হায়রে বাংলাদেশ! আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু বঞ্চনা থেকে মুক্তি পাইনি।

লিখেছেন লিখেছেন রেজাউল ইসলাম ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ১০:১৩:০৭ রাত

সিলেট বিভাগের সীমান্তে পাংতুমাই। ওপারে মেঘালয়ের গা ছুঁয়ে মাইলব্যাপী বিস্তৃত কালো পাথুরে পাহাড়। জৈন্তাপুর দিয়ে পাংতুমাই যেতে দূর থেকে দিগন্তের সীমান্তে চোখে পড়ে এই পাহাড়। সবুজ গাছপালা দিয়ে ঢাকা। মাঝে মাঝে পাহাড়ের উপর থেকে দুগ্ধস্রতধারার মত নেমে আসা ২০/২২ টি জলপ্রপাত দূর থেকে পর্যটকদের মন কেড়ে নেয়।দৃষ্টিনন্দন এসব জলপ্রপাতের কাছে যাওয়া নিষেধ, কারন বিএসএফের কড়া নিরাপত্তা।







শুধুমাত্র পাংতুমাই জলপ্রপাতের কাছে যাওয়ার রাস্তা আছে। আমরা সেখানে যেয়ে প্রতিকৃতির অকৃত্রিম দান এই জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করি। ধীরেধীরে পরিচিতি পেয়ে পর্যটকরা এখানে ভিড় জমাচ্ছেন। যতদূর কাছে ভেড়া যায়, মনের ডানা মেলে উড়তে চাইলাম আমি। এরপর জলপ্রপাতের স্বচ্ছ পানিতে নেমে আরও প্রানবন্ত হয়ে উঠলাম। দলের সবাইকে নিয়ে উদ্যমী স্নান, আর প্রান ভরে খেয়ে নিলাম প্রকৃতির এই অকৃত্রিম দান। আমার নিকন পি ১০০ ক্যামেরায় বন্দী করে ফেললাম এই স্মরণীয় মুহূর্তগুলো।





একটি বাথা বুকের মধ্যে ডুকরে কেঁদে উঠল। প্রকৃতির এই সেরা দানের সবটুকু ভারত সরকার নিজেদের গণ্ডীর মধ্যে নিয়েছে। হায়রে বাংলাদেশ! আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু , শোষণ, বঞ্চনা থেকে মুক্তি পাইনি।

বিষয়: বিবিধ

২৮২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File