গুগলের ভয়ঙ্কর নোংরামি!!
লিখেছেন লিখেছেন রেজাউল ইসলাম ২৪ জুলাই, ২০১৩, ০৭:৩৯:১৪ সন্ধ্যা
কি শেখাতে চায় এদেশে গুগল? এটি একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন। কিন্তু এর সুযোগ নিয়ে অগনিত গুগল অনুসন্ধান প্রিয় মানুষের সামনে এরা বিকৃত রুচি ও ঘৃণিত কাজকে উৎসাহিত করছে। এদেশের তরুন প্রজন্মের মাঝে এই রুচি ছড়িয়ে পড়লে যা হবে, তা ভাবতেও গা শিউরে ওঠে। উফহ!! ঘটনার প্রমানে আপনি গুগল গিয়ে “মা” লিখে সার্চ দিন, দেখুন কি ভয়ঙ্কর বিষয় আপনার সামনে তুলে ধরে তারা। আমরা এর ঘৃণা মিশ্রিত প্রতিবাদ জানাচ্ছি এবং তা অবিলম্বে মুছে ফেলার আবেদন জানাচ্ছি।
একটা প্রচলিত প্রবাদ আছে “পাপের প্রচারের ফলে মানুষের মাঝে পাপের প্রবনতা আরও বেড়ে যায়” ইদানিং যৌন হয়রানি বা নিপীড়ন মূলক ঘটনাকে তুলে ধরতে সংবাদ মিডিয়াগুলো ঐ বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরে মুলত সমাজের অপরাধীকে অপরাধের পথ বাতলে দেয়। এ বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে।
বিষয়: বিবিধ
২০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন