identity crisis in Bangladesh
লিখেছেন লিখেছেন বিজয় ০২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৩২:৪৭ সকাল
একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমান. সে তাওহিদের কথা বলবে, হালাল-হারাম মেনে চলবে, শিরক করবেনা, মিথ্যা কথা বলবে না, অন্যের সম্পদ মেরে খাবে না, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করবে না. বিশ্বের সকল মুসলমানের প্রতি তার ভাতৃত্ববোধ থাকবে. তবে মুসলিম পরিচয় দিতে গিয়ে তার ভাষার পরিচয় এবং মাতৃভূমির পরিচয় অস্বিকার করার প্রয়োজন নাই. অর্থাত আমাদের দেশের একজন মুসলমান একই সাথে সে মুসলিম, বাংলাদেশী এবং বাঙালি. এই তিনটি পরিচয় একে অপরের সাথে contrdict করে না, বরং একে অপরের পরিপুরক. বাংলদেশের ৯০% মানুষের পরিচয় এই তিনটি: মুসলিম-বাংলাদেশী-বাঙালি. তবে আমাদের মুসলিম পরিচয় যেভাবে হিন্দুদেরকে খাটো করে দেখা নয়, তেমনি আমাদের বাঙালি পরিচয় ও চাকমাদের খাটো করে দেখা নয়; রাষ্ট্রীয় অধিকার ভোগ করার ক্ষেত্রে সকলেই সমান. যদিও জাতীয় আইডেন্টিটির ক্ষেত্রে মেজরিটি মানুষের ধর্ম-সংস্কৃতিই মুখ্য.
বিষয়: বিবিধ
১৪১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন