প্রয়োজনে আইন সংশোধন করে হলেও আল্লামা সাঈদিকে মুক্তি দিতে হবে
লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৩৩:৪০ দুপুর
সবাই জানে মামলা গুলো শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যা মামলা।যে দু'টি অভিযোগে আল্লামা সাঈদীকে ফাসির আদেশ দিয়েছিল সে অভিযোগে তখন মামলা হয়েছে, তদন্ত হয়েছে, রায় হয়েছে, কোন পর্যায়েই সাঈদীর নাম আসে নাই। মীমাংসিত মামলাগুলো পুনরায় চালু করেছে শুধুমমাত্র সাঈদিকে ফাঁসানোর জন্যে। যাদের লোক মারা গেলো টিভির মাধ্যমে কোটি কোটি মানুষকে তারা জানিয়ে দিয়েছে সাঈদী সাহেব কোনভাবেই জড়িত নয়।তাহলে এই মামলা চলেইবা কিভাবে এত বছর রায় তো দুরের কথা। আর রায় যখন দিতেই হবে তাহলে আল্লামা সাঈদীকে বেকসুর খালাস দিলেই তিনি সুবিচার পেতেন। আল্লামা সাঈদী নিরপরাধ। সরকার পক্ষ একটা অভিযোগও প্রমাণ করতে পারে নাই।১৬ কোটি মানুষ যাকে অন্তর থেকে ভালবাসে, তাকে ৫/১০ জন লোকের জিদের বলি কেনো দেয়া হবে।শাহরিয়ার কবিরের মতো স্বঘোষিত নাস্তিকরা ঐ শাহবাগ সৃষ্টি করেছে। শাহবাগের ঐ নাস্তিকদের মেরে তাড়িয়ে দিয়ে আ'লীগ প্রমান করেছিল ঐ নাস্তিকদের সাথে তারা নাই।আসলে আ'লীগ নাস্তিকদের ছাড়লেও নাস্তিকরা আ'লীগকে ছাড়ে নাই।যেমন ছাড়ে নাই ৭১-৭৫ পর্যন্ত।এখন কৌশল পাল্টাইছে,আগে সরকারের বাইরে থেকে আর এখন ভিতরে থেকে ধ্বংস করছে। তারা একেকটা এজেন্ডা শেখ হাসিনাকে ধরিয়ে দিয়ে তাকে বাধ্য করছে তা বাস্তবায়ন করতে।প্রকৃত লীগাররা কোনঠাসা।হয়তোবা কোন এক সময় আ'লীগ স্বীকার করবে তারা পরিস্থিতির স্বীকার ছিলেন। কিন্তু ততক্ষণে দেশ ও জাতির অনেক ক্ষতি হয়ে যাবে। আমি বিশ্বাস করি, আ'লীগের লোকজনও মনে করে সাঈদীর মামলা মিথ্যা। কোটি কোটি জনতা মুক্তির অপেক্ষায় ছিলেন , আমরা আশা করবো আল্লামা সাঈদী বেকসুর খালাস পাবেন। প্রয়োজনে আইন সংশোধন করে হলেও।
বিষয়: বিবিধ
৯২৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন