১মে থেকে খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী বলা হবেঃ আবদুল জলিল

লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ৩১ জানুয়ারি, ২০১৪, ০৬:১৮:৩৯ সকাল

বি এন পি তথা ৪ দলীয় জোট ক্ষমতায় গিয়েও আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে ভিতু থাকে আর ক্ষমতায় থাকলে আওয়ামী সন্ত্রাসীদের হাতে চরম ভাবে নির্যাতিত হয়।১০ ট্রাক অস্র আমদানি ছিল আওয়ামী এবং ভারতের যৌথ পরিকল্পনার জঘন্য ষড়যন্ত্রের বিষয়, যা তখন ৪ দলীয় জোটকে ক্ষমতা হতে অস্রের বলে সরানো র সিদ্ধান্ত ।সে সময় আওয়ামী লীগের সম্পাদক আব্দুল জলিল ৩০ শে এপ্রিল ৪ দলীয় সরকারের পতন ঘটানো হবে বলে আলটিমেটাম দিয়েছিল এবং বলেছিল কেউ এই পতন ঠেকাতে পারবেনা।আরো বলেছিল ১মে থেকে খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী বলা হবে। বি এন পি আওয়ামীদের ভয়ে তাদের বিচার না করে উল্টু অন্যায় ভাবে নিজেরাই ফেঁসে গেছে।আওয়ামীদের ১ ইঞ্চি ছাড় দেওয়া মানে মহা বিপদ নিজের জন্যে প্রস্তুত রাখা। এটাই হলো আওয়ামীদের মূল মন্ত্র।

বিষয়: বিবিধ

১১৫২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

170779
৩১ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৫০
জাহিদ গাছবাড়ী লিখেছেন : হ্যা,
আপনি ঠিক বলেছেন।
৩১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৪
124669
আবদুল কাদের হেলাল লিখেছেন : পড়ে মন্তব্যের জন্যে ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File