পেটে বাচ্চা আছে,আমাকে মাইরেন না।ভাবতে লজ্জা হয় আমরা এত নোংরা সমাজে বাস করি।
লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ০৬ মার্চ, ২০১৪, ০৫:৪৩:৫০ সকাল
পেটে বাচ্চা আছে,আমাকে মাইরেন না।একজন বস্তি বাসির আকুতি! ভাবতে লজ্জা হয় আমরা এত নোংরা সমাজে বাস করি। এই সমাজে অনেক সংস্কার ও সংশোধন প্রয়োজন । কিছু হলেই অমুক করেছে তমুক করেছে বলেই শেষ। সামাজিক সংস্কার ও সংশোধনের জন্যে সবাইকে এগিয়ে আসা দরকার । এটা কারো একার সমস্যা নয় এটা এখন জাতীয় সমস্যা তাই এখুনি উদ্যোগ নেয়া না হলে সমাজে বিপর্যয় নেমে আসবে টর্নেডর চেয়েও ভয়ংকর গতিতে।
বিষয়: বিবিধ
১৪১৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে এখন বেশিরভাগ সাংসারিক কলহ সৃষ্টির মূল কারন হল,স্বামী ঘরে থাকতেও স্ত্রী অন্য পুরুষের সাথে মধুর সুরে কথা বলে।যেটা তার স্বামী সহ্য করতে না পেরে দৈহিক ও মানষিক নির্যাতন করে।রাসূলুল্লাহ সঃ বলেছেন,তুমি তোমার স্বামীর সাথে মিষ্টি কথা বল,এবং অন্য পুরুষদের সাথে যখন কথা বলবে তখন কর্কশ ভাষা ব্যবহার কর।
কিন্তু আমাদের সমাজের নারীদের বেলায় দেখা যায় এর উল্টোটা করতে।
মন্তব্য করতে লগইন করুন