কুরআন অধ্যয়ন

লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৪৫:৪৫ সকাল

কুরআন অধ্যয়নঃ ﴿أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَا﴾

তারা কি কুরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করে না ? নাকি তাদের অন্তর তালাবদ্ধ ? (মুহাম্মাদ-২৪)

﴿وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ﴾

আমি কুরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি?(কামার-১৭,২২,৩২)

ক) ইসলামী জ্ঞানের মূল উৎস, মূল প্রেরনাশক্তি আল-কুরআন।

খ) শয়তানকে পরাজিত করতে হলে কুরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা দরকার।

গ) জীবন চলার পথ চিনতে কোরআন অধ্যয়ন প্রয়োজন প্রতিদিন অন্তত পাঁচ আয়াত হলেও ।

ঘ) বান্দাহকে প্রতিদিন বারবার জানতে হবে আল্লাহর পছন্দনীয় ও অপছন্দনীয় কাজ কোনটি এবং তার আলোকে জীবন যাপনে অভ্যস্ত হতে হবে।

ঙ) আল্লাহর সাথে সম্পর্কের বিকাশ ও পরিপুষ্টি সাধনের জন্য কুরআন ও হাদীস সরাসরি অধ্যায়ন করা উচিত।

চ) আধুনিক যুগের জনপ্রিয় জাহিলিয়াতসমুহের যে সকল অন্ধকার গলিপথ আমাদের অতিক্রম করতে হবে এবং সাহিত্য-শিল্প জ্ঞানের অস্ত্রে সজ্জিত হয়ে বিপদসংকুল বনপথে যে সকল দস্যু দলের ব্যুহভেদ করে আমাদের অগ্রসর হতে হবে তার পরিপ্রেক্ষিতে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, দ্বীনি শিক্ষা ও জ্ঞানের প্রদীপ হাতে না নিয়ে আত্মবিশ্বাসের সাথে এক ফার্লং পথও অতিক্রম করা সম্ভবপর নয় । (নঈম সিদ্দিকী )

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265240
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখাটি পড়ে ভাল লেগেছে! ধন্যবাদ।
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:২৬
239129
আবদুল কাদের হেলাল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File