জীবনের পাতায় পাতায় শুধু!!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ২৮ মার্চ, ২০১৩, ০৬:২১:৫৮ সন্ধ্যা
তোমাকে ভালবাসতে বাসতে কাটিয়ে দিতে চাই আমার জীবন।
সব জীবনেই থাকে অফুরন্ত কষ্ট সাথে থাকে অনাবিল সুখের ছোঁয়া,
তা নিয়েই এজীবনের এইধাপ গুলো অতিক্রম করে সকলে।
সাথে থাকে কিছু আনন্দময় কিছু বেদনাময় স্মৃতি,
কিছু কান্না আর কিছু হাসি
এই নিয়েই আমাদের সবার জীবন পরিধি বাঁধা।
জীবন সূঁতার এই বাঁধনে আমরা সবাই বাঁধা অদৃশ্য বন্ধনে।
এই বন্ধন ছিড়ে যাবার নয়, কখনো যদি ছিড়ে তবে,
বিধাতার ডাকে সাড়া দিতেই ছিড়ে নয়তো আমরন জুড়ে থাকে সবে।
থাকতে হয়, থাকে সবে এভাবেই চলে এসেছে আদি, অন্ত, অসিমের পথ ধরে।
গত হয়ে যাওয়া সব জীবনই যেন আর সবকিছুই যেন
এই পথেই চলে গেছে দুঃখ সুখের হাত ধরে।
জীবনের এই ধারা চলছে চলবে........আমরনের চেতনা ভরে।
তাই বলে কেউ অনিহা প্রকাশ করেনা।
বরং এরই মাঝে বিরাজ করে মহান মহীয়ানের
মহা প্রভুত্বে নির্মিত প্রেম!
যা যুগে যুগে বেড়েই এসেছে কমেনি কখনো।
পৃথিবীর অন্য অন্য সবকিছুর প্রেমই একদিন না একদিন কমতে থাকে
কিন্তু মানব প্রেম সদাই বাড়ে বৈ কমেনা।
এ যেন বিধাতার বিশেষ অনুগ্রহ বৈ কিছুনা।
কেউ কাউকে দেখে না, চেনেনা, জানেনা, চির অচেনা।
অথচ কত প্রেমময় প্রেম দিয়ে পূলকিত হয় দুইজনা।
ভালবাসা কাহাকে বলে? তাহকেই ভালবাসা বলে।
তোমার ব্যথায় যদি আমি না কাঁদি তবে সে ভালবাসা কেমন?
সেটা তো আমার বুঝে আসেনা।
তোমার কষ্ট যদি আমি অনুভব না করি তবে সে কেমন অনুভুতি?
তুমি আর আমি এই নিয়েই তো পৃথিবী, জগৎ,
সংসার এর পরে আরো যা যা আছে..........সব।
এই জীবন তাইতো এত সুন্দর, এত মধুময়,
এত চাওয়া পাওয়ার পূর্ণতায় কাংখিত, মৌহিত,
ভালবাসা আছে বলেই জীবনটাকে উপভোগে লাগে পুলকিত,
কত জীবন গত হয়েছে এরই পেছনে চলে।
বুঝে নাও তবে কিসে ভালবাসা হবে?
ভালবাসা দেখা যায়না তবুও ভালবাসার কাঙাল সবে।
তোমাকে যখন ভালইবাসি
তখন সব কষ্টের আধা আধা ভাগ হবে,
হবে সব সুখের ভাগ,
সব হাসিকে টুকরো করে আধা তোমার আধা আমার
এটাকেই যদি মানতে না পারো
তবে কি করে কাটাবো জীবনের এই বাঁক?
কি করে পাড় হবো সাত নদী তেপাঁক?
কিছুটা ছাড়; দাও আমাকে,
ছাড়; পাবে কিছু আমার থেকে,
জীবন চলতে সহজ হবে, চালাতেও সহজ হবে।
মেনে নাও কিছু আবদার,
পুরা হতে সহায়তা পাবে বদল আবদার।
এই জীবনের বাঁকে আপন করে নিয়েছি তোমাকে,
কোন রাজত্ব, কোন রাজ্যই আর ভুলাতে পারবেনা তোমাকে,
যদিও তোমার কোন রাজ্য রাজত্ব নাই,
আমার তাতে আফছূছও নাই,
শুধু তোমার পাশে থাকতে চাই অনন্তে.... অসীমে.....
ঠাঁই দেবে কি তুমি আমায় সেখানে?
খুব বড় চাওয়া নয় এই আমার!
আবার এই চাওয়াই বিশালাকারে তোমার সামনে আমার থেকে।
ভুল বুঝনা প্লিজ! বুঝতে চেষ্টা করো আমার মনকে
বুঝতে চেষ্টা করো আমাকে,
দেখবে পৃথিবীর সবকিছুই তখন সুন্দরে গাঁথা মালা হবে তোমার জন্য
আমিও তাই করবো যেন আমার জন্যও থাকে
তোমার তরফ থেকে ভালবাসার মালা।
আমি কি তোমার মনের কোথাও
সেই ভালবাসার সঞ্চার করতে পেরেছি কি এতদিনে?
পেরেছি কি তোমার মনের কোথাও ঠাঁই করে নিতে?
বিশ্বাস করো! আপ্রান চেষ্টা করেছি তোমার মনের মত হতে।
তোমার মনের মত করে দিতে প্রার্থনা করেছি বিধাতার কাছে।
আমি মূল্যায়ন করি তোমাকে, তোমার কথাকে
নিজেকে ব্যস্ত রাখি সদা তোমাতে,
তুমিও তাই করো আমাকে খুশি রাখতে।
পৃথিবীতে যখন একত্রিত হয়েছি দুজনে
একত্রিত থাকবো জীবনে মরনে।
বিধাতা যেন এভাবেই রাখেন আমাদেরকে
পূর্ণ ভালবাসার বন্ধনে।
অনেক তো হল!
এবার শেষের পাতায় আসি,
ইতি বলতে ইতি নেই,
ইতিই জীবনের স্মৃতি,
ইতিই জীবনের সমাপ্তি,
আসলে ইতি কি?
যতক্ষন বেঁচে আছি ততক্ষন কোন ইতি নেই
মানতে পারো আমার এই কথা?
হাঁ; এটাই জীবনের পরম সত্য,
যখন থাকবোনা তখনই কেবল ইতি,
আর যখন বেঁচে আছি তখনের সবকিছুই সম্প্রীতি
ভালবাসা আর চাওয়া পাওয়ায় ঘেরা
এই তো জীবন এই তো জীবনের পরিধি।
এই তো ভালবাসার পরশ, কাংখিত জীবন।
আমার থেকে তুমি সব মেনে নেয়ার গুণ পাবে,
আমি মেনে নেবো তোমার সকল চাওয়া পাওয়া
বিনিময়ে তোমার ও তো তাই করতে হবে।
পৃথিবীতে মানব জীনবটাই বিনিময় কেন্দ্র,
এখানে বিনিময় ছাড়া কিছুই পাওয়া যায়না
এই কথাটা খুব সহজে কেউ মানতে চায়না।
আসলে এটাই সত্য!
এটাই জীবনের একাংশ তোমারও আমারও।
তোমার ব্যথা যদি আমি না বুঝি আর আমারটা তুমি?
তাহলে সে কেমন সম্পর্ক আমাদের মাঝে?
যদি তোমার ব্যপার গুলো আমি না দেখি
আমারটা তুমি না দেখ।
এসব বুঝতে হবে, মানতে হবে
হবে উভয়কে মানাতে।
তবেই তো সুখ থাকবে পৃথিবীর সব জুটির মাঝেতে,
২৮ শে মার্চ ২০১৩
বিষয়: বিবিধ
১০৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন