জড়বস্তুর প্রতি মায়া!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ১৭ জানুয়ারি, ২০১৪, ০২:০৬:২৩ দুপুর
জীবের প্রতি দায়-মায়া, আদর-ভালবাসা ইত্যাদি খুবই স্বাভাবিক একটি ব্যপার। কিন্তু জড়বস্তুর প্রতিও যে মানুষের ভালবাসা থাকতে পারে তা উপলদ্বি করলাম আমার পুরানো গাড়িটি বিক্রয় করে দেয়ার পর। মার্সিডিস বেঞ্জ- ২৩০, গাড়িটি কিনেছিলাম প্রায় ১৪ বছর আগে। সম্প্রতি এটি বিক্রয় করার পর আমার মনে হতে লাগলো যেন কোন আপনজন হারিয়েছি। ক্ষণে ক্ষণে মনে হচ্ছে- কেমন আছে গাড়িটি, কোন দুর্ঘটনায় পড়েনি তো! গাড়িটির সাথে বিগত ১৪ বছরের স্মৃতি মনে জাগ্রত হলেই এক ধরনের বেদনা অনুভূত হয়।
বাংলাদেশের প্রেক্ষাপটে আমার ‘জড়বস্তুর প্রতি মায়া’র অনুভূতিটি হাস্যকরই শোনাবে হয়ত। কারণ যে দেশের অভিভাকদের নিকট কিছু দাবি দাওয়া নিয়ে দাঁড়ালেই বুলেটির আঘাতে বুক ঝাঁঝরা করে দেয়া হয় সেখানে আবার জড়বস্তুর প্রতি মায়া!
বিষয়: বিবিধ
১২৬৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজের অনুভূতি শেয়ার করার জন্য আপনাকেও অনেক ধনবাদ আহমদ মুসা ভাই।
এই অখ্যাত ব্লগারের খোঁজ নেয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
অথচ বুড়ো মানুষ এর প্রতিও অনেকের মায়া নাই!!!
(এটি অবশ্য একটা ছায়াছবির ডায়ালগ)
মন্তব্য করতে লগইন করুন