অশুভ শক্তির মুর্তি কাধের উপর রেখে কি অশুভ দুর করা সম্ভব ?
লিখেছেন লিখেছেন আড়িয়াল খাঁ নদীর মাঝি ১৪ এপ্রিল, ২০১৩, ০৫:৫৯:৫৮ বিকাল
দিন দিন আমাদের বাংলাদেশী বাংঙ্গালীদের রুচী-বোধ বিকৃতির দিকে যাচ্ছে। যেই অশুভ শক্তি গুলো আমাদের দৈনন্দিন জীবনে শুধু বিপদই ডেকে আনে সেই গুলোকে দুর করার জন্য ওদেরই কাধে তুলে শোভা যাত্রা বের করছি। বলেনতো এতে এই অশুভ শক্তিগুলো কি খুশি হবে নাকি বেজার হবে। আবার দেখেন আমরা মাঝে মাঝে মাদকবিরোধী কনসার্ট করি কিভাবে ? আড়ালে মদ,গাজা, হাতে সিগারেট, মুখে ইয়াবা ইত্যাদি নিয়ে ।এবাবে সম্ভব মাদক দুর করা সমাজ থেকে। আমারা আবার ধর্ষণ-ইভটিজিং, অশ্লিলতাও দুর করতে চাই কিভাবে ? হট হট কাপড় পরে নাচ-গান গেয়ে। এভাবে কি সম্ভব অশ্লিলতা দুর করা। এখনতো অশ্লিলতার সংঙাই পরিবর্তন হয়ে গেছে। আমরা সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ করি আর বাচ্চা শিখাচ্ছি কি ? ধর ধর এরে ধর, ধইরা ধইরা জবাই কর! কখননা যারা শিখাচ্ছে তাদেরই ধইরা জবাই শুরু করে আর বলে আমাদের জবাই করা শিখাচ্ছিস নে তোদের উপরই প্রথম ট্রেনিংটা সেরে নেই। আমরা কখন থেকে সংশোধন হবো আর ?
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন