চুরি করা অপরাধ নয় কিন্তু চুরি ফাঁস করা অপরাধ??
লিখেছেন লিখেছেন বিন রফিক ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১৮:৩২ রাত
চুরি ফাঁস করে দেবার অপরাধ একের পর এক করে চলছেন জনাব মাহমুদুর রহমান। বহুল আলোচিত স্কাইপি কেলেঙ্কারি ফাঁসের পর এবার উগ্র নাস্তিকতার মুখোশ উন্মোচন করায় ২৪ ঘন্টার মধ্যে তাঁর গ্রেফতার দাবী করেছে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্ববায়ক ইমরান এইচ সরকার।
তার মানে মানুষ ইচেছমতো আরেক জনের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে কিন্তু কেউ তার প্রতিবাদ করতে পারবে না!!!
তাদের কেউ কেউ আবার দাবী করে আমার দেশে প্রকাশিত এসব খবর মিথ্যা। আর কেউ না জানুক আমরা ব্লগাররা তো জানি নাস্তিকদের মনন কেমন। তারা কেমন কুরুচিপূর্ণ মন্তব্যও ও পোস্ট দিতে পারে। তাছাড়া রয়েছে স্ক্রীনশট।
এরা আবার মুখে গণতন্ত্রের কথাও বলে। কিন্তু আবার হেুমকি দেয় “শাহবাগ থেকে কারওয়ান বাজার বেশি দূরে নয়। সরকার মাহমুদুর রহমানকে গ্রেফতার না করলে আগামীকাল (শনিবার) আমার দেশ কার্যালয় গুড়িয়ে দেয়া হবে।”Click this link
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন