বন্ধুত্বের রকমফের

লিখেছেন লিখেছেন অন্যনয়ন ০১ জানুয়ারি, ২০১৩, ০৯:২৯:৩৯ সকাল

আমার জীবনে আমি বহুধরনের মানুষের সঙ্গ পেয়েছি। প্রথম দেখাতেই ব্যাক্তি সম্পর্কে আমার পর্যবেক্ষনের উপসংহারটা সবশেষে এসে খুব কমই হের ফের হয়েছে। তারপরেও প্রথম শাক্ষাতের পর্যবেক্ষনের উপর ভিত্তিকরে কাউকে আমি মুল্যায়ন করতে নারাজ। কারন এতে হয়তো অন্তত শতকরা একজনের যে ফসকে যাওয়ার নিশ্চিত সম্ভাবনা থাকে সেই সম্ভ্যাব্য ব্যাক্তিটিই আমার পরম আকাংখিত মাটির গড়া বন্ধু হতে পারতো, যাকে আমি প্রথম শাক্ষাতের পর্যবেক্ষনের উপর ভিত্তিকরে মাইনাস করে ফেলেছি। আর একজন ব্যাক্তির জীবনে বন্ধুর মতো বন্ধু একজন হলেই যথেষ্ঠ।

আমাদের জীবনে এমন ঘটনা প্রায়ই ঘটে যে, এমন কেউ একজনের সাথে আমরা নিত্য ওঠা-বসা করি, সব কিছু শেয়ার করি কিন্তু আদতে সেই ব্যাক্তিটি আমাদের বন্ধুও নন এবং শুভাকাংখীও নন। শুধু তাই নয়, আমাদের পশ্চাতে সে ঠিকই আমাদের চৌদ্দগোষ্ঠি উদ্ধার করে থাকেন। কিন্তু সামনে এলে সে এমন আগ্রহ এ আন্তরিকতা প্রদর্শন করেন যাতে মনে হয় কাছের মানুষ বলতে সেই আছে। ব্যপারটা কিন্তু এখানেই শেষ নয় বরং ঐ ব্যাক্তির এহেন মানষিকতা সম্পর্কে সম্পুর্ন অবগত হওয়ার পরেও আমাদের স্বাভাবিক সম্পর্ক বজায় থাকে। এমনটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। তবে এদের কারনে আসল বন্ধুকে প্রয়ায়শই দূরে ঠেলে দেয়া হয়। তবে চিনে রাখার জন্য এমন লোকগুলোর কিছু বৈশিষ্ট তুলে ধরা যেতে পারে।

১। এরা কথাবার্তায় বেশ গোছালো হয়

২। চট করে কোন ইস্যু এলে এরা জটিল সব ভাবনার প্রকাশ ঘটায়

৩। একটি সিম্পল বিষয়কে এরা বিভিন্ন আঙ্গিকে জড়িয়ে পেঁচিয়ে জটিল করে ফেলে

৪। এদের কনভেন্সিং পাওয়ার ভালো থাকে

৫। অন্যকে নিয়ে গুটি খেলার ঝোক প্রবল ভাবে থাকে

৬। এরা বন্ধু মহলের মতো ছোট পরিসরে এসেও একটা ক্লাস মেন্টেইনের প্রচলন সৃষ্টি করে

৭। এরা আপনাকে অন্যের ব্যপারে এমন ভাবে গীবত করবে যে আপনি পরবর্তীতে ঐ ব্যাক্তির সাথে কথা বলার রুচী হারিয়ে ফেলবেন কিন্তু ঐ ব্যাক্তির সাথে এধরনের লোকদের সম্পর্ক কোন সময় খারাপ হয় না।

৯। এরা সামনে এসে কোন কাজ করে না বরং অন্যকে সামনে রেখে পেছন থেকে কাজ করিয়ে নেয়

১০। এদের লিডারশীপ কোয়ালিটি হল এরা দূরে থেকে নির্দেশনা দিয়ে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় কিন্তু নিজে গতর খাটাতে চায় না

১১। এরা চার পাশের সবাইকে আন্ডার এষ্টিমেট করে তবে সেটা তাদের খুব কাছাকাছি না যেতে পারলে বুঝা যায় না।

১২। এরা ছোট একটা কারনে আপনাকে খুব ভালো চোখে দেখবে আবার নগন্য একটা ছূতো পেলেই আপনাকে চরম ঘৃনা করবে।

১৩। এরা খুব ক্লোজড ফ্রেন্ডের সাথেও "ডিপ্লোম্যাসি" প্লে করে

১৪। এরা আদতে কাউকেই সম্পুর্নভাবে বন্ধু হিসেবে গ্রহন করে না তবে এমন ভান করে যেন সকলেই তার আপন জন।

এরকম লোকের দেখা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনার চোখে তার বৈশিষ্ট গুলো লিখে দিতে পারেন... আজ এপর্যন্তই

বিষয়: বিবিধ

১০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File