হাতে পেলাম ‘স্বপ্ন দিয়ে বোনা’। খুব ভাল লাগছে।

লিখেছেন লিখেছেন বিন রফিক ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৪২:৪৬ সন্ধ্যা



আজ বিকেলে হাতে পেলাম ১২১ জন ব্লগারের পোস্ট সংকলন ‘স্বপ্ন দিয়ে বোনা’। যদিও সবচেয়ে সুস্হধারার ব্লগটি এখন বাকশালীরা বন্ধ করে রেখেছে। বইটিতে আমার লেখাটি হল বাংলাদেশে পূঁজার ছুটি আছে, আমেরিকা ইউরোপে ঈদের ছুটে নেই কেন?

সোনারবাংলাদেশ ব্লগে লিখতাম সত্যাবলম্বী নামে। বইয়েও লেখাটি এই নামেই প্রকাশিত হয়েছে।

বইয়ে আমার লেখা স্হান পওেয়ায় এর সাথে সংশ্লিষ্ট সবাইকে বিশেষ করে প্রকাশনা প্যানেল ও এসবির সকল ব্লগার ও মডারেটরদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বইটি সত্যিই সুন্দর হয়েছে। এতে রয়েছে দারুণ সব গঠনমূলক লেখা ও মন্তব্য।

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File