নীড়ে ফেরার ব্যাকুলতা

লিখেছেন লিখেছেন আজব মানুষ ২১ জানুয়ারি, ২০১৩, ০৯:৫৮:০৫ রাত

সন্ধ্যা নেমে এল শহরের রাস্তায় / ব্যস্ত মানুষগুলো গাড়ি কিংবা রিক্সায়

সবাই যখন বাড়ি ফিরে চলে / আমার তো কেউ নেই আমি যাব কার কাছে


আইল্যান্ডের প্রান্ত ছুঁইয়ে হাটছি, আমি মনের ভেতর হাহাকার।

মনের ব্যকুলতা ব্যক্ত করার কে আছে আমার? যার কাছে সব খুলে বলা যায়?? তিনি কোন বিশ্বস্ত???

তিমির তমাসায় রূপ নিচ্ছে। আমি হাটছি....

হঠাৎ আকাশ-বাতাস প্রকম্পিত করে এ কি ধ্বনিত হচ্ছে?? আমার মনের ভেতর আনচান করে উঠল কেন হঠাৎ ? আমার এই ব্যকুলতা হচ্ছে কেন? আরো তো শুনেছি সেই সুর!

কিন্তু আজ কেন আযানের সুর আমার মনকে আনচান করে দিচ্ছে? কিসের নেশায় যেন ঢুকে পড়লাম আমি মসজিদে। কে যেন আমাকে নিয়ে আসল পরম স্নিগ্ধ এই আঙ্গিনায়......

আহ্ আজ আমাকে আমার কাছেই সম্পূর্ণ নূতন রূপে মনে হচ্ছে, যার জন্য আমার মন এত্ত ব্যকুল। তাকে আজ আমি পেয়েছি। বলব !!! আমি আমার সকল কথা তার কাছে খুলে বলব, হালকা করব আমার মনের ব্যকুলতা। হ্যাঁ তিনি আর কেউ নয়, তিনি আমার স্রষ্টা মহান আল্লাহ তায়ালা



ক দিন আগে ফেবুতে যখন এই ছবিটি দেখলাম, তখন থেকে কেন জানি আমার হৃদয় তোলপাড় হচ্ছে।

বিষয়: বিবিধ

২২০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File