বিএনপির সাড়া পেলে আলোচনায় রাজি সরকার

লিখেছেন লিখেছেন কুমারেষ ০১ জানুয়ারি, ২০১৩, ০৮:০৫:১১ রাত

বিএনপির সাড়া পেলে আগামী নির্বাচন নিয়ে সরকার আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

গতকাল সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা জানান।

সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ আলোচনায় রাজি আছে কি না—এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘সাড়া পেলে আনুষ্ঠানিক আলোচনায় বসব। রাজনৈতিক সমাধানের একমাত্র পথ আলোচনা, বিকল্প কোনো পথ নেই। যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা যেন শুরু হয়। যত তাড়াতাড়ি এর সুরাহা হয়, গণতন্ত্র ও জাতির জন্য ততই মঙ্গলজনক।’

আলোচনার জন্য বিরোধী দলকে কবে নাগাদ প্রস্তাব দেওয়া হতে পারে—এই প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘প্রধানমন্ত্রী ইতিমধ্যে আলোচনার জন্য সংসদে দাঁড়িয়ে প্রস্তাব দিয়েছেন, এর চেয়ে বড় আনুষ্ঠানিক প্রস্তাব আর হতে পারে না। তাঁরা আমাদের সঙ্গে কবে যোগাযোগ করবেন, আমরা সেই অপেক্ষায় রয়েছি। আমরা অপেক্ষায় আছি, কোন বিষয়ে আলোচনা করব, কোথায় আলোচনা হবে। এ ছাড়া আলোচনা যে চলছে না, তা-ও কিন্তু নয়। আলোচনা রাজনীতির একটি চলমান প্রক্রিয়া। রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের সব সময় কথা হয়, শুধু আনুষ্ঠানিকভাবে বসা হয়নি। আশা করি, অচিরেই সাড়া পাব, আর সাড়া পেলে আনুষ্ঠানিক আলোচনায় বসব।’

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খানসহ অন্যদের নির্বাচনী ফর্মুলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আকবর আলী খানের কোনো অবদান নেই, তিনি তো রাজনীতি করেননি। বুদ্ধিজীবীদের নিয়েই বুদ্ধিজীবীরা থাকুক।’ তিনি রাজনৈতিক সমস্যার সমাধানে রাজনীতিকদেরই মূল দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাই, কীভাবে রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করা যায়। এখানে আকবর আলি যদি কোনো সহযোগী ভূমিকা পালন করেন, তাহলে তাঁকে অবশ্যই স্বাগত জানাব।’

বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ দেশে পরিণত হয়েছে। আগে বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে তেমন সাড়া পেত না। এখন ঘটনা-দুর্ঘটনা যা-ই ঘটুক না কেন, সেটা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনাম হয়। বিশ্বের গণমাধ্যমগুলোতে বাংলাদেশের গুরুত্ব আরও সুদৃঢ় হচ্ছে বলেও মন্তব্য করেন সৈয়দ আশরাফ।

বিষয়: রাজনীতি

৭৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File