হঠাৎ করে শেখাছিনা এমন সাহসী হয়ে গেল কিভাবে?

লিখেছেন লিখেছেন আজব মানুষ ০৩ নভেম্বর, ২০১৪, ০৭:০৩:৫৮ সন্ধ্যা

একটা বদ্ধমূল ধারনা ছিল, সরবারের বিরুদ্ধে যেন জামাত আন্দোলনে না যেতে পারে, সেজন্য জামাত নেতাদের ফাঁসীর রায় ঝুলিয়ে তাদের সাথে চোর-পুলিশ খেলা খেলবে আ,লীগ। চলছিলও তাই। কিন্তু হঠাৎ করে কি এমন হল যে, এমন একটা অফপিকে সরকার জামাত নেতাদের চূড়ান্ত রায় দেয়া শুর করেছে এবং বাস্তায়নের প্রস্তুতিও নেয়া শুরু করেছে?

মূলত শেখাছিনা আরব আমিরাত থেকে ফেরার পর এমন সিদ্ধান্ত নেয়া শুরু করেছে। এর মহত্ব কী সেটাই বোধ গম্য হচ্ছে না।

তবে আমার কাছে মনে হচ্ছে (১) শেখাছিনা আরব আমিরাত সফর করেছিল এক বুক আশা নিয়ে। কিন্তু দৃশ্যত তার সেই আশায় গুড়েবালি। এমন হতে পারে, সেখানকার আরব নেতারা সরকারকেতো বৈধতা দেয়ইনি, উপরন্তু তাদর বৈধতা ও আরব আমিরাতের শ্রমবাজার উম্মুক্তের শর্ হিসেবে জামাত নেতাদের মুক্তি দাবী করেছিল। কারন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে জামাতের সখ্যতা বেশ রয়েছে।

(২) পৃথিবীতে এমন অনেক নজির রয়েছে যে, ক্ষমতায় কিংবা যুদ্ধে কুলিয়ে উঠতে না পেরে বন্দিদের হত্যা করার মাধ্যমে তারা রণে ভঙ্গ দেয়। বছরকাল যাবত জানুয়ারীর অবৈধতাকে বৈধ না করতে পেরে শখাছিনার জানা হয়ে গেছে আর বেশিদিন টিকা যাবে না। তাই জামাত নেতাদের ফাঁসী দিয়ে জামাতের ওপর থেকে প্রতিশোধ নিচ্ছে!

শেখাছিনা ও আ,লীগের অতীত ইতিহাস দেখলে(বিশেষ করে ২০০৬ সালের ১/১১’র সময়) দেখা যাবে, যে জিনিষ নিজে খেতে পরবে না, তা শেখাছিনা ও তার দল অন্য কাউকে খেতে দেবে না। সে ধর্মানুযায়ী যেহেতু শেখাছিনা ক্ষমতায় থাকতে পারছেনা, সেহুতু অন্যরাও যেন খেতে না পারে সে ব্যবস্থাই তিনি করছেন!

আমি অনেক চিন্তা করে এই ২টাই ভাবতে পেরেছি। জানিনা কতটা বাস্তব!

বিষয়: বিবিধ

২৪৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280864
০৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মনে হয় ঠিক তাই!!
280867
০৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
লজিকাল ভাইছা লিখেছেন : বদ মেজাজি,
280921
০৩ নভেম্বর ২০১৪ রাত ১১:০৮
সাদাচোখে লিখেছেন : Looking through the window of Bangladesh - I must agree with your assumptions.

But if you have had a chance to look through the window of world affairs - you must not drawn down this conclusion. Rather you will consider the following points:

1. The whole world are in the process of subjugation to one single entity - NOT to a government. And all the government of the middle easts are simply the true slaves of that entity for decades. So, they do not have any capacity whatsoever to influence the government of Bangladesh. They even don't have a voice to share other than the instructions from the respective authority of that entity.

2. In order to subjugate the humanity at large - the entity needs an absolute rage, anger, chaos and so on to maximize killings and brutality, dehumanize muslims and ensure a portrayal of beast at the eyes of their ignorant, biased, brainless masses whenever they heard the word Muslim.

3. The entity tried hard and fast to destabilize the country using BNP and its alliance thinking it is more stronger and capable to counter the government i.e. destabilize the country - but failed measurable. So, it is now trying hard to bring out the rage of Jamat and Shibir activists to fight back to the government in a way so that the country itself become unstable like a sinking ship. And under that process the entity will open up another front of self inflicted killing spree like ISIS in east reducing the population of Bangladesh to merely half or quarter.

The entity has a plan and is executing it as per the wish of Allah SW. We ought to keep that in mind and surely need to resist as much as we can. In addition what we must need to think and think wisely enough - how to end up this senseless Awami slaughtering of innocent leadership of Islam.
280983
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৪:৪১
কাহাফ লিখেছেন :
আপনার ভাবনা যে বাস্তবতার অনেক দূরে নয় তা বলা যায় নিঃসংকোচে! হয়তো এ কারণেই বিদ্যমান কার্যকলাপ!!
Thumbs Up Thumbs Up Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File