বহুরুপী গিরগিটির রুপবদলের কাহিনী; ছবি ও তথ্য

লিখেছেন লিখেছেন বিন রফিক ১৩ আগস্ট, ২০১৩, ১২:৪১:১৭ রাত



বহুরুপী (রূপ বদলে সক্ষম) গিরগিটি (Chameleons) বিভিন্নভাবে নিজেদের ছদ্মবেশ (camouflage) ধারণ করে। তন্মেধ্যে সবচে’ বিখ্যাত প্রক্রিয়া হলো, ত্বকের রং এবং নকশা পাল্টানোর মাধ্যমে ছদ্মবেশ ধারণ। বেশিরভাগ বহুরূপী গিরগিটিই তাদের রং বদলাতে পারে আর তারা এটা করে থাকে তাদের রন্জকধারণকারী (pigment-containing) কোষগুলোর সংকোচন ও প্রসারণের মাধ্যমে। তারা রং পাল্টিয়ে পরিবেশের ব্যাকগ্রাউন্ডের সাথে মিল তৈরি পরিবেশের সাথে মিশে যেতে পারে। তাদের শরীরের আকৃতি ও চলাচলের প্রক্রিয়াও তাদেরকে এ কাজে সহায়তা করে।

তাদের ধনুকাকৃতির পিঠ পাতার মত অবয়ব তৈরি করে আর ধীর-গতির কারণে শিকারী-প্রাণী তাদেরকে সনাক্ত করতে গিয়ে হয় বিভ্রান্ত। কোন কোনটি আবার নিজেদের পাতার মত করে দেখাবার জন্যে বাতাসের সাথে সাথে দোল খায়।

এবার দেখা যাক কিছু ছবি-



আরো ছবি ও এ ধরণের পোস্ট দেখতে ক্লিক করুন scinfo.alomoy.com

বিষয়: বিবিধ

১৫৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File