পাকিস্তান / আফগানিস্তান / ভারত নয়, দেশকে মালেশিয়া বানাতে চাই

লিখেছেন লিখেছেন বিজয় ০২ জুন, ২০১৩, ০৬:৫৯:৫৭ সকাল

পাকিস্তানে উগ্রপন্থী কিছু গ্রুপ বোমা বিস্ফোরণ ঘটিয়ে মানুষের জীবন কে অতিষ্ঠ করে তুলেছে, আমরা চাই না বাংলাদেশে এ ধরনের অবস্থা হোক. আবার আমরা চাই না ভারত যেভাবে সেক্যুলার ইজমের কথা বলে মুসলমানদের জীবন বিষিয়ে তুলেছে বাংলাদেশে সেরকম হউক. ভারতের গুজরাট, কাশ্মির, আসাম সহ বিভিন্ন অঞ্চলে মুসলমানরা অনেক বার গণ হত্যার স্বীকার হয়েছে. ইন্ডিয়ান সিভিল সার্ভেন্টদের মধ্যে মুসলমানদের প্রবেশাধিকার এক প্রকার নিষিদ্ধ. ধর্ষণের ঘটনা ভারতে একটি নিত্য নৈমিত্তিক ঘটনা. সতরাং পাকিস্তান কিংবা ভারত কোনটাই আমাদের জন্য অনুকরণীয় হতে পারে না

বাংলাদেশের উচিত মালেশিয়াকে মডেল হিসেবে গ্রহণ করে অগ্রসর হওয়া. মালেশিয়ার রাষ্ট্র ধর্ম ইসলাম যেখানে মুসলমানরা হচ্ছে মোট জনসংখ্যার ৬১%. সাধারণ বিচার ব্যবস্থার পাশাপাশি মুসলমানদের জন্য রয়েছে আলাদা শরিয়া কোর্ট যেখানে সম্পত্তির উত্তরাধিকার, বিবাহ, তালাক, কনভার্ট হওয়া সহ মুসলমানদের ধর্মীয় ইস্যুতে সিদ্ধান্ত দেয়া হয় এবং মুসলমানরা এই সিদ্ধান্ত মানতে বাধ্য. এছাড়াও ইসলামী ব্যাঙ্ক গুলুর জন্য রয়েছে আলাদা সেন্ট্রাল ইসলামী ব্যাঙ্ক, রয়েছে ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয়. ৬১% মুসলমানের দেশে ইসলামকে তারা রাষ্ট্রের আইডেন্টিটি হিসেবে গ্রহণ করেছে, পাশাপাশি অমুসলিমদেরকে তাদের ধর্ম পালনের সম্পূর্ণ সুযোগ সুবিধা দেয়া হয়েছে. ইসলাম কে আইডেন্টিটি হিসেবে গ্রহণ করার কারণে তাদের উন্নয়ন কার্যক্রম থেমে নেই. লক্ষ লক্ষ বাংলাদেশী, ইন্ডিয়ান মালেশিয়াতে চাকুরী করতে যায়. মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সকলে মিলে শান্তিপূর্ণ সহ অবস্থান করছে. অথচ বাংলাদেশে ৯০% মুসলমান হওয়া সত্তেও কিভাবে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়া যায়, কিভাবে নতুন প্রজন্মকে মুসলিম চেতনা থেকে দুরে রাখা যায়, কিভাবে নারী নীতির মাধ্যমে মুসলিম উত্তরাধিকার আইন বাদ দেয়া যায়, কিভাবে আলেম-ওলামাদের কে অপমান করা যায় এই নিয়ে সরকার এবং মিডিয়া একযোগে কাজ করে যাচ্ছে. রাষ্ট্রের উন্নয়ন নিয়ে কোনো মাথা ব্যাথা নাই. সতরাং আমি মনে করি মালেশিয়াকে মডেল হিসেবে গ্রহণ করা উচিত. মেজরিটি মানুষের ধর্ম ইসলামকে দুরে সরানোর চিন্তা বাদ দেয়া উচিত. মুসলিম আইডেন্টিটি ধারণ করে শান্তিপূর্ণ সহঅবস্থান নিশ্চিত করে উন্নয়ন মূলক কাজে মনোযোগ দেয়া উচিত.

বিষয়: বিবিধ

১৩৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File