবসর শুরু হবে আরো অনেক পরে। কিন্তু আমার অবসর জীবনে কিছু লিখার কাজটি সামুর বদৌলতে এবং ব্লগার বন্ধুদের উৎসাহে অনেকখানি এগিয়ে এসেছে। এ পর্যন্ত লিখা ১১৫টি পোস্টের বেশীর ভাগই মৌলিক রচনা। আমার জন্য এটি কম কিছু নয়। এজন্য আমি সামু এবং ব্লগার বন্ধুদের নিকট কৃতজ্ঞ। লিখতে লিখতে এখন বানান ভুল প্রায় কমে এসেছে এবং কোন প্লট পেলে অনায়াসে লিখতে পারি। তাই আবারো ধন্যবাদ সামু ধন্যবাদ ব্লগার বন্ধুগণ।
এবার আমার কয়েকজন প্রিয় ব্লগারদের বৈশিষ্ট :
জুল ভার্ন : একজন আদর্শ ব্লগার। পোস্ট ভাল করে না পড়ে কখনো কমেন্ট করেন না।
মোঃমোজামহক : রাজনীতি করেন চুপি চুপি
লেখাজোকা শামীম : নাট্যকার হতে চলেছেন, শুভকামনা।
চতুস্কোণ : ব্লগে আমার প্রিয় গল্পকার
সরকার সেলিম : উচ্চ শিক্ষিত স্মার্ট তরুন
বিদ্রোহী রণক্লান্ত : ঘৃণা করেন ভারতিয় দালাল ও পাকি রাজাকার
অমি রহমান পিয়াল : মুখে বিষ অন্তরে...(?) জনকণ্ঠের রিপোর্ট- তিনি জামায়াতের চর। তিনি বলেন, মিথ্যা ক্থা।
নাজনীন ১ : সত্য ঘটনা অবলম্বনে গল্প লিখার প্রেরনা পেয়েছি
লাল সালু : সামু কাঁপানো ব্লগার/ কয়দিন ধরে ঝিমিয়ে আছেন
পাহাড়ের কান্না : কবিতায় তুলে ধরেন সমাজ চিত্র
পুরাতন : হরেক রকম খাবার মেন্যু আর ছবির জন্য প্রসিদ্ধ
স্পেলবাইন্ডার : সহনশীল ব্লগার
সৈয়দ নূর কামাল : কবিতা ছাড়া যেন কিছুই বুঝেন না।
ফিরোজ-২ : হাসি-খুশি ভদ্রলোক।
সিটিজি৪বিডি : ধর্ম আর সাংস্কৃতি চলে সমান তালে
হলদে ডানা : আদর্শ শিবির নেতা
সেতূ : আদর্শ বাংলাদেশী জাতীয়তা বাদী।
বুদ্ধিজিবী : রসনা বিলাসী
জানা : কে তিনি? কার অজানা?
নুরুন নেসা বেগম : সক্রিয় ব্লগার/ দিনে দুইটা পোস্টও দিয়ে থাকেন মাঝে মধ্যে
ছোট সরকার : বড় সরকারের ডায়রী নিয়ে ব্যস্ত।
করবি : পাখির মত মন আর দেশের গানের ভক্ত।
আব্দুল্লাহ আল মনছুর : নিজে একজন কবি, ব্লগে ছাড়েন ছবি।
রাগ ইমন : ওনার পোস্টে অথবা প্রশ্নে সাবধানে কমেন্ট করতে হবে। নাহলে কমেন্টের সাইজ পাবেন পোস্টের ১৭ গুন বেশী
সৈয়দ মোহাম্মদআলী : বিশ্বাসের পক্ষে আপোষহীন
সুরঞ্জনা : আদর্শ জননী।
রেজওয়ানা : হাসিখুশী বুবু।
আমি ছাড়া সবাই ভাল : বেক্কেল বাঙ্গালী অফিসারের নিকট থেকে ফোনে কিছু জানতে চাইলে কন্ঠটা মেয়ের মত করতে হবে- তিনি আবিস্কার করিয়াছেন
ডিজিটেলভূত : সালাম-নমস্কার-গুডমর্নিং বিশ্লেষক।
আমিনুল ইসলাম : তিনি প্রেমও করেন
অপ্রিয় সত্য ৭০০ : প্রেম বাস্তবায়নে কঠিন আল্টিম্যাটাম দানকারী।
সোমহেপি : প্রেমের জন্য তৃষিত হৃদয়, বুকে খঞ্জর নিতেও প্রস্তুত!
শেরজা তপন : নিজেকে ভালবাসেন, ব্যাবসায়ী, লেখক ও ফটোগ্রাফার।
তায়েফ আহমাদ : সত্যকে ভালবাসেন নিজের মতের বিরুদ্ধে হলেও।
শৈল্পিক ভাবনা : বিক্ষিপ্ত চিন্তার সংযোজক। ঈমানী বলে বলিয়ান।
ফারজানা মাহবুবা : সব ধরনের এক্সট্রিমিজমের বিরুদ্ধে
বন্ধুগণ, আজ এই পর্যন্ত। সময়াভাবে অনেক গুরুত্বপূর্ণ ব্লগার বন্ধুর নাম নিতে না পারার জন্য আন্তরীক ভাবে দূঃখীত। বিগত এক বছরের ব্লগীয় জীবনে আপনাদের যথেষ্ট সহানুভূতি ও ভালবাসা পেয়েছি। ভালবাসার কাঙ্গাল হিসাবে কারো কাছ থেকে ঘৃনা এরং গালি জাতীয় কিছু পেলে খুবই মর্মাহত হই। তাই বন্ধুদের নিকট আকুল আবেদন, আমার সব চিন্তা ও কথার সাথে আপনারা একমত হবেন তা বাধ্যতামূলক নয়। সূতরাং আমার কথা আপনাদের পছন্ধ না হলে প্রশ্ন করতে পারেন কিন্তু অপছন্দের কারণে গালাগাল করে নিজেকে ছোট করে আরেক জনের মনে কষ্ট না দিলেই ভাল। আবারো সকল ব্লগার বন্ধু ও সামু কতৃপক্ষকে ধন্যবাদ। সকলেই ভাল থাকুন, সুস্থ থাকুন, ব্লগীং করতে থাকুন।
আল্রাহ হাফেজ, ফি আমানিল্লাহ।
মন্তব্য ৭৪ টি রেটিং +১৬/-২
মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন
।১৮ ই মে, ২০১০ সকাল ১১:১৮
মোহাম্মদ লোমান বলেছেন: মোস্তাফিজ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য ও শুভ কামনা। ভাল থাকন।
১ ।১৮ ই মে, ২০১০ সকাল ৭:২৭
বাংলাপ্রতিদিন বলেছেন: জন্মদিন।তাহলেতো শিশু....হা..হা...হা.... শুভ হোক।
।১৮ ই মে, ২০১০ সকাল ১১:২৫
মোহাম্মদ লোমান বলেছেন: ঠিক ধরেছেন, শিশু ব্লগার.............
২ ।১৮ ই মে, ২০১০ সকাল ৭:৪০
চতুষ্কোণ বলেছেন: ব্লগীয় জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকুন।
।১৮ ই মে, ২০১০ দুপুর ১২:০২
মোহাম্মদ লোমান বলেছেন: ধন্যবাদ চতুষ্কোন, আপনিও ভাল থাকুন।
৩ ।১৮ ই মে, ২০১০ সকাল ৭:৪২
সরকার সেলিম বলেছেন: শুভ ব্লগিয় জন্মদিন ।
।১৮ ই মে, ২০১০ দুপুর ১২:০৩
মোহাম্মদ লোমান বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
৪ ।১৮ ই মে, ২০১০ সকাল ৭:৫৬
রেজোওয়ানা বলেছেন: অভিনন্দন আর ব্লগিয় জন্মদিনের শুভেচ্ছা লোমান ভাই।
।১৮ ই মে, ২০১০ দুপুর ১২:০৫
মোহাম্মদ লোমান বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন সাদরে গৃহীত হইল। ধন্যবাদ।
৫ ।১৮ ই মে, ২০১০ সকাল ৮:১৪
জুয়েল ফুজি বলেছেন: আপনাকে অভিনন্দনও শুভেচ্ছা।
।১৮ ই মে, ২০১০ দুপুর ১২:০৮
মোহাম্মদ লোমান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুয়েল ভাই। ভাল থাকুন।
৬ ।১৮ ই মে, ২০১০ সকাল ৮:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ব্লগীয় জন্ম দিনে আপনাকে মহা শুভেচ্ছা। ব্লগের জগতে আমি আপনার কাছে পোলাপান। দোয়া করবেন। আর অনেক অনেক ভাল থাকবেন। সুখে থাকবেন। আপনার প্রবাস জীবন মধুর হোক।
।১৮ ই মে, ২০১০ দুপুর ১২:১৯
মোহাম্মদ লোমান বলেছেন: ধন্যবাদ ভাই সাজ্জাদ হোসেন, আপনিও একদিন ভাল ব্লগার হিসাবে স্বীকৃতি পাবেন। মাত্র দুই মাসে যা লিখেছেন তা অবশ্যই ভাল কিছু। এগিয়ে চলুন। আপনার নাবগত বাবুর জন্য দোয়া ও শুভ-কামনা।
৭ ।১৮ ই মে, ২০১০ সকাল ৮:১৯
নুরুন নেসা বেগম বলেছেন: অনেক অনেক অভিনন্দন, এতদূর এসেছেন সামনে আরো অনেক পথ। সহজ, সুন্দর, ছন্দময় হোক। সফল হোন আপনি। শুভকামনা!
।১৮ ই মে, ২০১০ দুপুর ১২:২৪
মোহাম্মদ লোমান বলেছেন: অভিনন্দন ও শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ।
৮ ।১৮ ই মে, ২০১০ সকাল ৮:৫৯
ফিরোজ-২ বলেছেন: অভিনন্দন আর ব্লগিয় জন্মদিনের শুভেচ্ছা লোকমান ভাই। অত্র লিখার ক্ষেত্রে পারিলে আমি অধিক প্রসংশাসূচক মন্তব্য করিতাম; যাহা বস্তুত আপনার ন্যূনতম প্রাপ্য। আপনি ভালো থাকুন; আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করিতেছি। অনেক অনেক ভাল থাকবেন। সুখে থাকবেন। আপনার প্রবাস জীবন মধুর হোক এই শুভকামনা রইল....................।
।১৮ ই মে, ২০১০ দুপুর ১২:২৮
মোহাম্মদ লোমান বলেছেন: ফিরোজ ভাই আপনা সুন্দর কমেন্ট ও অভিনন্দনের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন ।
৯ ।১৮ ই মে, ২০১০ সকাল ৯:১৯
হেমায়েতপুরী বলেছেন: হাসতে হাসতে মইরা গেলাম লুমান সাহেব... সকাল সকাল পেট ফাটাইয়া হাসোনের উপলক্ষ আইনা দেওয়া চাট্টিখানি কথানা সব ধরনের এক্সট্রিমিজমের বিরুদ্ধে !!! কেডা?? যাইক্গা শুভেচ্ছা পোস্টে শুভেচ্ছা জানাই।
।১৮ ই মে, ২০১০ দুপুর ১২:৩৮
মোহাম্মদ লোমান বলেছেন: না ভাই আমার কথা নয়, সংশ্লিষ্ট ব্লগারের বক্তব্য-সব ধরনের এক্সট্রিমিজমের বিরুদ্ধে ভাল থাকুন।
১০ ।১৮ ই মে, ২০১০ সকাল ৯:৪১
জুল ভার্ন বলেছেন: ব্লগীয় বর্ষ্পুর্তিতে আমার অন্যতম প্রিয় ব্লগার লোমান ভাইকে অজস্র অভিনন্দন। লোমান ভাই, আপনি ইতোমধ্যেই আপনার লেখার একটা স্পেশালিটি করেনিতে পেরেছেন-যা একজন ভালো লেখকের অন্যতম বৈশিস্ট। বর্ষপুর্তি কিম্বা শততম পোস্ট অথবা আরো আরো সুখবরের জন্য প্রতিনিয়তই আমরা বিভিন্ন ব্লগারের পোস্ট পড়ে মুগ্ধ হই-যেমন মুগ্ধ হয়েছি আপনার এই পোস্ট পড়ে। কিন্তু আপনার স্বভাব্জাতগুনেই আপনি এই পোস্টেও চিরায়ত প্রথা পরিহার করে পোস্টের উপস্থাপনায় একটা স্বকীয়তা, একটা নিজস্বতা প্রমান করতে সক্ষম হয়েছেন-এটাই আমাদের লোমান ভাই! লেখায় বেশী বেশী বানান ভুল এর বিষয়ে আমিই এখনও পর্যন্ত সব থেকে বড় কৃতিত্বটা অধিকার করে আছি-যা এতো তাড়াতারি অন্য কেউ কেড়েনিতে পারবেননা! নিরন্তর শুভ কামনা। +
।১৮ ই মে, ২০১০ দুপুর ১২:৫৯
মোহাম্মদ লোমান বলেছেন: ভাই, আপনার অসুস্থতার পরও কষ্ট করে অনেক বড়সর মন্তব্য করেছেন। আমাকে আপনার অন্যতম প্রিয় ব্লগার হিসাবে চিহ্নিত করায় খুব ভাল লাগছে। রোগ-ব্যাদির পরও আপনার মানসিক দৃঢ়তা অনুস্মরণ যোগ্য। দোয়া করি আপনার মনোবল আরো দৃঢ় হোক। এবং আমাদের সাথে ব্লগিং করতে থাকুন আরে অনেক অনেক দিন।
১১ ।১৮ ই মে, ২০১০ সকাল ৯:৫৪
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: আশা করি আপনি আরও অনেকদূর এগিয়ে যাবেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য। শুভ ব্লগীয় জন্মদিন।
।১৮ ই মে, ২০১০ দুপুর ১:৩৩
মোহাম্মদ লোমান বলেছেন: আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ ইসতিয়াক ভাই। ভাল থাকুন।
১২ ।১৮ ই মে, ২০১০ সকাল ১০:০২
ছোট সরকার বলেছেন: 'শুভ (ব্লগীয়) জন্মদিন’
।১৮ ই মে, ২০১০ দুপুর ১:৩৫
মোহাম্মদ লোমান বলেছেন: ধন্যবাদ ছোট সরকার। ভাল থাকুন।
১৩ ।১৮ ই মে, ২০১০ সকাল ১০:৩৪
সৈয়দ নূর কামাল বলেছেন: ব্লগীয় বর্ষপুর্তিতে লোকমান ভাই আপনাকে অসংখ্য হার্দিক অভিনন্দন। ব্লগে অনাগত চলার পথ আরো স্বাচ্ছন্দ হোক। শুভ ব্লগিং। শুভ কামনা।
।১৮ ই মে, ২০১০ বিকাল ৪:০০
মোহাম্মদ লোমান বলেছেন: ধন্যবাদ কামাল ভাই।
১৪ ।১৮ ই মে, ২০১০ সকাল ১১:০২
রাহা বলেছেন: শুভ হোক আপনার ব্লগীং ( সামু শব্দটা শুনতে কি ভালো লাগে ??)
।১৮ ই মে, ২০১০ দুপুর ২:২৪
মোহাম্মদ লোমান বলেছেন: ধন্যবাদ রাহা। আপনিতো সিনিয়ার ব্লগার। তাই অবশ্যই জানার কথা যে, এই ব্লগটি সংক্ষেপে ‘সামু’ নামেই পরিচিত।
১৫ ।১৮ ই মে, ২০১০ দুপুর ২:০৬
বড় বিলাই বলেছেন: শুভেচ্ছা রইল। লেখালেখি চালিয়ে যাবেন আশা করি।
।১৮ ই মে, ২০১০ দুপুর ২:২৭
মোহাম্মদ লোমান বলেছেন: ধন্যবাদ, ইচ্ছা আছে।
১৬ ।১৮ ই মে, ২০১০ দুপুর ২:৩০
সাফির বলেছেন: ব্লগীয় জন্মদিন শুভ হোক...................... :#) :#) :#)
।১৮ ই মে, ২০১০ বিকাল ৩:৪৯
মোহাম্মদ লোমান বলেছেন: ধন্যবাদ সাফির
১৭ ।১৮ ই মে, ২০১০ বিকাল ৩:০২
লালসালু বলেছেন: শুভ জন্মদিন
।১৮ ই মে, ২০১০ বিকাল ৩:৫০
মোহাম্মদ লোমান বলেছেন: লালসালু ভাই আপনার পোস্ট চাই......... ধন্যবাদ
১৮ ।১৮ ই মে, ২০১০ বিকাল ৪:১১
তারিক রিদওয়ান বলেছেন: عيد ميلاد سعيد....
।১৮ ই মে, ২০১০ বিকাল ৪:৩৪
মোহাম্মদ লোমান বলেছেন: مشكورين يا تارك رضوان
১৯ ।১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৬
শৈল্পিক ভাবনা বলেছেন: ফি আমানিল্লাহ।
।১৮ ই মে, ২০১০ রাত ৮:৩১
মোহাম্মদ লোমান বলেছেন: ফি আমানিল্লাহ। ।
২০ ।১৮ ই মে, ২০১০ রাত ৯:১৭
পাহাড়ের কান্না বলেছেন: লোকমান ভাইয়ের আজ ১ বছর পূর্ন হল। শুভ জন্মদিন। ব্লগিং চলতে থাকুক নিরন্তর। শুভ কামনা রইল।
।১৮ ই মে, ২০১০ রাত ১০:২৮
মোহাম্মদ লোমান বলেছেন: ধন্যবাদ পাহাড়ের কান্না। আপনাদের শুভ কামনা আমাকে সামনে বাড়তে সাহায্য করবে নিরন্তর। ভাল থাকুন।
২১ ।১৮ ই মে, ২০১০ রাত ৯:২২
আজাদ আল্-আমীন বলেছেন: ব্লগীয় জন্মদিনের শুভেচ্ছা। এগিয়ে যান। শুভকামনা সব সময়।
।১৮ ই মে, ২০১০ রাত ১০:৩১
মোহাম্মদ লোমান বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই।
২২ ।১৮ ই মে, ২০১০ রাত ৯:২৬
সায়েম মুন বলেছেন: লোমান ভাইকে এক বছর পূর্তির অভিনন্দন। লেখালেখি চলুক সুন্দরভাবে এই কামনা রইল!!
।১৮ ই মে, ২০১০ রাত ১০:৩৪
মোহাম্মদ লোমান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সায়েম মুন।
২৩ ।১৯ শে মে, ২০১০ রাত ১২:০৯
সেতূ বলেছেন: কেক কুক ছাড়া দাওয়াতে এসে ফ্রি তে পেলাম দারুন একটা পোস্ট। ব্লগীয় জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকুন। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P +++
।১৯ শে মে, ২০১০ সকাল ৮:২৮
মোহাম্মদ লোমান বলেছেন: কেক কুক ছাড়া দাওয়াত কবুল করার জন্য অনেক অনেক ধন্যবাদ সেতূ ভাই। ভাল থাকুন।
২৪ ।১৯ শে মে, ২০১০ ভোর ৫:৪২
করবি বলেছেন: ব্লগীয় জন্মদিনের শুভেচ্ছা লোকমান ভাই। ভালো থাকবেন।
।১৯ শে মে, ২০১০ সকাল ১১:২২
মোহাম্মদ লোমান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ করবি।
২৫ ।১৯ শে মে, ২০১০ সকাল ৮:২৮
বাবুল হোসেইন বলেছেন: দেরীতে দিলাম শুভ জন্মদিনের শুভেচ্ছা।
।১৯ শে মে, ২০১০ সকাল ১১:২৩
মোহাম্মদ লোমান বলেছেন: দেরীতে হলেও পেলাম তো। ভাল থাকুন বাবুল ভাই।
২৬ ।১৯ শে মে, ২০১০ সকাল ১১:২৫
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন!!
।১৯ শে মে, ২০১০ সকাল ১১:৩৭
মোহাম্মদ লোমান বলেছেন: ধন্যবাদ হ্যামেলিয়ন এর বাঁশিওয়ালা ভাই, আপনার জন্যও অনেক শুভ কামনা। ভাল থাকুন।
২৭ ।১৯ শে মে, ২০১০ দুপুর ২:৩৬
পুরাতন বলেছেন: শুভ ব্লগ্ম দিন :P ব্লগীয় জন্মদিনের পোষ্ট আমারও ভালো লাগে... :D অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা । কষ্ট করে লিংক দিয়ে আসছেন তাই অনেক অনেক ধন্যাবদ (প্রচন্ড ব্যাস্ততার কারণে একটু দেরী হল বলে আন্তরিক ভাবে দুঃখিত)
।১৯ শে মে, ২০১০ বিকাল ৪:৩৮
মোহাম্মদ লোমান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পুরাতন ভাই। যাদের সাথে খুব ভাল ভাবসাব এমন দু’এক জনের মধ্যে আপনিও একজন তাই লিঙ্ক দেয়া । ভাল থাকুন।
২৮ ।১৯ শে মে, ২০১০ বিকাল ৩:৪৫
ফারজানা মাহবুবা বলেছেন: আপনার ব্লগীয় জন্মদিনটা মিস করে ফেললাম মনে হয়! একদিনের বাসি শুভেচ্ছা!
।১৯ শে মে, ২০১০ বিকাল ৪:৫৪
মোহাম্মদ লোমান বলেছেন: ধন্যবাদ ফারজানা মাহবুবা, শুভেচ্ছা বাসি হলেও শুভেচ্ছাই। ভাল থাকুন।
২৯ ।১৯ শে মে, ২০১০ বিকাল ৪:৩৪
ফাহিম আহমদ বলেছেন: আমাদের জন্য লেজ ও নেই। তবুও বর্ষপূর্তির শুভ কামনা।
।১৯ শে মে, ২০১০ বিকাল ৪:৫৭
মোহাম্মদ লোমান বলেছেন: স্যরি ফাহিম ভাই, হঠাৎ মাথায় আসল বন্ধুদের জন্য কিছু টাইটেল এড করি। কিন্তু এমন সময় মাথায় আসল যখন সময় হাতে ছিল খুব কম। তাই................ শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন।
৩০ ।১৯ শে মে, ২০১০ রাত ১০:৩৪
নীল-দর্পণ বলেছেন: ব্লগীয় শুভ জন্মদিন এগিয়ে চলুন.................................
।১৯ শে মে, ২০১০ রাত ১১:৫৬
মোহাম্মদ লোমান বলেছেন: ধন্যবাদ নীল-দর্পন।
৩১ ।২০ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৯
সোমহেপি বলেছেন: জন্মদিনের বাসি শুভেচ্ছা। কেমন আছেন জানতে চাচ্ছি ধন্যবাদ সহ
।২০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
মোহাম্মদ লোমান বলেছেন: আলহামদু লিল্লাহ, অনেক ভাল। শুভেচ্ছা কি বাসি হয়? অসংখ্য ধন্যবাদরে সহিত শুভেচ্ছা গৃহিত হলো। ভাল থাকুন।
৩২ ।২২ শে মে, ২০১০ দুপুর ১:২৮
আহছানউল্লাহ বলেছেন: আমার দেরি হয়ে গেছে শুভেচ্ছা জানাতে।বদ্দা অনে মাইন্ড করিয়েন না।
।২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৫০
মোহাম্মদ লোমান বলেছেন: ধন্যবাদ আহছান ভাই, অনেক দিন পর। আরে না মাইন্ড কিসের? আপনার ব্যস্ততার ব্যাপারে আমার জানা আছে না?
৩৩ ।২৩ শে মে, ২০১০ বিকাল ৪:৩৩
লেখাজোকা শামীম বলেছেন: কয়েক দিন নেট ছিল না আমার। যাও ছিল, ছিল ভীষণ শ্লো। মন্তব্য করতে পারছিলাম না। অবশেষে আজ থেকে মন্তব্য করতে পারছি। বর্ষপূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন। আরেকটা কথা, আপনাকে আমার একই সাথে যথেষ্ঠ ধার্মিক ও সহনশীল মনে হয়েছে। সাধারণত এই দুটি গুণ একসাথে একজনের চরিত্রে পাওয়া যায় না। ভালো থাকবেন। অনেক অনেক শুভ কামনা।
৩৪ ।২৩ শে মে, ২০১০ রাত ৮:০৯
মোহাম্মদ লোমান বলেছেন: নেট এভাবে মাঝে মধ্যে সমস্যা করে। আবুধাবীর মত উন্নত দেশেও অনেক সময় এমন হয়। শামিম ভাই, শুভেচ্ছা ও শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুন্দর দু’টি গুনের কথা উল্রেখ করেছেন, চেষ্টা করি, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। আবারও ধন্যবাদ, ভাল থাকুন।
৩৫ ।২৬ শে মে, ২০১০ রাত ৯:৩৯
এস এইচ খান বলেছেন: ব্লগিং চলতে থাকুক নিরন্তর। সার্বিক শুভ কামনা করছি আর দু:খিত যথারিতি দেরীতে কমেন্টের জন্য।
।২৭ শে মে, ২০১০ রাত ১২:১০
মোহাম্মদ লোমান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এস এইচ খান ভাই। ভাল থাকুন।
৩৬ ।১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৪:২৮
হাম্বা বলেছেন: হাম্বা
।২০ শে জুলাই, ২০১০ রাত ৮:৪১
মোহাম্মদ লোমান বলেছেন: আপনার ভাষায় শুভেচ্ছা ধরে নিলাম
৩৭ ।১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৩৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: শুভেচ্ছা। হেপ্পি ব্লগিং।। !:#P
।২০ শে জুলাই, ২০১০ রাত ৮:৪২
মোহাম্মদ লোমান বলেছেন: ধন্যবাদ মনসুর ভাই।
মন্তব্য করতে লগইন করুন