তুমি ও আমি!!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ১২ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৩৭:২৮ দুপুর
বয়ষ বেড়েই চলেছে বিয়ে হচ্ছেনা। লোকে কত কথাই না বলছে মেয়েটাকে যেন বিয়ে না হওয়াটা মেয়ের জম্মের দোষ। আল্লাহর হুকুম যখন হবে তখন কি কেউ বিয়ে ধরে রাখতে পারবে? অথচ মেয়েটাকে কত যে লাঞ্চনা করছে এটা সেটা বলে। মেয়েটা নিরবে কেঁদে যায়। আর আল্লাহকে বলে হে আল্লাহ কারো না কারো সাথে তো কোন না কোন সময় আমার বিয়ে হবে তবে কেন তুমি আমাকে লোকের মুখের কথা শুনাচ্ছ?
তুমি কি আমাকে পছন্দ করে বানাওনি? তুমি কি আমার সঙ্গীকে সৃষ্টি করনি? তবে আর কত দেরি করবে বিয়ে সম্পন্ন করতে? আর কতদিন আমি মানুষের দেয়া আঘাত পেয়ে নিরবে চোখের অশ্রু ঝরাবো? তুমি এবার ভালো কিছুর অপেক্ষা করছি। যে আমার জীবন সাথী হবে সে যদি দেশে না ও থাকে তুমি তাকে কান ধরে দেশে এনে দাও আর অপরের দোষ নিয়ে যারা চর্চা করে তাদের মুখে লাগাম লাগিয়ে দাও
এভাবে প্রার্থনা করতে করতে প্রায় চার বছরের মাথায় মেয়েটির বিয়ে ঠিক হয় একজন প্রবাসীর সাথে। মেয়েটি মনে মনে ভাবে সেই তো বিয়ে হবেই তবে মানুষের কত যে কথার মুখোমুখি হয়েছি, কত যে চোখের পানি ফেলেছি, আর সেইসব কষ্টের সম্মুখিন হতে হবেনা ইনশা-আল্লাহ এবার শুধু তুমি আর আমি................আর আমাদের সুখ দুঃখ।
অণুগল্প#
বিষয়: সাহিত্য
১৪৭০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন