পল্লবী থানার সামনে পুলিশের গুলি, যুবক নিহত

লিখেছেন লিখেছেন কুমারেষ ০১ জানুয়ারি, ২০১৩, ০৩:১০:০২ দুপুর

রাজধানীর পল্লবীতে পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়েছে। তার নাম শাহ আলম (২৫)। পিতা আলী আকবর। বর্তমান ঠিকানা ৭ নম্বর ঝিলপাড় বস্তি, পল্লবী। গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে। গতকাল রাত ৯টার দিকে পল্লবী থানার সামনে এ ঘটনা ঘটে। এ ছাড়া রাত ১০টার দিকে কদমতলীতে নিজ বাসার সামনে গুলিতে নিহত হন ইসমাইল হোসেন (৬০)।পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজ ও এসআই এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টায় পল্লবী থানার পল্লবী প্লাজার সামনে অভিযান চালাতে গেলে তিন সন্ত্রাসী আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আমরাও পাল্টা গুলি ছুড়লে শাহ আলমের বাম বুকে ও পায়ে লাগে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। রাত সোয়া ১০টায় কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File