নতুন ব্লগে নতুন ব্লগার
লিখেছেন লিখেছেন মুসলিম ভাই ০১ জানুয়ারি, ২০১৩, ১১:০২:১৬ সকাল
যখন স্কুলে ৯ম-১০ম শ্রেণীতে পড়তাম তখনই প্রথম "ব্লগ" শব্দটি শুনি।তখন ইন্টারনেট এত সহজলভ্য ছিল না,তাই ব্লগ সম্পর্কে আর বেশি কিছু জানা হয় নি।ভার্সিটিতে উঠার পর ওয়াইফাই,মোডেম ইত্যাদির কল্যাণে এখন ইন্টারনেট এখন নিত্যদিনের সঙ্গী।নেটে ফেইসবুক বেশি ব্যাবহার করলেও ব্লগও পড়া হত নিয়মিত।কিন্তু ব্লগের নীতিমালার অপব্যবহার,প্রথম পাতার সুবিধা দিতে গড়িমসি,আলসেমি ইত্যাদি কারণে আর নিজের ব্লগ বাড়ী বানানো হচ্ছিলো না।অবশেষে কয়েক মাস আগে এস বি ব্লগে আইডি বানালাম।আজকে আবু জরির ভাইয়ের ফেবু ওয়ালে এই ব্লগের ঠিকানা পেলাম।এসে দেখি পূর্বপরিচিত অনেক ব্লগার আমার আগেই এসে হাজির।সাথে সাথেই চিন্তা না করে আইডি খুলে ফেললাম।আশা করছি এই ব্লগ থেকে নতুন অনেক কিছু শিখতে পারব।সত্যের পথে অটল থেকে টুডে ব্লগের আগামীর পথচলা নিরাপদ ও শুভ হোক এই কামনা করি।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন