মানব রচিত আইনের দুর্বলতা; উরুগুয়েতে গাঁজা সেবন বৈধ করে আইন

লিখেছেন লিখেছেন বিন রফিক ০৬ জানুয়ারি, ২০১৪, ১১:১১:২৯ রাত

খবরঃ বিশ্বের প্রথম দেশ হিসেবে গাঁজা চাষ, বিক্রি ও সেবন বৈধ করে একটি আইন পাস করেছে উরুগুয়ের বামপন্থী প্রেসিডেন্ট হোসে মুজিসা সরকার। [১], [২]

মানব রচিত আইন কখনোই মানবের কল্যাণ সাধন করতে পারে না তা আবারো প্রমাণ হলো এই আইনটি পাশের মাধ্যমে। মূলত, যেকোন যন্ত্র বা ডিভাইস চালানোর জন্য নির্মাতার প্রদত্ত নির্দেশিকাই যথার্থ। আর মানুষ হলো পৃথিবীর সবচেয়ে জটিল যন্ত্র। তাই মানুষের সঠিক ও স্বাভাবিক জীবন পরিচালনার জন্যেও প্রয়োজন স্রষ্টার দেয়া বিধান সবক্ষেত্রে মেনে চলা। মানব রচিত আইন একই সাথে আত্মঘাতী, স্বার্থপরতা ও হিংসার বহিপ্রকাশ, অপূর্নাংগ ও ভারসাম্যহীন।

মানুষ স্বেচ্ছাচারিতা ও সাময়িক আনন্দের লোভে একটি ক্ষতিকর মাদককে বৈধ করে নিল। কারণ মানুষ নিজেই অনেক সময় বোঝে না কিসে তার কল্যাণ।

চলুন দেখি গাঁজার ক্ষতিকর প্রভাব কী কী

http://www.alomoy.com/2014/01/marij-uruguay.html

গাঁজার (marijuana) ক্ষতিকর প্রভাবঃগাঁজার তাৎক্ষনিক প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে দ্রুত হৃদস্পন্দন (rapid heart beat), আতংক, উদ্বেগ সৃষ্টি, বোধহীনতা (disorientation), শারিরীক সমন্বয়ের অক্ষমতা। আর অনেক সময়ই এর পরপরই দেখা দেয় বিষাদগ্রস্থতা ও ঘুম ঘুম ভাব। [৩] টোবাকোর ধোঁয়ার চেয়ে গাঁজার ধোঁয়ায় ক্যান্সার-সৃষ্টিকারী উপাদান ৭০-৮০% বেশি থাকে।

গাঁজার দীর্ঘমেয়াদী (marijuana) ক্ষতিকর প্রভাবঃ

১. সর্দি, ব্রঙ্কাইটিস ইত্যাদি সাধারণ রোগের প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া।

২. সামগ্রিক রোগ-প্রতিরোধ ক্ষমতা বাধাওগ্রস্থ হওয়া।

৩. শারিরীক বৃদ্ধি বাধাগ্রস্থ হওয়া।

৪. দেহে অগঠিত কোষের সংখ্যা বৃদ্ধি

৫. পুরুষদের যৌন হরমোন কমে যাওয়া।

৬. ফুসফুস তন্তুর ক্ষয় ও ব্রেনের ক্ষতের স্থায়িত্বতা

৭. যৌন ক্ষমতা হ্রাস

৮. পড়াশোনায় অসুবিধা বিশেষ করে স্মরণ শক্তি কমে যাওয়া।

৯. অলসতা, নিদ্রালু ভাব ও কাজের প্রতি অনীহা তোইরী

১০. মেজাজ ও ব্যক্তিত্বের পরিবর্তন

১১. কোনকিছু বোঝার ক্ষমতা লোপ [৩]

এছাড়াও অ্যালকোহলের মত ক্ষতিকর পানীয় বেশীরভাগ অমুসলিম দেশেই বৈধ। ১৯১৯ থেকে ১৯৩৩ পর্যন্ত আমেরিকায় মদ নিষিদ্ধ ছিল। পরে গণ-বিক্ষোভের মুখে ১৯৩৩ সালে ১৮তম সংশোধনীর মাধ্যমে এই ক্ষতিকর পানীয়টিকে বৈধ করে দেওয়া হয়! [৪]

পৃথিবির কোন চিকিৎসা বিজ্ঞানী বলবে না যে গাঁজা বা অ্যালকোহল ক্ষতিকর নয় বরং উপকারি। তবুও মানুষ সাময়িক আনন্দ-বিনোদনের জন্যে এগুলো গ্রহব করছে।

কিন্তু মানুষের স্রষ্টা আল্লাহ জানেন মদ ক্ষতিকর তাই আল্লাহর আইনে এটি নিষিদ্ধ। [সুরা মায়িদা, ৫;৯০]

আর মানুষের জীবণ প্রণালী প্রনয়ণের ভার এমন এক সত্ত্বার উপরই পড়া উচিত যিনি স্বার্থপর নন, হিংসুক নন, যিনি মানুষের চারিত্রিক ও আচরণগত সব বৈশিষ্ট্য সম্পর্কে সম্যক অবহিত এবং যিনি একটি আইনের সত্যিকার সুফল ও প্রতিক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন।

সূত্রঃ

১. http://www.bbc.co.uk/news/world-latin-america-25331550

২. http://www.sheershanews.com/2013/12/11/16722

৩. http://www.drugfreeworld.org/drugfacts/marijuana/the-harmful-effects.html

৪. http://en.wikipedia.org/wiki/Alcohol_law#Outright_prohibition_of_alcohol

বিষয়: বিবিধ

১৪২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File