শত কোটি টাকার কেরানি http://ww1.mzamin.com/details.php?nid=Mzg3NTY=&ty=MA==&s=MTg=&c=MQ==
লিখেছেন লিখেছেন বলা সহজ ১৬ জানুয়ারি, ২০১৩, ০৩:০০:৫৬ দুপুর
আজকের একটি দৈনিকে দেখলাম এ সংবাদ। অনেক গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে এটি পরে ভালো লাগলো। কারণ আমাদের দেশের সুসন্তানদের পরিচয় এভাবে ডিটেইলস প্রকাশ করে সাংবাদিকদের যে হাত বাঁধা নেই সেটা প্রমাণ করলেন জনাব লায়েকুজ্জামান। ধন্যবাদ তাকে। আমরা আশা করবো স্বাস্থ্য অধিদপ্তরের কেরানী আবজাল হোসেন কিছুক্ষণ এর মধ্যে গ্রেপ্তার হবেন আর তার আশে পাশে দাড়িয়ে আমাদের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসিমুখে ছবি তুলে পাঠাবেন পত্রিকায়। আরো আশা করবো আমাদের কোন না কোন দল আগামীকাল হরতাল এর ডাক দিবেন এরকম একজন দেশপ্রেমিক আবজাল এর নামে মিথ্যা (!) রটনা ছড়ানোর প্রতিবাদে।
ঘটনা যদি সত্যি হয় তাহলে আমরা ধিক্কার জানাই এসব দুর্নীতিবাজদের। আর দাবী করি অতিসত্ত্বর এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। সাথে সাথে ব্যবস্থা নেয়া হোক যারা যথাযথ কর্তৃপক্ষ হওয়া সত্ত্বেও এসব আবজালদের দূর্নীতিতে সহায়তা করে তাদের বিরুদ্ধে।
বিষয়: বিবিধ
১৭৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন