বছরের শুরুতেই ভারতের উপহার দুই হত্যা। আমাদের কি সার্বভৌমত্ব ক্ষুন্ন নয়?
লিখেছেন লিখেছেন বিন রফিক ০১ জানুয়ারি, ২০১৩, ০২:১১:১৩ দুপুর
বছরের শুরুতেই ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সামীন্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক ও মোলানী সীমান্তে মঙ্গলবার ভোরে বিএসএফ’র গুলিতে ওই দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
নিহতরা হলেন মুক্তার আলম (২৮) ও তরিকুল ইসলাম (২৮)। আহতরা হলেন নুরুল ইসলাম (৩২), আমজাদ (২৫), সামাদ (২৯) ও রাজু (২৩)। এদের মধ্যে রাজু মোলানী সীমান্তের ।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে বাংলাদেশী গরু ব্যবসায়ীরা সীমান্তের কাছে গেলে বুজরুক সীমান্তের ৩৬১/৪ এস এলাকায় ভারতের বররা বিএসএফ তাদের ওপর গুলি চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নুরুল ইসলাম এখন ভারতে রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে মোলানী সীমান্তের ৩৬৬ মেইন পিলার এলাকায় রাজু আহত হন।
দিনাজপুর-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অপস অফিসার মেজর মোন্তাছির মামুন সিদ্দিক নতুন বার্তার কাছে নিহত ও আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে দুপুরের মধ্যে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
উল্লেখ্য, বিদায়ী বছর ২০১২ সালে বিএসএফ’র গুলি ও নির্যাতনে ৩৫ বাংলাদেশী নিহত হয়েছেন।
উৎসঃ নতুনবার্তা
বিষয়: রাজনীতি
১০৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন