মাতৃ যাতনা!!

লিখেছেন লিখেছেন সাদামেঘ ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:০২:৩৭ রাত

সাধনা আর অপেক্ষার পরে একটি জান্নাতের পায়রা এসেছিলো কোলে। নির্দিষ্ট কিছুদিন থেকে ছিলো অধরে। আবারও পাড়ি জমিয়েছে জান্নাতে। জান্নাতের সবুজ পায়রা হয়ে উড়ছে জান্নাতের আকাশে। অল্পক্ষনের মেহমান হয়ে এসেছিলো সে, চলে গেছে আবার নিরবে দুটি আত্মাকে তৃষিত করে। এথার রিযিক গ্রহণ করেনি, হাউজে কাউসার পান করবে বলে। পরিধান করেনি এথার পোষাক, জান্নাতের সবুজ ও মহামূল্যবান পোষাক পরিধান করবে বলে। সেই কলিজার টুকরো নয়নমনিকে ঘিরে দু'জোড়া চোখ অশ্রুসিক্ত হয়ে প্রহর গুণছে দেখা হবে....দেখা হবে....দেখা হবে সেই সাধনার রত্নের সাথে এপারে নয় ওপারে জান্নাতের সিঁড়িতে...

বিষয়: সাহিত্য

১২৫১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303437
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:২১
আফরা লিখেছেন : আল্লাহ আপনি আপু মনকে শান্ত করে দিন । আমীন ।
303511
০৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২১
হতভাগা লিখেছেন : এথার এর অর্থ কি ?
303531
০৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মহান আল্লাহ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দিন।
ছবর করুন আপনার সন্তানকে পাবেন জান্নাতে.....। ইনশা-আল্লাহ এই সন্তানই আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File