৬৯ থেকে ১৪ দীর্ঘ ৪৫ বছরেও আওয়ামী লীগ মানুষ হতে পারলো না।নীচের ছবিতে
লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ০৭ আগস্ট, ২০১৪, ০৪:৫১:২১ বিকাল
৬৯ থেকে ১৪ দীর্ঘ ৪৫ বছরেও আওয়ামী লীগ মানুষ হতে পারলো না।নীচের ছবিতে ৬৯ সালের ১২ আগস্ট তোফায়েল এবং মেননের নেতৃত্ব শহীদ আঃমালেককে হত্যার দৃশ্য। ০৬ সালে হাসিনার সরাসরি নির্দেশে লগি বৈঠার গনহত্যা। ১৪ সালে জীবন্ত মানুষের দেহ থেকে পা কর্তন। ঘটনা পরম্পরায় দেখা যায় আওয়ামী লীগ মনুষত্বের পর্যায়ে উন্নীত না হয়ে পশুত্বের দিকেই নামতে থেকেছে। আল্লাহ তায়ালা বলেছেন সূরা ত্বীন:4 - আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।5 - অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।6 - কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।আল্লাহ সবাইকে নীচ থেকে উঠে এসে তার কাছ থেকে পুরস্কার গ্রহনের যোগ্য বানাক।
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই আমার মনের মন্তব্য করেছে
কিন্তু পৃথিবীতে তারা তিনদলে ভাগ হয়
একদল ভাল, একদল মধ্যম অপর দল খারাপ-- এই খারাপ চরিত্রের লোকগুলো খোজ করে দেখে তারা চিন্তা ভাবনা, এবং চরিত্রের সাথে কোন দলটির মিল আছে- এটা মিলানোর পর তারা আওয়ামীলীগে যোগ দেয়। এই জন্য দেখবেন ভাল মানুষেরা প্রথমে আওয়ামীলীগ করেরেও তারা বেশী দিন আওয়ামীলীগে থাকতে পারেন না, এই যেমন আমি ছাত্র জীবনে ছাত্র লীগ করেছি কিন্তুপরবর্তীতে দেখলাম এ দলে থাকা সম্ভব নয়, কারণ এদের সাথে আমার মিল হচ্ছে না----
মন্তব্য করতে লগইন করুন