'পূর্ব বঙ্গ ও আসাম' প্রদেশ এবং পাকিস্তান আন্দোলন: ০৫

লিখেছেন লিখেছেন বিজয় ১১ জুন, ২০১৩, ১২:১৯:৫৪ রাত

না, আমরা পারলাম না, দর কষাকষিতে হেরে গেলাম. সীমান্ত বন্টনে ভারতই লাভবান হলো. আমরা আশা করেছিলাম ১৯০৫ সালের বঙ্গ ভঙ্গের সীমানা অনুযায়ী আমরা পূর্ব বঙ্গ ও আসাম পাব যেহেত এই দুটি অঞ্চল মিলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল, পাশাপাশি আমরা কলকাতা ও দাবি করেছিলাম যেহেতু রাজধানী করার মত এই অঞ্চলে আর তেমন কোনো শহর ছিলনা. কিন্তু তারা কলকাতা দিতে চাইল না, পরবর্তিতে কলকাতাকে ৫০-৫০ ভাগাভাগির প্রস্তাব দেয়া হলো তাতেও কাজ হলো না.

তারা আমাদেরকে আসাম দিতে চাইল না, অনেক সংগ্রাম করে আসাম থেকে সিলেট অঞ্চলটাকে নেয়া হলো, সেখানে গণভোটের আয়োজন করা হলো, সিলেটের ইসলামীপ্রিয় মানুষ পূর্ব পাকিস্তানের সাথে আসার পক্ষে ভোট দিল, তাতে করে আমরা আসামের কিছু অংশ পেলাম. আসাম চা, খনিজ এবং বনজ সম্পদে সমৃদ্ধ একটি এলাকা, এছাড়া বিভিন্ন ধরনের মশলার দিক থেকেও সমৃদ্ধ, সে কারণে তারা আসাম দিতে চায় নাই, এখনো আসামে ৩৬% মানুষ মুসলমান.

দীর্ঘদিনের মুসলিম শাসনের রাজধানী মুর্শিদাবাদ ও আমাদেরকে দিল না, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং আম উত্পাদনের জন্য বিখ্যাত মালদাহ জেলা আমাদেরকে দেয়া হলো না, অনেক কষ্ট করে মালদাহ জেলার একটি থানা আমরা পেলাম যেটি হচ্ছে চাপাইনবাবগঞ্জ. চাপাইনবাবগঞ্জের কারণে বাংলাদেশের মানুষ আজো মজার মজার আম খেতে পারে, যদি পুরা মালদাহ জেলা পাওয়া যেত তাহলে তো কথাই ছিল না. তারা আমাদেরকে প্রথমে খুলনা দিতে চায়নি, পরে খুলনার মুসলিম লীগ নেতা খানে সবুরের প্রচেষ্টায় খুলনা বাংলাদেশের অংশ হলো. মূলত তারা আমাদেরকে ভালো এলাকাগুলি দিতে চায়নি. আপনারা যদি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান দেখবেন কত আকাবাকা, অথচ অন্য দেশের মানচিত্র যদি দেখেন দেখবেন রেখাগুলি অনেকটা সোজাসোজি.

একেতো আমাদের এলাকাটিকে যতটুকু সম্ভব সংকুচিত করে দেয়া হয়েছে, তারপর ছিল না বড় কোনো শহর, বন্দর, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান একমাত্র ছোট আকারের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া. এছাড়া ব্রিটিশ সেনাবাহিতে এক তৃতীয়াংশ ছিল পাকিস্তানের পাঠান এবং পাঞ্জাবি মুসলমান, বাদবাকিরা ছিল ভারতের অনন্য অঞ্চলের, আর বাঙালি মুসলমানদের মধ্যে সেনাবাহিতে ছিল হাতে গোনা কয়েকজন. সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত এখানে একটি স্বাধীন রাষ্ট্র করার মত অবস্থা ছিল না, না ছিল অবকাঠামোগত অবস্থা, না ছিল নিরাপত্তাজনিত ব্যবস্থা. ফলে সোহরাওর্দির নেতৃত্বে বেঙ্গল মুসলিম এম পি রা আলাদা স্বাধীন রাষ্ট্রের পরিবর্তে পর্শ্চিম পাকিস্তানের সাথে যোগদান করার সিদ্ধান্ত গ্রহণ করে. (চলবে) —

বিষয়: বিবিধ

২২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File