জলসাঘর থেকে বিদায় মান্না দের

লিখেছেন লিখেছেন কুমারেষ ২৪ অক্টোবর, ২০১৩, ০৭:৪২:০২ সন্ধ্যা

মারা গেলেন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী মান্না দে৷ বুধবার রাত ৩টে ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর৷

তিনিই গেয়েছিলেন, জিন্দেগি ক্যায়সি ইয়ে পহেলি....।

জীবন সত্যিই এক ধাঁধাঁ৷ এক সময় যে গান মুখে হাসি ফুটিয়েছে৷ সেই সুরই আজ বড় বেশি করুণ৷ কারণ আজ তা বড় বেশি করে মনে করাচ্ছে তার স্রষ্টার অনুপস্থিতি৷

বুধবার রাত তিনটে পঞ্চাশ৷ এই শহর থেকে আরও অনেক দূরে, শেষ হল মান্না দে-র বর্ণময় সঙ্গীত সফর৷ সঙ্গীতের আকাশ থেকে খসে পড়ল এক অন্যতম উজ্জল নক্ষত্র৷

৫ মাস ধরে বেঙ্গালুরুর হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন মান্না দে৷ ভুগছিলেন ফুসফুস ও মূত্রনালির সংক্রমণে৷ ডায়ালিসিসও চলছিল৷ গতসপ্তাহে অবস্থার অবনতি হয়৷ যেটুকু সামান্য কথাবার্তা বলছিলেন, তা-ও বন্ধ হয়ে যায়৷ বুধবার ভোররাতে হৃদরোগে আক্রন্ত হয়ে মৃত্যু হয়৷

সুরের সঙ্গে মান্না দে-র সম্পর্ক ছিল নাড়ির৷ তাই চূড়ান্ত অসুস্থতায়, শয্যাশায়ী অবস্থাতেও গানের সঙ্গ ছাড়তে পারেননি৷ আইসিইউ-তে থাকলেও রোজ রুটিন করে হুইল চেয়ারে বসে নিজেরই গান শুনতেন৷ এতদিন যে গানে শ্রোতারা জীবনের প্রকাশ খুঁজে পেয়েছে, তা থেকেই বেঁচে থাকার রসদ খুঁজতেন স্বয়ং সেই সুরের কারিগর৷ এমনকী বাকরোধ হলেও, থামেনি গান শোনা৷

দুপুর একটা পঞ্চান্নয় বেঙ্গালুরুতেই মান্না দে-র শেষকৃত্য সম্পন্ন হয়৷ চোখের জলে সুরের সম্রাটকে বিদায় জানাল গোটা দেশ৷ জীবনের জলসাঘরে মান্না দে অমর৷ তাঁর গান থাকবে হৃদয়ে৷ কিন্তু, আসন থেকে যাবে শূন্য৷

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File