আছি আজব দেশে!!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:২১:১৬ রাত
আমি যে কোন দেশি? কি আমার জাতি?
কি আমার পরিচয়। ভুলে গেছি যেন এই সময়
কি শুনি রোজ রোজ? কে রাখে কার খোজ?
প্রতিদিন সকালে পত্রিকাতে তাকালে দেখি শুধু যুবক হত্যা অকালে।
আমি সরল, তায় কঠিন বুঝিনা ভুলে গেছি আমাদের ঠিকানা।
মনে হয় কোন প্রবাসে আছি পড়ে কেউ কাউকে নেয়না আপন করে।
প্রতিদিনের খবরে কত কি যে উঠেরে কেউ দেখে না আসলে খুটেরে।
সবাই যেন ব্যস্ত দেশকে গিলে খেতে আস্ত।
কি হবে আমার এই দেশেররে এতসব ভেবে মনটা তাই হতাশরে।
মাঝে মাঝে ব্যাংক লুট যেন দেশটা শুধু হরিলুট।
কত যে হয় খুন নারীরা বাদ নেই এর থেকে শিশুরা।
যুবকও যেন শেষ হয় বড়দের মানতে যে আসে সেই নাকি সুখ আসে আনতে।
সুখ তো আসেই না, মাঝে শুধু নেতা বদল ভোটের আগে বলে এই করবো সেই করবো উভয় দল।
মনে থাকেনা পরে জনগণের কথা নেতা হয়ে আসলে যখন থাকে ক্ষমতায় ভুলে যায় সে নেশায়, নেতার আসনে বসলে।
কত যে রুপ এদেশের, কত রুপ নেতাদের বলে যাবেনা শেষ করা ক্ষমতার জন্যে শুধু নেতা হয়, আসলেতে বাঙালির কপাল পোড়া।
যাকে বসাই আসনে, সেই পড়ে প্রলোভনে, ভোগান্তি ভোগে শুধু সাধারণে যাকে ভক্তি করে বসাই আসনে, ভুলে যায় বাঙালিদের পরে কোন কারনে?
বাঙালি নেতা হয়ে, মুসলিম মাতা হয়ে নেয় তবে কেন বেধর্মীর পক্ষ? তাহলে ওদের কি নেই মনে দেশ গড়ার লক্ষ?
কেন তবে ভুলি সবে, নেতাদের মিথ্যাতে, দেই কেন ভোট? হে আল্লাহ নয়তো সবাইকে হেদায়াত দাও, দাও সবার মাঝে ঐক্যজোট।
বিষয়: সাহিত্য
১২৫৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন