ভ্রমর তুমি!!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:২২:১৯ রাত
ভ্রমর ভালবাসে ফুল
আরো ভালবাসে তাঁর মধু।
তাই সে বনে বনে
ঘুরে বেড়ায় শুধু।
ঝড় তুফানকে পিছনে ফেলে
লোকের শত বাঁধা টুটে
ভ্রমর আসে ফুলের
বাগানে ছুটে।
ভ্রমর তুমি ফুলকে নয়
ফুলের মধু ভালবাসো।
তাই তো তুমি মিথ্যে ছলনায়
ফুলের কাছে আসো।
ভ্রমর তুমি নির্লজ্জ, বেহায়া
মধুর লোভ করো।
ফুলের মধু ফুরালে পরে
সুযোগেই কেটে পরো।
ভ্রমরের মত কতেক নর
ছুটে নারীর পিছে।
তাদের মন ছলনায় ভরা
অধিকাংশই মিছে।
প্রথম প্রথম ভাললাগে
শেষে দিয়ে যায় ধোঁকা।
যারা তাদের মন ভূলানো কথায় ভূলে
সেই নারীরাই বোকা।
যারা সত্যিকারের ভালবাসে
তারা নেয় জীবন সাথী করে।
তারা দুনিয়াতে সংসার করে
যেন জান্নাত গড়ে।
২০শে জুলাই ২০০৪
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শেষে দিয়ে যায় ধোঁকা।
যারা তাদের মন ভূলানো কথায় ভূলে
সেই নারীরাই বোকা।
মন্তব্য করতে লগইন করুন