চ্যানেল ২৪: নাটকের মর্ডানাইজ (শিল্প !) দৃশ্য। আমার ৩ মিনিট দর্শন এর পর আমার দর্শন।
লিখেছেন লিখেছেন আড়িয়াল খাঁ নদীর মাঝি ০৯ জানুয়ারি, ২০১৩, ১০:২৮:৩৪ সকাল
নাটকের নামটি বলতে পারবো না তবে দৃশ্যেপট নিম্মরুপ:
একটি সতের আটারো বয়সের মেয়ে ঘরের মধ্যে টাইট একটি টাইস পড়ে আছে, এটি এতোটাই টাইট ছিল যে তার থোরার মাপ, হাটুর মাপ, রানের মাপ, পাছার মাপ, শরীরের প্রতিটি ভাজ আন্দাজ করা যাচ্ছিল শুধু তাই না যে ব্যপারটা লক্ষ্য করার মতো সেটা হলো দু-রানের মাঝের যে অন্ধকার গলি (শিল্প !) তাও যেন দেখানোর চেষ্টা করা হচ্ছিল আর উপরে পড়া ছিল একটি টাইট গেন্জি যেটা সে কিছুক্ষন পর পর নিচের দিকে টেনে তার অন্ধকার গলি (শিল্প !) ঢাকাবার ব্যর্থ চেষ্টা করছিল।
ঠিক সেই মুহুর্তে একটি বড় মেয়ে রুমে প্রবেশ করলো যে ছিল সাধারণ কামিজ পড়ুয়া এসেই সে ঐ ছোট মেয়েকে প্রশ্ন করলো এই তুই নাকি ডেট করছিস ?
মেয়েটির উত্তর ছিল আরে আপু তুমি খুব আউট ডেটেট হয়ে গেছ।
এর পর ঐ আপু আবার প্রশ্ন করলো কি ছেলেটার সাথে ফিক্স হয়ে গেছে নাকি ?
আরে না আপু এটাতো হচ্ছে ট্রায়াল হা হা হা।
আর বলোনা ফেসবুকে এক আর্কিটেক্ট এর সাথে পরিচয় হয়েছে তাকে আমার খুব ভালো লেগেছে।
তখন আপু বললো আর্কিটেক্ট তার মানেতো বয়স অনেক বেশী হবার কথা।
আ! আপু তুমি আসলেই আউট ডেটেট ! ভালোবাসার আবার বয়স আছে নাকি।
আমার তিন মিনিটের দর্শনের এই হচ্ছে নাটকের দৃশ্য হয়তো একটু মিসিং থাকতে পারে।
আমি এই তিন মিনিট এতো ধৈয্য ধরে কি জন্য দেখেছি জানেন ? নাটকে যে অন্ধকার গলির আকর্ষনিয় স্থান (শিল্প !) দেখানোর চেষ্টা করা হয়েছে তার আকর্ষনেই ! এ আমার সরল স্বীকারোক্তি!
আমি বিবাহিত লোক, এই দৃশ্যে দেখার পর আমার যা ইচ্ছে করছিল তাতো আমার জীবনসঙ্গি সাথেই পুরণ করতে পারবো কিন্তু যেই তরুন ছেলেরা এখনও অবিবাহিত তাদের কি অবস্থা হবে ?
তাদের কি ইচ্ছা শক্তি নেই ? তাদের মনে কি কামনা জাগবে না ? অবশ্যই জাগবে এবং এই যৌন সুরসুরি দৃশ্যের কারনেই এতো ধর্ষণ, এতো ধর্ষণ এবং এতো ইভটিজিং এর ঘটনা।
এই অঘটনের জন্য দায়ি কে হবে যে নাটক তৈরী করেছে তারা, নাকি যারা অভিনয় করেছে তারা , নাকি যারা সেন্সর করে তারা নাকি যারা এগুলো দেখে তারা ?
বিষয়: বিবিধ
১৪০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন