"টাইগাররা পাকিস্তানে যাচ্ছে না" যথার্থই কি টাইগারের পরিচয় হলো?
লিখেছেন লিখেছেন আড়িয়াল খাঁ নদীর মাঝি ০১ জানুয়ারি, ২০১৩, ১১:০৫:২৮ সকাল
এক বার দু-বার নয় তিন তিন বার ওয়াদা ভঙ্গ করে বাংলাদেশ কিভাবে মাথা উচু করে দাড়াবে ? ওয়াদা হয়তো করেছে তৎকালীন সভাপতি কিন্তু এর দায় ভার নিতে হচ্ছে আমার বাংলাদেশকে আমার বাংলাদেশের মানুষের।
এখনতো ওরা আমাদের ভীতুর ডিম ভাববে না কেন যেখানে তৎকালীন সভাপতি পাকিস্তান সফরে যেয়ে নিরাপত্তার ব্যপারে সন্তোষ প্রকাশ করেছিল।
আরে বাপ বাংলাদেশকে যদি খেলতে নাই পাঠাবি তাহলে বার বার ওয়াদা করে তা ভঙ্গ করিছ কেন তাও আবার লিখিত ওয়াদা।
বিষয়: বিবিধ
১১৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন